রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ [ঢাকা এবং ৬৪টি জেলার সময়]
ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ [ঢাকা ও ৬৪ জেলার সময়] প্রকাশ করেছে। ২০২৩ সালের অর্থাৎ ১৪৪৪ হিজরি রমজান মাসে এই ক্যালেন্ডার (সময়সূচি) অনুযায়ী ঢাকা ও ৬৪ জেলায় সেহেরির শেষ সময় ও ইফতার-এর সময় নির্ধারণ করা হয়েছে।
রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩
ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৩ [ঢাকা ও ৬৪ জেলার সময়] প্রকাশ করেছে। ২০২৩ সালের অর্থাৎ ১৪৪৪ হিজরি রমজান মাসে এই ক্যালেন্ডার (সময়সূচি) অনুযায়ী ঢাকা ও ৬৪ জেলায় সেহেরির শেষ সময় ও ইফতার-এর সময় নির্ধারণ করা হয়েছে।
Eid greetings sms and poem
এক নজরে রমজানের সকল তথ্য
রমজান সাল | ১৪৪৪ হিজরি / ২০২৩ (ইংরেজী মাস) |
রমজান শুরু হবে | ২৩ বা ২৪ মার্চ ২০২৩ তারিখ থেকে |
রমজান শেষ হবে | ২১ বা ২২ এপ্রিল ২০২৩ |
তথ্য সূত্র | ইসলামিক ফাউন্ডেশন |
ওয়েবসাইট | http://www.islamicfoundation.gov.bd |
রজমান ২০২৩ শুরুর তারিখ
আগামী ৭ মার্চ ২০২৩ তারিখে পবিত্র শবে বরাত পালিত হবে। গত ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রোজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় চাঁদ দেখা কমিটি এই তারিখ ঘোষণা করেন। উক্ত হিসাব অনুসারে ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে শাবান মাস গণনা শুরু হয়েছে।
Eid Greetings Message Status Picture 2023
রোজা কবে থেকে শুরু হবে
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৩ সালে পবিত্র রমজান মাস ২৩ বা ২৪ মার্চ ২০২৩ তারিখ থেকে শুরু হবে। তবে ইসলামিক ফাউন্ডেশন রমজান শুরুর সময় ২৪ মার্চ ধরে সেহরি ও ইফতারের চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করেছে।
রমজান মাসের সেহরির দোয়া
আরবিতে | نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم |
বাংলাতে উচ্চারণ | নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম। |
অর্থ | হে আল্লাহ! আমি পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম। অতএব আপনি আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। |
রমজান মাসের ইফতারের নিয়ত
আরবিতে | اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن |
বাংলাতে উচ্চারণ | ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু। |
অর্থ | ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। [আবু দাউদ মুরসাল, মিশকাত] |
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অসংখ্য হাদিসে যথাসময় ইফতার করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন। তিনি বলেছেন, ‘মানুষ যতদিন ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করবে, ততদিন তারা কল্যাণ লাভ করবে।’
When is Eid al-Azha 2023 Date Place Details
রমজান মাসে ইফতারের সময় করণীয় কাজ
১. সময় হওয়ার সাথে সাথে ইফতার করা। |
২. ইফতারের সময় অন্য কোনো কাজে ব্যস্ত না হয়ে ইফতার করা। |
৩. ইফতারের সময় যতবার সম্ভব বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা। |
৪. খেজুর, সাদা পানি কিংবা দুধ দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করা। |
৫. ইফতারে দেরি করে জামাআত তরক না করা। |
৬. ইফতারের সময় ভারী খাবার না খাওয়া। |
৭. মাগরিব আদায় করে তৃপ্তিসহ পরিমাণ মতো খাবার খাওয়া। তাতে শরীর সুস্থ ও সবল থাকে। |
৮. ইফতারের সময় অতিরিক্ত খাবার খেলে জামাআত ও ইবাদত থেকে বঞ্চিত হতে হয়। তাই যতটা সম্ভব কম খাবার গ্রহণ করতে হবে। |
Ramadan Calendar 2023
রমজান মাসে ইফতারের পর বা ইফতারের সময় যে দোয়া করতে হবে
আরবিতে | ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ |
বাংলাতে উচ্চারণ | ‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।’ |
অর্থ | ‘(ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সাওয়াবও স্থির হলো ‘ [আবু দাউদ, মিশকাত]আরবিতে |
রমজান ২০২৩ এর সেহরি ও ইফতারের সময় সূচি ডাউনলোড PDF
আজ এই পর্যন্ত। আশা করি এই পোস্ট হতে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।
আরও তথ্য এবং আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগ দিন
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