সাধারণ আনসার নিয়োগ (২য় ধাপ) সার্কুলার ২০২২
সাধারণ আনসার নিয়োগ সার্কুলার ২০২২ ২য় ধাপ প্রকাশ করা হয়েছে সার্কুলার সংক্রান্ত যেকোনো তথ্য আমাদের আজকে প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
সাধারণ আনসার নিয়োগ সার্কুলার ২০২২ ২য় ধাপ প্রকাশ করা হয়েছে সার্কুলার সংক্রান্ত যেকোনো তথ্য আমাদের আজকে প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।
সাধারণ আনসার নিয়োগ সার্কুলার ২০২২ ২য় ধাপ
সাধারণ আনসার নিয়োগ সার্কুলার ২০২২ ২য় ধাপ অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে ১ম বারের মতো ইতোপূর্ব প্রকাশ করা হয়েছিল। এটি দ্বিতীয় বারের মতো সার্কুলার টি প্রকাশ করা হচ্ছে। সার্কুলার টি প্রকাশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ভিডিপি)।
এবার সাধারণ আনসার পদে একটি বড় সংখ্যার লোকবল নিয়োগ দেয়া হচ্ছে। এখানে শুধুমাত্র পুরুষদের নিয়োগ দেয়া হবে। উল্লেখ যে “অঙ্গীভূত আনসারের চাকরি স্থায়ী সরকারী নয়, এখানে যেসব ব্যক্তিবর্গ চাকর অবস্থায় রয়েছেন অথবা চাকরি পাবেন তারা মূলত বেসরকারি হবেই অবস্থান করবেন”।
২০২২ সালে YOUTUBE থেকে টাকা আয় করার নিয়ম জেনে নিন
সম্পূর্ণ বিষয়টি আমাদের আজকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হবে। এছাড়াও আপনি চাইলে আনসার ভিডিপি ওয়েবসাইট লগইন করে সকল তথ্য বিস্তারিত জানতে পারেন।
সাধারণ আনসার পদে আবেদন করতে যোগ্যতা
- ন্যূনতম যোগ্যতা হিসেবে একজন ব্যক্তিকে জেএসসি বা সম্মান অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হতে হবে।
- যে ব্যক্তি আবেদন করবেন তার উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি বা তার বেশি হতে হবে।
- আবেদনকারী ব্যক্তির বুকের মাপ ৩০ থেকে ৩২ ইঞ্চি বা তার বেশি হতে হবে।
- দৃষ্টিশক্তি ৬/৬
আবেদনের যোগ্যতা হিসেবে বিশেষতভাবে বয়স সীমাটাকেই বেশি অগ্রাধিকার অর্থাৎ বেশি প্রাধান্য দেওয়া হয়। সাধারণ আনসার পদে আবেদনের জন্য একজন সাধারণ ব্যক্তিকে অবশ্যই ১৮ থেকে ৩০ বছর বয়সী হতে হবে। এর বেশি বয়সের কোন ব্যক্তিবর্গ সাধারণ আনসার পদে আবেদন করতে পারবেন না। ৬-১১-২০২২ ইং তারিখে সর্বনিম্ন একজন ব্যক্তির বয়স ১৮ বছর ও ১২-১১-২০২২ ইং তারিখে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। এর কম অথবা এর বেশি ব্যক্তিদের আবেদন না করার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে।
চাকরি সংক্রান্ত তথ্য (সাধারণ আনসার পদে)
প্রতিষ্ঠান/সংস্থার নাম : | বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী |
পদের নাম : | সাধারণ আনসার |
আবেদনের যোগ্যতা : | ন্যূনতম জেএসসি বা সমমান |
আবেদনের তারিখ : | ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর ২০২২ |
প্রার্থীর ধরন : | পুরুষ |
বেতন ও ভাতা : | ১৬,২০০ টাকা (সমতল), ১৭,৪০০ টাকা (পার্বত্য), প্রতি বছর ৯৭৫০ টাকা করে ২টি উৎসব ভাতা। |
অনলাইনে আবেদনের লিংক : | http://ansarvdp.gov.bd |
নিয়োগ পরীক্ষার স্থান ও নীতিমালা
আনসার পদে আবেদনকারী ব্যক্তিদের দেশের ৪টি রেঞ্জে অর্থাৎ (রংপুর বরিশাল রাজশাহী কুমিল্লা) এর অধীনে ২৮ টি জেলায় আলাদা আলাদা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে সকল ব্যক্তিবর্গ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদেরকে এই চারটি জেলার অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
সাধারণ আনসার পদে আবেদনের তারিখ, ফি ও লিংক
- অনলাইনে আবেদন করার লিংক : http://ansarvdp.gov.bd অথবা https://recruitment.bdansarerp.gov.bd
- আবেদন ফি: ২০০ টাকা (বিকাশ/রকেট/মোবিক্যাশের মাধ্যমে জমা দিতে হবে)
- আবেদনের শেষ তারিখ : ২৫ জুন ২০২২
সাধারণ আনসার পদের বেতন ও সুযোগ সবিধা
- প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক বেতন সমতল এলাকার জন্য ১৩০৫০ টাকা, পার্বত্য এলাকায় ১৪২০০ টাকা।
- প্রতি বছর উৎসব ভাতা (৯৭৫০ টাকা) পাওয়া যাবে ২ বার।
- রেশন ও আর্থিক সহায়তা