University Admission

BUP ভর্তি বিজ্ঞপ্তি ২০২২[Online Apply]। বিউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ PDF ডাউনলোড

BUP ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। BUP ভর্তি বিজ্ঞপ্তি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে BUP কর্তৃপক্ষ ।বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ এখানে থেকে আপনি দেখতে পারবেন।BUP হল দেশের অনন্য একাডেমিক সত্তা, যেখানে বেসামরিক এবং সশস্ত্র বাহিনীর ছাত্রদের মধ্যে বিভিন্ন দক্ষতা, অভিজ্ঞতা লাভ করা যায়।আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস BUP ভর্তি সংক্রান্ত । এই নিবন্ধ হতে আপনি BUP  ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ PDF ডাউনলোড করতে সক্ষম হবেন। আমরা আজকে বিউপি ভর্তি সংক্রান্ত যাবতীয় আলোচনা করবো তাই আপনি যদি বিউপি ভর্তি ইচ্ছুক একজন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই নিবন্ধ টি সম্পূর্ণ পড়ুন।

BUP ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

BUP ভর্তি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। ২০ ফ্রেব্রুয়ারি হতে বিউপি ভর্তি আবেদন অনলাইনে করা যাবে। বিউপি ভর্তি আবেদনের সিস্টেম সম্পূর্ণ অনলাইন । আমাদের ওয়েবসাইট হতেও আপনি বিউপি ভর্তি অনলাইন আবেদন করতে পারবেন। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা থেকে BUP আবেদন করা যাবে এবং এ আবেদন করার শেষ সময় ০৩ মার্চ ২০২২ সন্ধ্যা ৬ টা পর্যন্ত।www.bup.edu.bd ওয়েবসাইট হতে BUP আবেদন ২০২২ করা যাবে । এই নিবন্ধের নিচের অংশে আমরা আবেদনের লিঙ্ক দিয়ে দিয়েছি যেখান থেকে আপনি খুব সহজেই বিউপি আবেদন ২০২২ সম্পন্ন করতে সক্ষম হবেন।আমরা এই নিবন্ধে আর বলে দিয়েছি বিউপি ভর্তি আবেদন কিভাবে করতে হবে।

 

BUP এডমিশন সার্কুলার ২০২২

BUP ভর্তি পরীক্ষা প্রত্যেক বছরই অনুষ্ঠিত হয়। বিউপি ভর্তি বিজ্ঞপ্তি এইচএসসি পরিক্ষার পর পরই বিউপি কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। এবছরও বিউপি কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইট হতে এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবছর বিউপি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ এবং ১২ মার্চ।“EXCELLENCE THROUGH KNOWLEDGE” এই নিতি বাক্য অনুসরণ করেই বিউপি এগিয়ে চলেছে ।দেশের কাঙ্খিত মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে জাতীয় নিরাপত্তা, প্রযুক্তি এবং আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে জ্ঞানকে আরও এগিয়ে নিতে কাজ করে চলেছে এই বিশ্ববিদ্যালয়টি।

BUP ভর্তি বিজ্ঞপ্তি PDF ডাউনলোড ২০২২

১৮ ফেব্রুয়ারি BUP কর্তৃপক্ষ ২০২১-২০২২ এর বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিউপি এর অফিশিয়াল ওয়েবসাইট হতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় একই সাথে আমাদের ওয়েবসাইটে বিউপি ভর্তি বিজ্ঞপ্তি টি প্রকাশ করা হয়। নিচের অংশে PDF ডাউনলোড বোতামে ক্লিক করে আপনি বিউপি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ ডাউনলোড করে যেকোন একটি পিডিএফ রিডারের সাহায্যে পড়তে পারবেন খুব সহজেই। বিউপি আবেদন ২০২২ এর পূর্বে অবশ্যই আপনার সম্পূর্ণ ভর্তি বিজ্ঞপ্তিটি মনোযগের সাথে পড়া উচিত।

FB-IMG-1645280340307

[button color=”primary” size=”big” link=”https://eduinfobd.com/bup-admission-circular-2022-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8-%e0%a5%a4-bup-admission-circular-2022-pdf-download/” icon=”” target=”false” nofollow=”false”]PDF Download[/button]

