HSCResult's

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২

এইচএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ এর ব্যাপারে বিস্তারিত তথ্য আমাদের উক্ত পোস্টে আলোচনা করা হয়েছে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল গত ৮/০২/২০২২ তারিখে প্রকাশ করা হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার উচ্চমাধ্যমিক পর্যায়ের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের এই তারিখের ব্যাপারে গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন।

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২

এইচএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ এর ব্যাপারে বিস্তারিত তথ্য আমাদের উক্ত পোস্টে আলোচনা করা হয়েছে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল গত ৮/০২/২০২২ তারিখে প্রকাশ করা হয়। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার উচ্চমাধ্যমিক পর্যায়ের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের এই তারিখের ব্যাপারে গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন। এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২২

এইচএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ আবেদনের তারিখ ও ফি ২০২২ এর বিস্তারিত তথ্য

এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরুর সময়  ৯ ফেব্রুয়ারি ২০২২।
এইচএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ এর শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৩।
ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদনের মাধ্যম এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি ৩০০ টাকা/ প্রতি এসএমএস।

এইচএসসি ২০২২ এর বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

১. প্রথমে মোবাইলের মেসেজ অপশনে প্রবেশ করতে হবে।
২. এরপর টাইপ করতে RSC এরপর একটি স্পেস দিতে হবে
৩. এরপর বোর্ডের প্রথম তিন অক্ষর ইংরেজি তে লিখতে হবে। যেমন, ঢাকা বোর্ডের জন্য DHA
৪. পুনরায় স্পেস দিয়ে রোল নাম্বার লিখতে হবে।
৫. আবার স্পেস দিয়ে বছর লিখতে হবে।
৬. আবারো স্পেস দিয়ে সাবজেক্ট কোড লিখুন।
৭. সবশেষে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন।

HSC Board Challenge Rules-1

বিশেষ দ্রষ্টব্য: বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন ফি ৩০০ টাকা।টেলিটক থেকে এসএমএস-এর মাধ্যমে ফি জমা দিতে হবে।

Valentines Day sms and poem

এক নজরে এইচএসসি পরীক্ষা ২০২২

পরীক্ষার নাম এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২২
ফলাফলের প্রকাশের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৩
মোট পরীক্ষার্থী সংখ্যা ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন।
শিক্ষা বোর্ডের ফলাফল দেখার ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd

এইচএসসি রেজাল্ট ২০২২ দেখার নিয়ম

২০২১ সালে HSC পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। ২০২২ সালে অংশ গ্রহণ করেছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন। ২০২২ সালে ২টি শিক্ষাপ্রতিষ্ঠান এর সংখ্যা কমলেও পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২৮টি বাড়ে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে প্রায় ২ লাখ এর মত কম পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর কারণ হিসেবে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতির কারণে ক্লাসের পাঠদান বন্ধ থাকায় পেছনের কয়েকটি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হয়েছে। সে কারণে পাসের হার বেড়ে যায় বলে অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

২০২২ সালে এইচএসসি কেন্দ্রের সংখ্যা

১১টি শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। যার মধ্যে ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন ছাত্র এবং ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন ছাত্রী ছিল।

এইচএসসি পরীক্ষা ২০২২ পেছানোর কারণ

প্রতি বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও গত বছর (২০২২) করোনা মহামারির কারণে পেছানো হয়। ২০২২ সালে করোনার ও বন্যা পরিস্থিতির চরম অবনতির কারণে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছানো হয়। তবে ২০২৩ সালে সব কিছু ঠিক থাকলে এসএসসি পরীক্ষা পবিত্র ঈদুল ফিতরের পর এপ্রিলের শেষ সপ্তাহে শুরু হবে। আর এইচএসসি পরীক্ষা জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে।

Eid greetings sms and poem

এইচএসসি/ভোকেশনাল/আলিম ফলাফল দেখার নিয়ম ২০২২

প্রতি বছরের মতো এবারও ফলাফল প্রকাশের দিন থেকে SMS ও ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানা যাবে।

এক নজরে ফলাফল দেখার সাইট

এইচএসসি ফলাফল দেখার সাইট হলো  http://www.educationboardresults.gov.bd
নাম্বারসহ এইচএসসি মার্কশিট দেখার সাইট হলো https://eboardresults.com/v2/home

http://www.educationboardresults.gov.bd

HSC Board Challenge Rules 3

এসএমএস (SMS) এর মাধ্যমে এইচএসসির ফলাফল দেখার নিয়ম

SMS এর মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম HSC<space>বোর্ডের প্রথম ৩টি অক্ষর।

