Breaking news

১০০ টাকা প্রাইস বন্ড ড্র ২০২৩ – 100 Taka price bond

১০০ টাকার প্রাইজ বন্ড হলো বাংলাদেশ সরকার কর্তৃক সঞ্চয়ের লক্ষ্য নিয়ে প্রবর্তিত এক প্রকার কাগজের মুদ্রার পদ্ধতি। এটি সর্ব প্রথম ১৯৭৪ সালে বাংলাদেশের চালু করা হয়। প্রাইজবন্ডের সকল কাজ বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত হয়ে থাকে।

১০০ টাকা প্রাইস বন্ড ড্র ২০২৩

১০০ টাকার প্রাইজবন্ড ড্র ২০২৩ ঘোষণা করা হয়েছে। ১০৯ তম প্রাইজবন্ড ড্র সংক্রান্ত সকল তথ্য পেতে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

প্রাইজ বন্ড কাকে বলে?

১০০ টাকার প্রাইজ বন্ড হলো বাংলাদেশ সরকার কর্তৃক সঞ্চয়ের লক্ষ্য নিয়ে প্রবর্তিত এক প্রকার কাগজের মুদ্রার পদ্ধতি। এটি সর্ব প্রথম ১৯৭৪ সালে বাংলাদেশের চালু করা হয়। প্রাইজবন্ডের সকল কাজ বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত হয়ে থাকে। ১০০ টাকা প্রাইস বন্ড ড্র ২০২৩

১০০ টাকার প্রাইজ বন্ড প্রচলন এর কারণ

বাংলাদেশের নিজস্ব অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকার এই কার্যক্রমটি চালু করেছে। সকল শ্রেণীর জনসাধারণ ব্যক্তির সঞ্চয় প্রবণতা কথা বিবেচনা করে ১০০ টাকার প্রাইজবন্ড কার্যক্রম টি প্রবর্তন করা হয়েছে।

যে সকল স্থানে ১০০ টাকার প্রাইজবন্ড কেনা বা বিক্রি করা যাবে

বর্তমানে শুধুমাত্র বাংলাদেশের চারটি প্রতিষ্ঠান থেকে প্রাইজবন্ড কিনা এবং বিক্রি করা যায়। প্রতিষ্ঠানগুলো হল

১. বাংলাদেশ ব্যাংকের সকল অফিস। (ময়মনসিংহ অফিস ব্যতীত)
২.  সকল তফসিলি ব্যাংক। (শরীয়াহ ভিত্তিক ব্যাংক ব্যতীত)
৩. বাংলাদেশের সকল ডাকঘর।
৪. জাতীয় সঞ্চয় অধিদপ্তরে অধীনস্থ সকল সঞ্চয় ব্যুরো অফিস।

বর্তমানে প্রাইজবন্ডের মূল্য

বাংলাদেশের বর্তমানে শুধুমাত্র ১০০ টাকা সমান মূল্যের প্রাইজবন্ড বাজারে পাওয়া যায়। ১০০ টাকার প্রাইজবন্ড কিনতে কোন প্রকারের আবেদন করতে হয় না যে কোন পরিস্থিতিতে নগদ অর্থের বিনিময়ের প্রাইজবন্ড ক্রয় বা বিক্রয় করা যায়।

প্রাইজবন্ড ড্র যে সকল মাসে প্রকাশ হয়ে থাকে

প্রাইজ বন্ড ড্র সাধারনত বছরে ৪ বার অনুষ্ঠিত হয়ে থাকে এবং ড্র গুলো বছরের ৪ টি মাসের ৩১ তারিখে হয়ে থাকে। তবে ৩১ তারিখে যদি সরকারি কোনো ছুটি থাকে বা অন্য কোনো কারণে প্রাইজ বন্ড অনুষ্ঠিত করা সম্ভব না হয় তবে প্রাইজ বন্ডের ড্র অন্য কোনো কার্যদিবসে অনুষ্ঠিত করা হয়।

প্রাইজবন্ড ড্র  প্রকাশ এর তারিখ

১. প্রথম প্রাইজ বন্ড ড্র হয় ৩১ জানুয়ারিতে।
২. দ্বিতীয় প্রাইজ বন্ড ড্র হয় ৩০ এপ্রিলে।
৩. তৃতীয় প্রাইজ বন্ড ড্র হয় ৩১ জুলাই।
৪. সর্বশেষ প্রাইজ বন্ড ড্র হয় ৩১ অক্টোবরে।

    Question Solution download   

প্রাইজবন্ড ড্র ২০২৩ এর নিয়ম

প্রাইজ বন্ড ড্র সাধারণত একক সাধারণ পদ্ধতিতে বা প্রতিটি সিরিজের জন্য একই নম্বরের ড্র হিসেবে পরিচালিত হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে শুধুমাত্র ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাইজ বন্ড ড্র এর কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে।

