৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩-5th Class Primary Scholarship Exam Result 2023 [এইমাত্র প্রকাশ]
গত ১৪/০২/২০২৩ তারিখে প্রাথমিক ও গণশিক্ষাসচিব ফরিদ আহাম্মদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখের ব্যাপারে জানিয়েছেন। এরসাথে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড সকলের সামনে তুলে ধরেন। উল্লেখ্য যে, গত ৩০/১২/২০২২ তারিখে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩
২০২২ সালের ৫ম শ্রেণির অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ (পরীক্ষার সাল ২০২২) প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সূত্র হতে জানা গেছে যে, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সূত্র থেকে আরো জানা গেছে, পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর সূত্রে হতে জানা গেছে যে, এই বছর পরীক্ষার্থীদের সংখ্যা কিছুটা বেশি হওয়ার জন্য ফলাফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে। ৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ ইংরেজীতে দেখুন
প্রাথমিক বৃত্তি ফলাফল ২০২৩
গত ১৪/০২/২০২৩ তারিখে প্রাথমিক ও গণশিক্ষাসচিব ফরিদ আহাম্মদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখের ব্যাপারে জানিয়েছেন। এরসাথে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড সকলের সামনে তুলে ধরেন। উল্লেখ্য যে, গত ৩০/১২/২০২২ তারিখে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ বছর প্রতিটি বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ২০ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের প্রতিটিতে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়।
এক নজরে প্রাথমিক বৃত্তি ফলাফল ২০২৩
পরীক্ষার নাম | প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ |
পরীক্ষার বিষয় সমূহ | বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান |
পরীক্ষার মোট নম্বর | ১০০ নম্বর |
পরীক্ষার সময়কাল | ২ ঘণ্টা (১০টা থেকে ১২টা)। |
পরীক্ষার তারিখ | ৩০ ডিসেম্বর ২০২২ |
পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ | ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ (সম্ভাব্য) |
রেজাল্ট দেখার ওয়েবসাইট | http://www.dpe.gov.bd |
SSC Exam Routine 2023
৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সর্বশেষ তথ্য
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি তারিখের মধ্যে প্রকাশের সিধান্ত নিয়েছে। যদি সব কিছু ঠিক থাকে তবে উক্ত তারিখেই পুরো বাংলাদেশে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (http://www.dpe.gov.bd) প্রকাশ করা হবে।
এক নজরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা
২০২২ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত ৫ম শ্রেণির উক্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৮২ হাজারেরও বেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। যার মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। নতুন নিয়ম অনুসারে ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলাভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০% ছাত্র এবং ৫০% ছাত্রীকে মেধা অনুসারে প্রদান করা হবে।
Syllabus and Mark Distribution 2023
বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে যত টাকা করে পাবে
নতুন নিয়ম অনুসারে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩০০ টাকা করে পাবে। |
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ২২৫ টাকা করে পাবে। |
উল্লেখ্য যে, ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে সারা দেশের উপজেলা ভিত্তিক কেন্দ্রগুলোতে প্রায় ৬ লাখ শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। উক্ত পরীক্ষার সময়কাল ছিল মোট ২ ঘণ্টা। মোট ৪ টি বিষয়ে (বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান) প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
Eid greetings sms and poem
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩
করোনার পাশাপাশি গত জানুয়ারি থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের বিষয়টি মাথায় রেখে গত বছরসহ তিন বছর ধরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের PSC পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছিল না। পরবর্তীতে সময়েও পিএসসি পরীক্ষা হবে না বলেই জানিয়ে আসছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারকেরা। কিন্তু গত ২৮ নভেম্বর ২০২৩ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় আকস্মিকভাবেই এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
যদিও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলে আসছিলেন, বছরের শেষে এসে হঠাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। কেননা উক্ত ব্যাপারটি একদিকে শিক্ষার্থীদের জন্য যেমন ক্ষতিকর বিষয় হবে, তেমনি নতুন শিক্ষাক্রমের আলোকে ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় যে পরিবর্তন আসছে, তার জন্যও নেতিবাচক হবে। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের সিদ্ধান্তে অনড় ছিলেন। আর গত ৩০/১২/২০২২ তারিখে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষাটি নেয়া হয়।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ দেখার নিয়ম
১। প্রথমে https://dpe.portal.gov.bd/site/page/aac44fc2-d167-4ef4-9e57-b3196be3aa20 অথবা http://180.211.137.51/ ওয়েব অ্যাড্রেসে প্রবেশ করতে হবে। আপনি চাইলে এখানে বা এখানে ক্লিক [ডিরেক্ট লিংক] করে প্রবেশ করতে পারেন। |
২। এরপর Primary scholarship result অপশনে ক্লিক করুন। |
৩। অতপর আপনি জেলা ভিত্তিক রেজাল্ট গুলো দেখতে পারবেন। |
৪। এরপর আপনি যে জেলার রেজাল্ট জানতে চাচ্ছেন সেই জেলার রেজাল্ট পিডিএফ আকারে ডাউনলোড করে দেখতে পাবেন। |
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ পিডিএফ ডাউনলোড জেলা ভিত্তিক
1. Dhaka | PDF download |
2. Munshiganj | PDF download |
3. Narsingdi | PDF download |
4. Narayanganj | PDF download |
5. Manikganj | PDF download |
6. Mymensingh | PDF download |
7. Gazipur | PDF download |
8. Kishoreganj | PDF download |
9. Jamalpur | PDF download |
10. Sherpur | PDF download |
11. corner of eye | PDF download |
12. Tangail | PDF download |
13. Faridpur | PDF download |
14. Gopalganj | PDF download |
15. Shariatpur | PDF download |
16. Madaripur | PDF download |
17. Rajbari | PDF download |
18. Chittagong | PDF download |
19. Cox’s Bazar | PDF download |
20. followers | PDF download |
21. Rangamati | PDF download |
22. Khagrachari | PDF download |
23. feni | PDF download |
24. Brahmanbaria | PDF download |
25. Chandpur | PDF download |
26. Rajshahi | PDF download |
27. Nator | PDF download |
28. Naogaon | PDF download |
29. Nawabganj | PDF download |
30. Bogra | PDF download |
31. Pabna | PDF download |
32. Sirajganj | PDF download |
33. Joypurhat | PDF download |
34. Rangpur | PDF download |
35. Lalmonirhat | PDF download |
36. Kurigram | PDF download |
37. Nilphamari | PDF download |
38. Gaibandha | PDF download |
39. Panchagarh | PDF download |
40. Dinajpur | PDF download |
41. Khulna | PDF download |
42. Thakurgaon | PDF download |
43. Satkhira | PDF download |
44. Bagerhat | PDF download |
45. Jessore | PDF download |
46. Jhenaidah | PDF download |
47. Narail | PDF download |
48. Magura | PDF download |
49. Kushtia | PDF download |
50. Chuadanga | PDF download |
51 Meherpur | PDF download |
52. Barisal | PDF download |
53. Jhalakathi | PDF download |
54. Pirojpur | PDF download |
55. Patuakhali | PDF download |
56. Barguna | PDF download |
57. Bhola | PDF download |
58. Sylhet | PDF download |
59. Habiganj | PDF download |
60. Moulvibazar | PDF download |
61. Noakhali | PDF download |
62. Lakshmipur | PDF download |
63. Comilla | PDF download |
64. Chandpur | PDF download |
আজ এই পর্যন্ত। আশা করি এই পোস্ট হতে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।
আরও তথ্য এবং আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগ দিন
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