যেমন, DHA <space> Roll <space> Year টাইপ করে পাঠাতে হবে 16222 নম্বরে। SMS চার্জ ২.৫৫ টাকা/প্রতি এসএমএস।

HSC Board Challenge Rules-2

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের সংক্ষিপ্ত কি-ওয়ার্ড সমূহ

ঢাকা Dha
বরিশাল Bar
রাজশাহী Raj
যশোর Jes
চট্টগ্রাম Chi
কুমিল্লা Com
ময়মনসিংহ Mym
সিলেট Syl
দিনাজপুর Din
মাদরাসা Mad
টেকনিক্যাল Tec

এইচএসসির ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের সচরাচর প্রশ্ন গুলো

১.প্রশ্ন: আমি আমার ফলাফল বিস্তারিত কিভাবে জানতে বা দেখতে পারব? উত্তর: সাধারণ ফলাফল দেখার মতই। ফিরতি SMS এ আপনি আপনার সম্পূর্ণ রেজাল্ট জানতে পারবেন।
২.প্রশ্ন: Push বা Pull সার্ভিসের জন্য কত টাকা চার্জ লাগবে? উত্তর: ২.৫৫/পার এসএমএস। (সকল চার্জ সহ)
৩.প্রশ্ন: আমি যদি ভুল রোল নম্বর প্রদান করি তবে কি আমাকে চার্জ দিতে হবে? উত্তর: হ্যাঁ, অবশ্যই লাগবে। প্রত্যেকবার রিকোয়েস্টের জন্য আপনাকে চার্জ দিতে হবে।
৪.প্রশ্ন: এই সার্ভিসটির মাধ্যমে আমি কতবার ফলাফল নিতে পারব? উত্তর: যতবার খুশি ততবার।
৫.প্রশ্ন: আমি কখন বিস্তারিত ফলাফল জানতে পারব? উত্তর: সাধারণত মূল ফলাফল প্রকাশের ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর প্রকাশ হয়। তাই আপনি ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর দেখতে পারবেন।
৬. প্রশ্ন: বিস্তারিত রেজাল্ট রিকোয়েস্টের জন্য কত টাকা চার্জ লাগে? উত্তর:  ২.৫৫/প্রতি এসএমএস সকল চার্জসহ।
৭.প্রশ্ন: ফলাফল সঠিক কি না সেই সম্পর্কে আমি কিভাবে নিশ্চিত হতে পারি? উত্তর: ফলাফল বাংলাদেশ শিক্ষা বোর্ড সরবরাহ করে এবং টেলিটক এই তথ্য সরবরাহের জন্য দায়বদ্ধ।
৮. প্রশ্ন: বাংলাদেশের প্রতিটি বোর্ড নামের প্রথম তিন কি-ওয়ার্ড কি কি? উত্তর: আমাদের ওয়েব সাইট ওপরের দিকে উল্লেখ করা আছে।

Check HSC Result Here

যে সকল ওয়েবসাইট হতে এইচএসসি ফলাফল ২০২২ জানা যাবে

অফিশিয়াল ওয়েব সাইট www.educationboardresults.gov.bd
Dhaka Board এর ওয়েব সাইট https://dhakaeducationboard.gov.bd
Rajshahi Board এর ওয়েব সাইট http://www.rajshahieducationboard.gov.bd
Chittagong Board এর ওয়েব সাইট https://web.bise-ctg.gov.bd/bisectg
Barisal Board এর ওয়েব সাইট https://barisalboard.portal.gov.bd
Comilla Board এর ওয়েব সাইট https://comillaboard.portal.gov.bd
Sylhet Board এর ওয়েব সাইট https://sylhetboard.gov.bd
Jessore Board এর ওয়েব সাইট https://www.jessoreboard.gov.bd
Dinajpur Board এর ওয়েব সাইট http://dinajpureducationboard.gov.bd
Madrasa Board এর ওয়েব সাইট  http://www.bmeb.gov.bd
Bangladesh technical education board (BTEB) এর ওয়েব সাইট http://www.bteb.gov.bd

আরো বিস্তারিত তথ্য ও সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

Our official Facebook page

EDUINFOBD OFFICIAL

Related Articles