Information

বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট সম্পর্কে বিস্তারিত তথ্য

অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কে এই বার্নার্ড আর্নল্ট, কি তার পরিচয়? এমন সকল প্রশ্নের উত্তর আপনি আমাদের এই পোস্ট থেকে পেয়ে যাবেন।

বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট সম্পর্কে বিস্তারিত তথ্য

২০২২ সালের শীর্ষ ধনী এলন মাস্ককে সরিয়ে ২০২৩ সালে এসে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় যিনি নাম লিখেছেন তার নাম বার্নার্ড আর্নল্ট। বিশ্বের সকল বিলিয়নিয়ার টপকে বর্তমানে বার্নার্ড আর্নল্ট প্রথম স্থানে তার জায়গাটি করে নিতে সক্ষম হয়েছে। আজকে আমরা বার্নার্ড আর্নল্ট এর বায়োগ্রাফি, লাইফ স্টাইল, net worth সহ সকল তথ্য জানাবো। তাই দেরি না করে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট সম্পর্কে বিস্তারিত তথ্য

Detailed-information-about-world-s-richest-man-Bernard-Arnault-1

টপ রিচেস্ট ম্যান ইন ওয়ার্ল্ড ২০২৩

২০২৩ সালে এসে শীর্ষ ধনীদের মধ্যে এক নম্বর পজিশন হারিয়েছেন ইলন মাস্ক। ইলন মাস্ককে হারিয়ে বর্তমানে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় যিনি নাম লিখেছেন তার নাম বার্নার্ড আর্নল্ট। বিল গেটস, মার্ক জাগারবার্গক, জেফ বেজস এর নাম আমরা প্রায় শুনে থাকি। তবে বার্নার্ড আর্নল্ট এর নামের সাথে আমরা তেমন একটা পরিচিত নয়। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কে এই বার্নার্ড আর্নল্ট, কি তার পরিচয়? এমন সকল প্রশ্নের উত্তর আপনি আমাদের এই পোস্ট থেকে পেয়ে যাবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক।

5 Ways to Stay Healthy

বার্নার্ড আর্নল্ট এর জীবন বৃত্তান্ত

নাম বার্নার্ড জেন আর্নল্ট।
জন্ম ৫ মার্চ ১৯৪৯।
বয়স ৭৩ বছর।
জাতীয়তা ফরাসি।
পেশা বিজনেস ম্যানেজমেন্ট, মিডিয়া স্বত্বাধিকার, শিল্প সংগ্রাহক।
পরিচিতির কারণ LVMH এর প্রতিষ্ঠাতা, বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি।
টাইটেল LVMH এর চেয়ারম্যান এবং সিইও।
Net worth ২১৩.৭ বিলিয়ন ইউএস ডলার।

Detailed-information-about-world-s-richest-man-Bernard-Arnault-2

বার্নার্ড আর্নল্ট সম্পর্কে বিস্তারিত তথ্য

ফ্রান্সের প্রভাবশালী যত ব্যাক্তি রয়েছে বার্নার্ড আর্নল্ট তাদের মধ্যে অন্যতম। একজন ফরাসি হিসেবে বার্নার্ড আর্নল্ট সর্ব প্রথম ব্যাক্তি যিনি ধনী ব্যাক্তির তকমা পেয়েছেন। তার প্রতিষ্ঠান LVMH সৌখিনো বিলাসবহুল পণ্য বিক্রয়ের সমগ্র ইউরোপ জুড়ে বিখ্যাত ও প্রসিদ্ধ। বার্নার্ড আর্নল্ট জনসমুক্ষে আসতে তেমন একটা পছন্দ করেন না। ফলে মিডিয়া বা অন্য কোথাও তাকে তেমন একটা দেখা যায় না। ২০২৩ সালে এসে তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২১৩.৭ বিলিয়ন ইউএস ডলার। তার LVMH প্রতিষ্ঠান বিশ্বের বিলাস বহুল প্রতিষ্ঠানের মধ্যে একটি। বিশ্বের প্রসিদ্ধ ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠান লুই ভিতান LVMH এর অন্তর্গত। বিশ্বের দামি সুগন্ধি ব্র্যান্ড হিসেবে পরিচিত ক্রিশ্চিয়ান ডোয়েরে তার LVMH এর অন্তর্গত। এছাড়া হাবলোট ওয়াচও তারই প্রতিষ্ঠান LVMH এর অন্তর্গত। ফ্রান্সের অনেক ধনী ব্যবসায়ী তার প্রতিষ্ঠান LVMH এ বিনিয়োগ করে থাকেন। করোনা কালীন সময়েও তার কোম্পানির পণ্য বিক্রির পরিমাণ ৬৮ বিলিয়ন ডলারের মত ছিল। বর্তমানে বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার LVMH প্রতিষ্ঠানের ৪৮ শতাংশ শেয়ার এর মালিক। বর্তমানে তার কোম্পানির অর্থমূল্য প্রায় ৩৬৪ বিলিয়ন ইউরো। ইউরোপে অবস্থিত যতগুলো কোম্পানি রয়েছে তার মধ্যে LVMH কোম্পানির আর্থিক মূল্য সব থেকে বেশি।

