এসএসসি ২০২৩ সকল বিষয় সংক্ষিপ্ত সিলেবাস [Mark Distribution]
এসএসসি পরীক্ষার ২০২৩ নম্বর বন্টন ভিন্ন হতে চলেছে। প্রতি বছরের মতো এবারও পুরনো সিলেবাস অনুযায়ী ২০২৩ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
এসএসসি ২০২৩ সকল বিষয় সংক্ষিপ্ত সিলেবাস
এসএসসি পরীক্ষার ২০২৩ নম্বর বন্টন ভিন্ন হতে চলেছে। প্রতি বছরের মতো এবারও পুরনো সিলেবাস অনুযায়ী ২০২৩ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। মার্ক বন্টন পরিবর্তন হতে যাচ্ছে. আমাদের পোস্ট থেকে আপনি নতুন এসএসসি পরীক্ষার মার্ক বিতরণ, নতুন প্রশ্ন প্যাটার্ন, এসএসসি পরীক্ষার বিষয় কোড এবং প্রতিটি গ্রুপের জন্য আলাদাভাবে মার্ক বিতরণ, এসএসসি ২০২৩ পরীক্ষার পাস নম্বর সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি এসএসসি ২০২৩ পরীক্ষার নম্বর বন্টন খুঁজছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এই পোস্টটি সম্পূর্ণ করার মাধ্যমে আপনি SSC ২০২৩ পরীক্ষার নম্বর বন্টন সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবেন। এসএসসি ২০২৩ সকল বিষয় সংক্ষিপ্ত সিলেবাস
এসএসসি প্রশ্নের প্যাটার্ন ২০২৩
এসএসসি ২০২৩ পাস নম্বরের ক্ষেত্রে পরিবর্তন আসছে। ৫০ নম্বরের পরীক্ষায় পাস করলে নম্বর কমে যাবে। ৫০ নম্বরের যে পরীক্ষায় নেওয়া হবে তাতে ৫ নম্বর থাকবে ১৭। শিক্ষার্থীকে লিখিত ও এমসিকিউ বিষয়ে আলাদাভাবে পাস করতে হবে। কোনো শিক্ষার্থী লিখিত ও MCQ আলাদাভাবে পাস করতে না পারলে তাকে অকৃতকার্য বলে গণ্য করা হবে। এর মানে হল যে যদি কোনো শিক্ষার্থী লিখিত পরীক্ষায় মাত্র 17 নম্বর পায় এবং MCQ-তে নির্ধারিত 7 নম্বর না পায়, তাহলে তাকে অকৃতকার্য বলে গণ্য করা হবে। এই কারণে, শিক্ষার্থীকে লিখিত পরীক্ষায় 30 এর মধ্যে 10 নম্বর পেতে হবে। MCQ পরীক্ষায় 20 এর মধ্যে 7 নম্বর পেতে হবে।
এসএসসি মার্ক ডিস্ট্রিবিউশন ২০২৩
SSC মার্ক বন্টন ২০২৩ অন্যান্য সময়ের মত হবে না। যেহেতু পরীক্ষা 50 নম্বরের হবে, তাই পরীক্ষার নম্বরের বিভাগটিও পরিবর্তন হবে। পরীক্ষার সময় কিভাবে কমবে এবং কতটা কমবে তাও এই পোস্ট থেকে জানতে পারবেন। SSC ২০২৩ এর মার্ক ডিস্ট্রিবিউশন 50 নম্বরের জন্য কিন্তু পরে শিক্ষা বোর্ড ফলাফলের ক্ষেত্রে তাদের সংখ্যা 50 থেকে 100 পর্যন্ত গণনা করবে। অর্থাৎ, 50টি সংখ্যাকে 100 নম্বরে রূপান্তর করে ফলাফল তৈরি করা হবে।
এসএসসি পাস মার্ক বন্টন ২০২৩
নীচের টেবিলটি পাশের সংখ্যা এবং মোট সংখ্যার তুলনা দেয়।
Depertment | Total Mark | Pass Mark |
Science | (20+12+5)= 37 | (7+4+2)= 13 |
Humanities | (30+20)= 50 | (10+7)= 17 |
Commerce | (30+20)= 50 | 10+7)= 17 |
আপনি যদি ২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানতে চান তবে আপনি সঠিক জায়গায় এসেছেন।
আমেরিকার সেরা ইউনিভার্সিটি লিস্ট ২০২৩
এসএসসি পরীক্ষা ২০২৩ সময় বন্টন
আগে এসএসসি লিখিত ও এমসিকিউ পরীক্ষার মোট সময় নির্ধারণ করা হয়েছিল তিন ঘণ্টা। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য দুই ঘণ্টা ত্রিশ মিনিট এবং এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে।
