Information

বিশ্বের ১০ টি বিলিয়নিয়ারদের শহর

আপনারা জেনে অবাক হবেন যে, বিশ্বের মোট ২৬ হাজার ৬ শত ৬৮ জন বিলিনিয়ারের ৪ ভাগের ১ ভাগ উল্লেখিত ১০ শহরের বাসিন্দা। ২০২৩ সালের ফোর্বস এর তালিকার ২৬৬৬৮ জনের ১০৭ জন বিলিয়নিয়ারের আবাসস্থল নিউইয়র্ক শহর।

বিশ্বের ১০ টি বিলিয়নিয়ারদের শহর

আপনারা জেনে অবাক হবেন যে, বিশ্বের মোট ২৬ হাজার ৬ শত ৬৮ জন বিলিনিয়ারের ৪ ভাগের ১ ভাগ উল্লেখিত ১০ শহরের বাসিন্দা। ২০২৩ সালের ফোর্বস এর তালিকার ২৬৬৬৮ জনের ১০৭ জন বিলিয়নিয়ারের আবাসস্থল নিউইয়র্ক শহর। একটি শহর গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে শহরে বসবাসকারী বাসিন্দাদের ভূমিকা সব থেকে বেশি থাকে। আর সেটা যদি হয় আর্থিক দিক থেকে, তাহলে সংবাদের শিরোনাম হওয়া সাভাবিক। বিশ্বের যেসকল শহরে খ্যাতনামা তারকা, রাজনীতিবিদ অথবা ব্যবসায়ী বিলিয়নিয়ারা বসবাস করে, তাদের মধ্যেই এক ধরনের প্রতিযোগিতা চলে। ২০২৩ সালে বিশ্বের কোন কোন ১০ টি শহরে সবচেয়ে বেশি বিলিয়নিয়ারের বসবাস, তাদের সম্পদের পরিমাণ কত, বিলিয়নিয়ার বাসিন্দাদের মধ্যে কে কে শীর্ষে রয়েছেন তা নিয়েই আজকের আমাদের এই পোস্ট। বিশ্বের ১০ টি বিলিয়নিয়ারদের শহর

Top 10 Popular Foods of Bangladesh

নাম্বার ১ নিউইয়র্ক

বিলিয়নিয়ার এর সংখ্যা ১০৭ জন।
সম্পদের মোট পরিমাণ ৬৪০.৪ বিলিয়ন ডলার।
সবচেয়ে ধনী বাসিন্দার নাম মাইকেল ব্লুমবার্গ।
সম্পদের পরিমাণ ৮২ বিলিয়ন ডলার।

10-cities-of-billionaires-in-the-world-1

প্রতিযোগিতার দৌড়ে ২০২৩ সালে নিজের হারানো গৌরব নিউইয়র্ক শহর পুনরায় পুনরুদ্ধার করেছে। গত ১ বছরে শহরটিতে বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে ৮ জনের মতো। এসব বিলিয়নিয়ারের বেশিরভাগই আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। থ্রাইভ ক্যাপিটাল এর প্রতিষ্ঠাতা জশ কুশনার এবং ভেরিটাস ক্যাপিটাল এর সিইও রামজি মুসাল্লাম এই নিউইয়র্ক শহরেরই বাসিন্দা। সদ্য যুক্ত হওয়া বিলিয়নিয়ারদের মধ্যে ব্লকচেইন স্টার্টআপ ‘ওপেনসি’ এর দুই সহপ্রতিষ্ঠাতা ডেভিন ফিনজার এবং অ্যালেক্স আটালাহ নিউইয়র্ক শহরের বাসিন্দা। ২০২৩ সালে নিউইয়র্ক শহরের সবচেয়ে ধনী বাসিন্দা হিসেবে জায়গা করে নিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মাইকেল ব্লুমবার্গ। নিউইয়র্কের তার সব মিলিয়ে মোট সম্পত্তির ১৩ শতাংশই ব্লমবার্গের দখলে রয়েছে। বিশ্বের ১০ টি বিলিয়নিয়ারদের শহর

নাম্বার ২ বেইজিং

মোট বিলিয়নিয়ার এর সংখ্যা  ৮৩ জন।
মোট সম্পদের পরিমাণ ৩১০ বিলিয়ন ডলার।
সবচেয়ে ধনী বাসিন্দা ঝ্যাং ইমিং।
মোট সম্পত্তির পরিমাণ ৫০ বিলিয়ন ডলার।