Top popular foods in the world

ব্যবসায়ী হিসেবে বার্নার্ড আর্নল্ট

ব্যবসায়ী হিসেবে তিনি বেশ পারদর্শী। শিল্প মহলে তার ডাকনাম ‘ধূর্ত’। যদিও তার এই নাম নিয়ে তিনি তেমন একটা মাথা ঘামান না। তার ব্যবসাকে উন্নতি করার জন্য তিনি কোন প্রকারের ছাড় দেন না। ইলন মাস্ক এর মত তিনিও সাম্রাজ্য বিস্তার দখলনীতিতে বিশ্বাসী। তার আরেকটি ডাকনাম টার্মিনেটর।

বার্নার্ড আর্নল্টকে টার্মিনেটর ডাকার কারণ

বার্নার্ড আর্নল্টকে অনেকে টার্মিনেটর বলে ডাকেন। প্রকৃতপক্ষে কর্মীদের নির্বিচারে বরখাস্ত করার জন্য তার এই ডাক নামটি হয়েছে। একসময় তিনি একটি প্রতিষ্ঠানের দখল নেয়ার পর উক্ত কোম্পানীর ৯০ শতাংশ কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করেন। এরপর থেকে তার ডাক নাম হয়ে যায় টার্মিনেটর।

বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যাক্তির তালিকা

বার্নার্ড আর্নল্ট এর প্রতিষ্ঠান LVMH সম্পর্কে বিস্তারিত

Detailed-information-about-world-s-richest-man-Bernard-Arnault-3

LVMH ইউরোপের সবচেয়ে দামি এবং প্রসিদ্ধ একটি প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠান মূলত আন্তর্জাতিক মানের বিলাসবহুল এবং ফ্যাশন পণ্যগুলো তৈরি করে থাকে। তার প্রতিষ্ঠানের ব্র্যান্ড গুলোর মধ্যে রয়েছে লুই ভিতান। যা আন্তর্জাতিক মানের ব্যাগ প্রস্তুতকারী ব্র্যান্ড হিসেবে পরিচিত। এরপর রয়েছে ক্রিশ্চিয়ান ডয়েরে, যা পৃথিবীর দামি সুগন্ধি ব্র্যান্ড হিসেবে পরিচিত। আরো রয়েছে হাবলট ঘড়ি। এর পাশাপাশি তার প্রতিষ্ঠান ব্র্যান্ডেড পোশাক ও অলংকার তৈরি করে থাকে। এছাড়াও বিভিন্ন রকম ওয়াইনও তার কোম্পানি তৈরি করে থাকে।

বার্নার্ড আর্নল্ট এর পরিবারের ব্যাপারে বিস্তারিত তথ্য

Detailed-information-about-world-s-richest-man-Bernard-Arnault-4


বার্নার্ড আর্নল্ট জন্মগত ভাবে ধনী ও সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। তার মা ছিলেন ফ্রান্সের ধনী ব্যবসায়ী পরিবারের কন্যা। সেই সূত্র ধরে তার পিতা তার মায়ের ব্যবসা পান। উক্ত সময় তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানটির নাম ছিল ফেরেট স্যাভিনেল। এটি মূলত একটি ইঞ্জিনিয়ারিং সংস্থা ছিল। পড়াশোনা শেষ করে বার্নার্ড আর্নল্ট তাদের পারিবারিক ব্যবসাতে যোগদান করেন।