প্রাইজবন্ড ড্র ২০২৩ এর তারিখ সমূহ

১. ১০৬ তম প্রাইজ বন্ডের ড্র ৩১ জানুয়ারী ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
২. ১০৭ তম প্রাইজ বন্ডের ড্র ০৮ মে ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়েছে। যেহুতু ৩০ এপ্রিল ২০২৩ এবং ১ মে ২০২৩ তারিখে সরকারী ছুটি হিসেবে ঈদের ছুটি ছিলো তাই উক্ত কারনে ০৮ মে প্রাইজ বন্ড ড্র অনুষ্ঠিত হয়।
৩. ১০৮ তম প্রাইজ বন্ড ড্র ৩১ জুলাই ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
৪. ১০৯ তম প্রাইজ বন্ডের ড্র ৩১ অক্টোবর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

১০০ টাকা প্রাইস বন্ড ড্র ২০২৩ এর পুরস্কার

বর্তমানে ১০০ টাকা প্রাইজ বন্ডের মােট সিরিজ সংখ্যা হল ৪৬টি এবং প্রতি সিরিজের জন্য সর্বমোট ৪৬টি পুরস্কার আছে।

পুরস্কার গুলো হল

পুরস্কার সংখ্যা অর্থ
১ম পুরস্কার (১টি) ৬,০০,০০০.০০ (৬ লক্ষ টাকা)
২য় পুরস্কার (১টি) ৩,২৫,০০০.০০ (৩ লক্ষ ২৫ হাজার টাকা)
৩য় পুরস্কার (২টি) ১,০০,০০০.০০ (১ লক্ষ টাকা )
৪র্থ পুরস্কার (২টি) ৫০,০০০.০০ (৫০ হাজার টাকা)
৫ম পুরস্কার  (৪০টি) ১০,০০০.০০ (১০ হাজার টাকা)

Dhaka Board SSC Result 2023 check here

১০৯ তম প্রাইজ বন্ড ড্র এর ফলাফল লিস্ট PDF ডাউনলোড

১০০ টাকার প্রাইজ বন্ড ড্র গত ৩১ অক্টোবর ২০২৩ রোজ সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রাইজ বন্ড ড্র সাধারনত বছরে ৪ বার অনুষ্ঠিত হয়ে থাকে এবং ড্র গুলো বছরের ৪ টি মাসের ৩১ তারিখে হয়ে থাকে। তবে ৩১ তারিখে যদি সরকারি কোনো ছুটি থাকে বা অন্য কোনো কারণে প্রাইজ বন্ড অনুষ্ঠিত করা সম্ভব না হয় তবে প্রাইজ বন্ডের ড্র অন্য কোনো কার্যদিবসে অনুষ্ঠিত করা হয়।

১০৯ তম প্রাইজ বন্ড ড্র এর ফলাফল তালিকা

১০৯ তম প্রাইজ বন্ড ড্র এর বিজয়ীদের তালিকা

প্রথম পুরস্কার বিজয়ী যিনি ৬ লক্ষ টাকা পেয়েছেন তার নম্বর সিরিজ ০০৯৮৬৬৭
দ্বিতীয় পুরস্কার বিজয়ী যিনি ৩ লক্ষ ২৫ হাজার টাকা পেয়েছেন তার নম্বর সিরিজ ০৮৮৮০৫১
তৃতীয় পুরস্কার বিজয়ী যিনি ১ লক্ষ টাকা করে তৃতীয় পুরস্কার পেয়েছেন তার নম্বর সিরিজ ০৩৯৫৪১৬ এবং ০৪৮১৮৬২
চতুর্থ পুরস্কার বিজয়ী যিনি ৫০ হাজার টাকা করে চতুর্থ পুরস্কার পেয়েছেন তার নম্বর সিরিজ ০০১১৫৭৬ এবং ০২০২৯৩৯

জাতীয় পরিচয়পত্র ভুল সংশোধন ২০২৩

এছাড়া যারা ১০ হাজার টাকা করে প্রাইজ বন্ড পেয়েছেন তাদের নম্বর সিরিজ হলো

প্রতিটি ১০ হাজার টাকা করে ৪০টি পঞ্চম পুরস্কার নম্বর সিরিজের তালিকা

০০০৭৭১৮, ০১৩৮০৭২, ০০১৭৮৮৭, ০১৪৯৬৪৯, ০৩৫৯৭৫৭, ০৬৮৯৮৮৮, ০৯০১৭৯২, ০০৭৭৬৫৩, ০৫৬৬৯৭৬, ০৭৫৭৬৬২, ০৯৪৫৮০৬, ০১০৯৪৩৪, ০৩৫২২০২, ০৫৭৮৬৫৪, ০৩৫৭৫৮৪, ০৫৮৮৮৯৯, ০৮০০৭২৪, ০৫৯৩৭২০, ০৮০৩৭৩৬, ০০৬০৫৬৪, ০১৮৪৫৯৬, ০৩৯৩১৩৯,০৬০৮৪১৭, ০৮৮৭৯৪৪, ০০৬১০১৩, ০২০৪৭২৬, ০৩৯৬০৪২, ০৬৩৫৭৯৬, ০৮৯৩৪২৩, ০০৬৪২৩০, ০২৫২৭৬৬, ০৪৬৯৬৪০, ০২৮০৩৪৩, ০৫৪৪০৮৪, ০৭১৩০৪৬, ০৯২৬৩২০, ০০৯১১১০, ০৩০৭৫২৯, ০৭৫৮১৮৯ এবং ০৯৯৫৭৭৮।

109th-imgbb

আরো তথ্য ও আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

EDUINFOBD OFFICIAL

Related Articles