10-cities-of-billionaires-in-the-world-2

বর্তমানে চীনা ধনকুবেরদের জন্য বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে ক্রমবর্ধমান সরকারি তদন্তের চাপ। ২০২১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বেইজিং এর সমষ্টিগত সম্পদের পরিমাণ প্রায় ১৭৪.৩ বিলিয়ন ডলার কমেছে। আরএলএক্স টেকনোলজির প্রতিষ্ঠাতা কেট ওয়াং এবং ডিডি গ্লোবাল এর সিইও ওয়েই চেং দুজনেরই ব্যাংক ব্যালেন্স কমে যাওয়ার প্রভাব চীনা রাজধানীর উপরে পড়েছে। বর্তমানে বেইজিং শহরের শীর্ষ ধনীর খেতাব নিজের দখলে নিয়েছেন টিকটক এর মালিকানাধীন বাইটড্যান্স এর প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং। ফোর্বস এর তথ্য মতে, গেল ২০২২ সালের থেকে এবার তার সম্পদের পরিমাণ ১৪.৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

Ways to stay physically healthy

নাম্বার ৩ হং কং

বিলিয়নিয়ার এর সংখ্যা ৬৮ জন।
মোট সম্পদের পরিমাণ ৩০৪ বিলিয়ন ডলার।
সবচেয়ে ধনী বাসিন্দা লি শাউ কি।
মোট সম্পদের পরিমাণ ৩২.৬ বিলিয়ন ডলার।

10-cities-of-billionaires-in-the-world-3

 

চলতি বছরে বিলিয়নিয়ারের সংখ্যা কমেছে হংকং শহরেও। বিশেষজ্ঞদের মতে, দেশীয় বাজারের টালমাটাল অবস্থা এবং কঠোরতম কোভিড-১৯ প্রটোকল এর জন্য এমন অবস্থা। প্রায় স্থবির হয়ে যাওয়া পর্যটন শিল্পের কারণে বর্তমানে সুপার রিচ বিলিয়নিয়ারের তালিকা থেকে ক্যাসিনো বিলিয়নিয়ার ইনা চ্যান, লরেন্স হো এবং হোটেল ম্যাগনেট ঝ্যাও টংটং ছিটকে গেছেন। এর সাথে আরও যে দুজন উক্ত তালিকা থেকে বাদ পড়েছিলেন তারা হলেন, লি মান টাট এবং শিং-বর ট্যাং। বর্তমানে হংকং এ ধনী বাসিন্দাদের তালিকায় লি শাউ কি রয়েছেন।

নাম্বার ৪ লন্ডন

মোট বিলিয়নিয়ার এর সংখ্যা ৬৬ জন।
মোট সম্পদের পরিমাণ ৩২৪.১ বিলিয়ন ডলার।
সবচেয়ে ধনী বাসিন্দা লেন ব্লাভান্টিক।
মোট সম্পদের পরিমাণ ৩২.৫ বিলিয়ন ডলার।

10-cities-of-billionaires-in-the-world-4

কভিড-১৯ এর জন্য দীর্ঘ লকডাউনের ফলে স্থবির হয়ে থাকা লন্ডন শহর চার নাম্বারে স্থান পেয়েছে। তবে ২০২৩ সালে নতুন করে আরও ছয় বিলিয়নিয়ারকে স্বাগতম জানিয়েছে লন্ডন শহরটি। এদের মধ্যে ফোর্বস তালিকায় জায়গা করে নেওয়া প্রথম ব্যাক্তি হলেন বুলগেরিয়ান ও দ্বিতীয় ব্যাক্তি হলেন এস্তোনিয়ান। এবং তাদের আবাসস্থল বর্তমানে লন্ডন শহরে। সদ্য নবাগতদের মধ্যে ইলেক্ট্রোনিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যারাইভাল’ এর প্রতিষ্ঠাতা ডেনিস সেভারডলো এবং ডিজিটাল ব্যাংকিং জায়ান্ট ‘রিভলুট’ এর চীফ টেকনোলজি অফিসার ভ্লাদ ইয়াৎসেনকো জায়গা করে নিয়েছেন।