BUP ভর্তির সরবনিম্ন যোগ্যতা ২০২২

বিজ্ঞান বিভাগের জন্য BUP ভর্তি আবেদনের সরবনিম্ন যোগ্যতা

এসএসসি সর্বনিম্ন জিপিএ ৪.৭৫
এইচএসসি সর্বনিম্ন জিপিএ ৪.৫০

মানবিক ও বানিজ্য বিভাগের জন্য BUP ভর্তি আবেদনের সরবনিম্ন যোগ্যতা

এসএসসি সর্বনিম্ন জিপিএ ৪.৫০
এইচএসসি সর্বনিম্ন জিপিএ ৪.২৫

BUP এর টাকা জমাদান বা পেমেন্ট বিষয়ক নির্দেশনা ২০২২

  • অফিসিয়াল ওয়েবসাইট admission.bup.edu.bd এ প্রবেশ করুন
  • ব্যাচেলর প্রোগ্রামের জন্য আবেদন হিসাবে আপনার ইচ্ছা প্রোগ্রাম নির্বাচন করুন
  • তারপর আবেদন ক্লিক করে আপনার ইচ্ছা অনুষদ চয়ন করুন
  • Apply এ ক্লিক করার পর আপনি প্রোগ্রামের নাম দেখতে পাবেন, এখন আবেদনপত্রের জন্য পরবর্তী ক্লিক করুন
  • এখন ইমেল ঠিকানা দিয়ে প্রাথমিক তথ্য পূরণ করুন (অবশ্যই প্রয়োজন)
  • আপনি আবেদন ফি দিতে পেমেন্ট আইডি সহ একটি ইমেল পাবেন
  • বিকাশ অথবা অন্য যেকোনো মোবাইল ব্যাংকিং এর সাহাজ্যে পেমেন্ট করতে পারবেন।

বিকাশের মাধ্যমে BUP ভর্তি আবেদন ফি জমাদান সংক্রান্ত নির্দেশনা

  • শুধুমাত্র ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করেই লেনদেন করা যাবে।
  • বিকাশ মেনু থেকে পেমেন্ট অপশন ব্যবহার করে লেনদেন করতে হবে
  • রেফারেন্স বিভাগে 10 সংখ্যার পেমেন্ট আইডি নম্বর ব্যবহার করতে হবে কোনো চিহ্ন, স্থান বা বিরাম চিহ্ন ব্যবহার করা যাবে না
  • কাউন্টার নম্বরের জন্য, ব্যক্তিদের সর্বদা নির্ধারিত বিভাগে “1” ইনপুট করতে হবে
  • প্রথমে আপনাকে আবেদন ফি দিতে হবে, এবং তারপর আপনাকে অর্থপ্রদান যাচাই করতে হবে এবং অবশেষে আবেদনপত্র জমা দিতে হবে। এরপরে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে।

BUP ভর্তি আবেদনের নিয়ম ও লগ ইন

  • admission.bup.edu.bd  ওয়েবসাইটে প্রবেশ করুন
  • লগইন বোতামে ক্লিক করুন এবং ব্যবহারকারী ও পাসওয়ার্ড ব্যবহার করে সাইন আপ করুন
  • এখন, প্রাথমিক তথ্য, বিষয় অগ্রাধিকার, পূর্ববর্তী একাডেমিক তথ্য, অভিভাবক তথ্য, আপনার ঠিকানা এবং অতিরিক্ত তথ্য প্রদানের সাথে আবেদনপত্রটি সম্পূর্ণ করুন।
  • আপনার ছবি এবং স্বাক্ষর আপলোড করুন
  • সমস্ত তথ্য সম্পূর্ণ করার পরে আবেদন জমা দেওয়ার জন্য সাবমিট বাটনে ক্লিক করুন।

আপনার অ্যাকাউন্টে লগ ইন করে পর্যায়ক্রমে নিম্নলিখিত তথ্যগুলি পরীক্ষা করুন

ক) ভ্যারিফিকেশন স্টাটাস
খ) প্রবেশপত্র প্রিন্ট করুন (ভর্তি পরীক্ষার সময় আপনাকে এই প্রিন্ট করা প্রবেশপত্র বহন করতে হবে)।
গ) ভর্তির তারিখ, সময় এবং আসন পরিকল্পনা।
ঘ) ফলাফল – যোগ্যতা অবস্থান অনুযায়ী

BUP ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড পদ্ধতি

সম্পূর্ণ পেমেন্ট যাচাইকরণের পরে এবং আবেদনের তথ্য পূরণ করুন। এখন আপনি BUP অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। কিন্তু BUP অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময়সূচী পরে আবেদনের শেষ তারিখের শেষে দেওয়া হবে। যখন কর্তৃপক্ষ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অ্যাডমিট কার্ড প্রকাশ করে, আপনি admission.bup.edu.bd এ সাইন করে ডাউনলোড করতে পারবেন।

পেমেন্ট ভ্যারিফিকেশন বা যাচাইকরন সংক্রান্ত নির্দেশনা

  • admission.bup.edu.bd- এ প্রবেশ করুন
  • Verify/Complete Payment এ ক্লিক করুন
  •  বিকাশ দ্বারা করা সম্পূর্ণ অর্থপ্রদান নির্বাচন করুন
  • এটি অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করলে কোন যাচাইকরণের প্রয়োজন নেই
  • TrxID বা লেনদেন আইডি ব্যবহার করে বিকাশ যাচাই করুন
  • পেমেন্ট ভেরিফিকেশনের পর ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ আপনার মোবাইলে SMS পাবেন

Related Articles