বার্নার্ড আর্নল্ট এর বৈবাহিক জীবনের বিস্তারিত তথ্য

Detailed-information-about-world-s-richest-man-Bernard-Arnault-5

বার্নার্ড আর্নল্ট মোট দুইবার বিয়ে করেছেন। ১৯৭৩ সালে তিনি সর্বপ্রথম Anne Dewavrin কে বিয়ে করেন। তবে তাদের উক্ত বিয়েটি বেশি দিন টিকেছিলনা। ১৯৯০ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপরে ১৯৯১ সালে তিনি Helene Mercier কে বিয়ে করেন। বর্তমানে তিনি তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রয়েছেন। বর্তমানে তিনি পাঁচ সন্তানের পিতা। তার সন্তানেরাও তার প্রতিষ্ঠানে যোগদান করেছেন।

LVMH এর পণ্যগুলার জনপ্রিয়তা

Detailed-information-about-world-s-richest-man-Bernard-Arnault-6

LVMH এর পণ্য গুলো অনেক জনপ্রিয়। প্যারিসে আয়োজিত ফ্যাশন শো তে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন তার কোম্পানির তৈরি পোশাক পরে হাজির হয়েছিল। এর সাথে তার কোম্পানির ব্যাগও ছিল। ভারতের লোকসভার সংসদ সদস্য মহুয়া মৈত্রের হাতেও তার কোম্পানির প্রস্তুতকৃত ব্যাগ দেখা গিয়েছিল। বৃটেনের রাজ পরিবারের সদস্য কেট মিডলটন ও মেগান মার্কেল তার প্রতিষ্ঠানের তৈরি বিলাসবহুল পণ্যগুলো ব্যবহার করে থাকে। এ থেকে বোঝা যাচ্ছে তার কোম্পানি LVMH কতটা জনপ্রিয়।

Ways to stay physically healthy

বার্নার্ড আর্নল্ট এর সাম্রাজ্য

বার্নার্ড আর্নল্ট এর নেতৃত্বে তার প্রতিষ্ঠান LVMH এর সাম্রাজ্য কল্পনার থেকেও দ্রুত ছড়িয়েছে। আন্তর্জাতিক মানের অনেক প্রসিদ্ধ ফ্যাশন ব্র্যান্ড গুলো বার্নার্ড আর্নল্ট এর দখলে। তিনি যে সকল ফ্যাশন ব্র্যান্ডগুলো কিনে নিয়েছেন সেগুলো হল,

১. ক্রিশ্চিয়ান ডায়র,
২. ফেন্দি,
৩. জিভসি,
৪. মার্ক জেকবস,
৫. স্টেলা,
৬. ম্যাককর্টনি,
৭. ট্যাগ হোইয়র,
৮. বুলগরি,
৯. টিফনি অ্যান্ড কো।

এর পাশাপাশি আরো ৭৫ টি সংস্থার মালিকানা বর্তমানে বার্নার্ড আর্নল্ট এর দখলে। তবে মজার ব্যাপার হলো এরমধ্যে একটিও তিনি নিজের হাতে প্রতিষ্ঠিত করেন নি। বরং তার উল্টোটি হয়েছে। এ সকল প্রসিদ্ধ ব্র্যান্ডগুলো তিনি দখল করেছেন। ১৯৮৪ সালে বুজ্যাক স ফ্রেরেস নামে একটি বিলাসবহুল পোশাক সংস্থাকে তিনি কিনে নেন। এরপর থেকে তিনি একটির পর একটি নামিদামি ব্র্যান্ড ও সংস্থাকে কিনতে থাকেন। বর্তমানে তার ব্র্যান্ড এর সংখ্যা ৭৫ টিরও বেশি। ২১৩.৭ বিলিয়ন ডলারের মধ্যে শুধুমাত্র বার্নার্ড আর্নল্ট এর সম্পত্তির পরিমাণ প্রায় ১৭ হাজার ১০০ কোটি ডলার। এর থেকে বোঝা যায় তিনি কতটা সম্পদশালী।

আরো বিস্তারিত তথ্য ও সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

Our official Facebook page

EDUINFOBD OFFICIAL

Related Articles