নাম্বার ৫ সাংহাই

মোট বিলিয়নিয়ার এর সংখ্যা ৬১ জন।
মোট সম্পদের পরিমাণ ১৮৭ বিলিয়ন ডলার।
সবচেয়ে ধনী বাসিন্দা লিউ ইয়ংজিং।
মোট সম্পত্তির পরিমাণ ১৩.২ বিলিয়ন ডলার।

10-cities-of-billionaires-in-the-world-5

অন্যান্য চীনা শহরের থেকে সাংহাইয়ের অবস্থা তুলনামূলক অনেকটা ভালো। ২০২৩ সালে শহরটিতে সুপার-রিচ বাসিন্দার সংখ্যা ৬৪ থেকে কমে ৬১ তে নেমে এসেছে। গত ১ বছরে বিলিয়নিয়ার এর তালিকা থেকে চীনা মিডিয়া জায়ান্ট বিলিবিলির নির্বাহী কর্মকর্তা জু ই ও চেন রুই এবং যোগাযোগ প্ল্যাটফর্ম আগোরা’র সিইও টনি ঝাও বাদ পড়েছেন। আর ২০২৩ সালে সম্পদের পরিমাণ দ্বিগুণ বাড়িয়ে শহরের শীর্ষ বিলিয়নিয়ার এর স্থান কৃষি ও কেমিক্যাল ফার্ম ইস্ট হোপ গ্রুপের চেয়ারম্যান লিউ ইয়ংজিং দখল করেছেন।

5 Ways to Stay Healthy

নাম্বার ৬ শেনঝেন

মোট বিলিয়নিয়ার এর সংখ্যা ৫৯ জন।
মোট সম্পদের পরিমাণ ২৮৬.৬ বিলিয়ন।
সবচেয়ে ধনী বাসিন্দা মা হুয়াতেং।
মোট সম্পদের পরিমাণ ৩৭.২ বিলিয়ন ডলার।

10-cities-of-billionaires-in-the-world-6

গত এক বছরে চীনের ‘সিলিকন ভ্যালি’ হিসেবে খ্যাত শেনঝেন শহরে বিলিয়নিয়ারের সংখ্যা ৯ জনের মত কমেছে। ফলে ২০২৩ সালে ফোর্বস এর তালিকার ৬ নম্বরে সেনঝেন শহরটি নেমে এসেছে। সরকারি গ্রেপ্তার এর জন্য আনুমানিক ৬৪ শতাংশ শেয়ার স্মুর ইন্টারন্যাশনাল হারিয়েছে। যার জন্য উক্ত প্রতিষ্ঠানটির ৩ জন বিনিয়োগকারী বিলিয়নিয়ার তালিকা থেকে বাদ পড়েছেন। শুধু এই পর্যন্তই নয়, বর্তমানে শেনঝেনের সবচেয়ে ধনী বাসিন্দা টাইকুন মা হুয়াতেংও ১ বছরে প্রায় ২৮ বিলিয়নের বেশি সম্পদ হারিয়েছেন।

নাম্বার ৭ মস্কো

মোট বিলিয়নিয়ার এর সংখ্যা ৫৩ বিলিয়নিয়ার।
মোট সম্পদের পরিমাণ ২১৪.৯ বিলিয়ন ডলার।
সবচেয়ে ধনী বাসিন্দা ভ্লাদিমির লিসিন।
মোট সম্পদের পরিমাণ ১৮.৪ বিলিয়ন ডলার।

10-cities-of-billionaires-in-the-world-7

২০২২ সাল থেকে ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য করুণ পরিণতি বরণ করতে হয়েছে মস্কোকে। ২০২৩ সালে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার হারিয়েছে রুশ রাজধানী। শহরের মাত্র ২ জন বিলিয়নিয়ার ব্যাতিত প্রত্যেকেই উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ হারিয়েছেন। স্টিল উৎপাদনকারী কোম্পানি এনএলএমকে’র চেয়ারম্যান ভ্লাদিমির লিসিনে তার ব্যক্তিগত সম্পদের প্রায় ৮ বিলিয়ন ডলার হারিয়েছেন। এরসাথে বিলিয়নিয়ার তালিকা থেকে আরো ২৬ জন রুশ নাগরিক বাদ পড়েছেন।