বর্তমানে করোনা পরিস্থিতির জন্য শিক্ষাব্যবস্থার সব পদ্ধতিই পাল্টে গেছে। সে ক্ষেত্রে এসএসসি ও এসএসসিসহ সব পাবলিক পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষার সময়সীমা পরিবর্তনের প্রধান কারণ হল ক্লাসে শিক্ষার্থীদের কম উপস্থিতি। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।
এসএসসি ২০২৩ নতুন সিলেবাস নির্ধারিত সময় ।
এসএসসি পরীক্ষার ২০২৩ এর সময়সীমা সব সাধারণ বিষয়ে দেড় ঘন্টা হয়েছে। লিখিত পরীক্ষার জন্য দেড় ঘণ্টার মধ্যে এক ঘণ্টা ১০ মিনিট সময় দেওয়া হয়। আর বাকি ২০ মিনিট MCQ এর জন্য নির্ধারিত। শিক্ষার্থীকে এক ঘণ্টা ১০ মিনিটে মোট দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। আর 20 মিনিটের মধ্যে পরীক্ষার্থীকে 20টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে।
SSC ২০২৩ বিজ্ঞানের জন্য নতুন সিলেবাস নির্ধারিত সময়
এসএসসি পরীক্ষা ২০২৩ সমস্ত পরীক্ষা দুই ঘন্টার জন্য নির্ধারিত। লিখিত ও এমসিকিউ পরীক্ষা ২ ঘণ্টার মধ্যে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীকে দেড় ঘণ্টার মধ্যে সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের ২ ঘণ্টার মধ্যে লিখিত ও এমসিকিউ পরীক্ষা দিতে হবে। বিজ্ঞান পরীক্ষার্থীদের প্রথম এক ঘণ্টা ১০ মিনিটে দুটি লিখিত প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। এবং পরবর্তী 20 মিনিটের মধ্যে বারোটি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর আর কোনো সময় বাড়ানো হবে না।
বিজ্ঞানের জন্য SSC ২০২৩ নির্ধারিত সময়
২০২৩ সালের এসএসসি পরীক্ষার মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য মোট ২ ঘণ্টা। দেড় ঘণ্টার মধ্যে ব্যবহারিক নয় এমন সব বিষয়ে ৩টি সৃজনশীল প্রশ্ন ও ২০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। দুটি সৃজনশীল প্রশ্নের জন্য পরীক্ষকদের সময় থাকবে এক ঘণ্টা ১০ মিনিট। এবং 20টি MCQ প্রশ্নের জন্য 20 মিনিট। ওই সময়ের মধ্যে পরীক্ষার্থীকে পূর্ণাঙ্গ উত্তর দিতে হবে। পরীক্ষার্থীদের কোন অতিরিক্ত সময় দেওয়া হবে না।
এসএসসি পরীক্ষা ২০২৩ বাণিজ্যের জন্য নির্ধারিত সময়
বাণিজ্য বিভাগের জন্য এসএসসি পরীক্ষার ২০২৩ এর মোট সময় হল 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ মোট 90 মিনিট। নব্বই মিনিটের মধ্যে প্রথম এক ঘণ্টা ১০ মিনিটে পরীক্ষার্থীকে তিনটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর, আপনাকে 20 মিনিটের মধ্যে 20টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার্থীদের কোন অতিরিক্ত সময় দেওয়া হবে না।
২০২৩ সালের এসএসসি পরীক্ষার নম্বর বন্টন
এসএসসি পরীক্ষা ২০২৩ এর মান বিতরণ সম্পর্কে প্রকাশিত সমস্ত তথ্য জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আমাদের ওয়েবসাইটে এসএসসি পরীক্ষার মান বিতরণ সম্পর্কে সমস্ত তথ্য পাবেন। বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা ২০২৩ এর মোট নম্বর 37। এর মধ্যে দুটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং এর মান 2 প্লাস 20। Mcq-কে 12টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং তাদের প্রতিটির জন্য মোট 1 নম্বর রয়েছে। এর 12। ব্যবহারিক পরীক্ষায় মোট মান 5। মোট 37। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি পরীক্ষা ২০২৩ -এর মোট মান 50। তিনটি সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য মোট 30 নম্বর। 20টি MCQ প্রশ্নের জন্য, প্রতিটি প্রশ্নের মার্ক-1 মোট 20 নম্বরের জন্য।
SSC নতুন প্রশ্নের প্যাটার্ন ২০২৩
এসএসসি পরীক্ষা ২০২৩ তে বিজ্ঞান বিভাগের জন্য দুটি সৃজনশীল প্রশ্ন এবং বারোটি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। দুটি সৃজনশীল প্রশ্ন এবং বারোটি MCQ প্রশ্নের জন্য মোট নম্বর 32। আর ওই বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে পাঁচ নম্বরের।
২০২৩ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগের জন্য তিনটি সৃজনশীল প্রশ্ন এবং ২০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। তিনটি সৃজনশীল প্রশ্ন এবং 20টি MCQ প্রশ্নের মোট নম্বর 50।
এসএসসি পরীক্ষা ২০২৩ বিষয় কোড
Subject Name | 1st Paper | 2nd Paper |
Bangla | 101 | 102 |
English | 107 | 108 |
Math | 109 | – |
এসএসসি ২০২৩ বিজ্ঞান বিষয় কোড
Subject Name | Code |
Physics | 136 |
Chemistry | 137 |
Biology | 138 |
Higher Math | 126 |
Information & Technology | 154 |
Islam & Moral Education* | 111 |
Bangladesh & World | 150 |
Agriculture Studies* | 134 |
Home Science* | 151 |
এসএসসি ২০২৩ আর্টস বিষয় কোড
Subject Name | Code |
Geography* | 110 |
Civic & Citizenship* | 140 |
Economics* | 141 |
General Science | 127 |
Information & Technology | 154 |
Islam & Moral Education* | 111 |
History of Bangladesh* | 153 |
Agriculture Studies* | 134 |
Home Science* | 151 |
Music* | 149 |
এসএসসি ২০২৩ বাণিজ্য বিষয় কোড
Subject Name | Code |
Finance & Banking | 152 |
Accounting | 146 |
Business Ent. | 143 |
General Science | 127 |
Information & Technology | 154 |
Islam & Moral Education* | 111 |
Agricultural Studies* | 134 |
Home Science* | 151 |
Music* | 149 |
বিজ্ঞানের জন্য এসএসসি পরীক্ষা ২০২৩ নম্বর বন্টন
এসএসসি পরীক্ষা ২০২৩ বিজ্ঞান বিভাগে মোট 37 নম্বর। এর মধ্যে দুটি সৃজনশীল প্রশ্নের জন্য 20 নম্বর বরাদ্দ রয়েছে। বারোটি MCQ প্রশ্নের জন্য 12 নম্বর বরাদ্দ। ব্যবহারিক পরীক্ষার জন্য 5 নম্বর বরাদ্দ।
SSC পরীক্ষা ২০২৩ মানবিক এর মার্ক বন্টন
এসএসসি পরীক্ষা ২০২৩ মানবিক বিভাগে মোট 50 নম্বর। এর মধ্যে তিনটি সৃজনশীল প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ রয়েছে। 20টি MCQ প্রশ্নের জন্য 20 নম্বর বরাদ্দ।
বাণিজ্যের জন্য এসএসসি পরীক্ষা ২০২৩ নির্ধারিত নম্বর
এসএসসি পরীক্ষা ২০২৩ বাণিজ্য বিভাগের মোট নম্বর 50। তিনটি সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বরের মধ্যে 30 নম্বর। বাকি 20 নম্বর 20টি MCQ প্রশ্নের জন্য বরাদ্দ করা হয়। এসএসসি ২০২৩ সকল বিষয় সংক্ষিপ্ত সিলেবাস
আরো বিস্তারিত তথ্য ও সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।