নাম্বার ৮ মুম্বাই

মোট বিলিয়নিয়ার এর সংখ্যা ৫১ জন।
মোট সম্পদের পরিমাণ ৩০১.৩ বিলিয়ন ডলার।
সবচেয়ে ধনী বাসিন্দা মুকেশ আম্বানি।
মোট সম্পদের পরিমাণ ৯০.৭ বিলিয়ন ডলার।

10-cities-of-billionaires-in-the-world-8

২০২২ সালের তুলনায় ২০২৩ সালে ৩ জনের বেশি বিলিয়নিয়ার যুক্ত হয়ে ফোর্বস এর তালিকার আট নম্বরে উঠে এসেছে ভারতের মুম্বাই শহরটি। তবে এরসাথে ২০২৩ এ শহরে বিলিয়নিয়ার কমেছে ৩ জন। সদ্য নবাগত বিলিয়নিয়ারদের মধ্যে ভারতের প্রথম স্ব-প্রতিষ্ঠিত নারী ফাল্গুনি নায়ার আছেন। বর্তমানে ভারতের বিউটি-ফ্যাশন ব্র্যান্ড নিয়াকা’র মালিক ফাল্গুনির সম্পদের মোট পরিমাণ ৪.৫ বিলিয়ন ডলার। তবে মুম্বাইয়ের মোট বিলিয়নিয়ার সম্পত্তির ৩০ শতাংশ মুকেশ আম্বানির দখলেই আছে।

Top popular foods in the world

নাম্বার ৯ সান ফ্রান্সিসকো

মোট বিলিয়নিয়ার এর সংখ্যা ৪৪ জন।
মোট সম্পদের পরিমাণ ১৬০.৮ বিলিয়ন ডলার।
সবচেয়ে ধনী বাসিন্দা ব্রায়ান চেস্কি এবং ডাস্টিন মস্কোভিটজ।
মোট সম্পদের পরিমাণ ১১.৫ বিলিয়ন ডলার।

10-cities-of-billionaires-in-the-world-9

২০২২ সালে ৮ নম্বর অবস্থান থাকা সান ফ্রান্সিসকো এক ধাপ নিচে নেমে বর্তমানে ৯ নম্বরে স্থান পেয়েছে। তবে ২০২৩ সালে আলট্রা-রিচ উদ্যোক্তাদের স্বাগত জানিয়েছে ৯ নম্বরে থাকা এই শহরটি। এদের মধ্যে গ্রামারলি’র সহপ্রতিষ্ঠাতা ম্যাক্স লিটভিন এবং স্টার্টআপ কোম্পানি ব্রেক্স এর দুই সহপ্রতিষ্ঠাতা হেনরিক ডুবুগ্রাস ও পেদ্রো ফ্রানচেসকি রয়েছেন।

নাম্বার ১০ সিউল

মোট বিলিয়নিয়ার এর সংখ্যা ৩৮ জন।
মোট সম্পদের পরিমাণ ১০৮.৩ বিলিয়ন ডলার।
সবচেয়ে ধনী বাসিন্দা কিম বিওম-সু এবং যে ওয়াই.লি।
মোট সম্পদের পরিমাণ ৯.১ বিলিয়ন ডলার।

10-cities-of-billionaires-in-the-world-10

২০১৯ সালের পর আবারও সেরা ১০ এর জায়গা দখল করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার শহর সিউল। ২০২৩ সালে সিউলের নবাগত ৩ জন বিলিয়নিয়ার বাসিন্দাই স্ব-প্রতিষ্ঠিত বিলিয়নেয়ার। দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ ম্যাসেজিং অ্যাপ ‘কাকো’র প্রতিষ্ঠাতা কিম বিওম-সু এর সঙ্গে যৌথভাবে শীর্ষ ধনীর অবস্থানে আছেন স্যামসাং ইলেক্ট্রনিকস এর ভাইস চেয়ারম্যান জে ওয়াই লি। দুইজনের সম্পদের পরিমাণ ৯ দশমিক ১ বিলিয়ন ডলার।

বিশেষ দ্রষ্টব্য: উপরের উল্লেখিত সকল তথ্য গুলো ফোর্বস থেকে সংগ্রহ করা হয়েছে।

আরো বিস্তারিত তথ্য ও সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

Our official Facebook page

EDUINFOBD OFFICIAL

Related Articles