Information

বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি ২০২৩

আমেরিকান ম্যাগাজিন ফোর্বস দ্বরা প্রতিবছর মার্চ মাসে সংকলিত এবং প্রকাশিত বিশ্বের ধনী বা ধনকুবের দের তালিকা প্রকাশ করা হয়।

বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি ২০২৩

আমেরিকান ম্যাগাজিন ফোর্বস দ্বরা প্রতিবছর মার্চ মাসে সংকলিত এবং প্রকাশিত বিশ্বের ধনী বা ধনকুবের দের তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি সর্বপ্রথম ১৯৮৭ সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছিল। তালিকার প্রতিটি ব্যক্তির মোট নিট মূল্য অনুমান করা হয় এবং তাদের নথিভুক্ত সম্পদ এবং অন্যান্য কারণগুলোর জন্য অ্যাকাউন্টিং এর ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের ভিত্তিতে উল্লেখ করা হয়। রয়েলটি এবং স্বৈরশাসক যাদের সম্পদ তাদের অবস্থান থেকে আসে এবং তাদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এর রেংকিং এ ধনবান দলিলযুক্ত ব্যক্তিদের একটি সূচক যা পুরোপুরি নিশ্চিত করা হয়নি। এমন সম্পদের অধিকারী ব্যক্তিদের বাদে এ তালিকা প্রকাশ করা হয়। এই তালিকা প্রকাশ করা হয় আজকে আমরা বিশ্বের সর্বোচ্চ ধনী দশ ব্যক্তির সম্পদের তালিকা প্রকাশ করতে যাচ্ছি। বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি ২০২৩

Bdix কী বাড়িয়ে নিন আপনার WiFi স্পীড

নাম্বার ১

এলন মাস্ক

Top 10 richest people in the world 1

এলন মাস্কের সম্পদের পরিমাণ আমেরিকান ডলার অনুযায়ী ২৩৯.৬ বিলিয়ন ডলার। এলন মাস্কের বিশ্বের কিছু প্রতিষ্ঠান রয়েছে যে সকল প্রতিষ্ঠান থেকে এ সকল অর্থগুলো উপার্জন করা হয়েছে। বর্তমানে টেসলা এর মালিক এলন মাস্ক। কিছুদিন পূর্বেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারকে কিনে নিয়েছে তার সম্পদের অর্থ দিয়ে। এলন মাস্ক প্রতিবছরে অনেক বেশি সম্পদের মালিক হয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে যে, পরবর্তী দুই-এক বছরের তালিকায় অবস্থান করবেন। এলন আজকের বেশ কয়েকটি ধাতব্য সংস্থা রয়েছে যেখানে তিনি অর্থ ব্যয় করে থাকেন।

নাম্বার ২

জেফ বেজোস

Top 10 richest people in the world 2

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় যে বেজোসকে পিছনে ফেলে কিছুদিন আগেই মিলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনী হয়েছিলেন। বিশ্বের দ্বিতীয় ধনী জেফ বেজোস এর বয়স ৩৮ বছর। আমেরিকার বাসিন্দা জেফ বেজোস এর বর্তমান সম্পদের পরিমাণ ২২০ বিলিয়ন। ডলার জেফ বেজোস এমাজনের মালিক। অ্যামাজন শুরু করেন তার বেডরুমে। অ্যামাজন প্রথমত একটি বই বিক্রির অনলাইন ভিত্তিক মাধ্যম ছিল। পরবর্তীতে এটি বিশ্বের কাছে পণ্য ক্রয় বিক্রয়ের একটি মানসম্মত অনলাইন ভিত্তিক মাধ্যম হয়ে উঠেছে। তার আরও দুটি প্রতিষ্ঠান রয়েছে একটি “বলু অরিজিন” এবং আরেকটি “দা ওয়াশিংটন পোস্ট”।

নাম্বার ৩

বার্নার্ড আর্নল্ড

Top 10 richest people in the world 3

বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হলেন বার্নার্ড আর্নল্ড। বিশ্বের সবথেকে ধনী মানুষদের তালিকা তৃতীয় অবস্থানে অবস্থান করছেন বার্নার। ফ্রান্সের প্যারিসে থাকা বিশ্বের খ্যাতিনামা প্রতিষ্ঠান লুই বৃটেনের সিইও আর্নল্ড তার পরিবার এবং পরিবারের মোট সম্পদের পরিমাণ ১৯০ বিলিয়ন ডলার। তার আয়ের উৎস রয়েছে বিভিন্ন ধরনের। এর মাঝে সিংহভাগ আসে কসমেটিক্স এবং ফ্যাশন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান থেকে। তিনি তার জীবনের প্রথমে একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। পরবর্তীতে ব্যবসায়ী ক্ষেত্রে তিনি অনেক বেশি এগিয়ে গেছেন।

Top 10 places in Bangladesh

নাম্বার ৪

বিল গেটস

Top 10 richest people in the world 4

বিল গেটস বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান microsoft এর প্রতিষ্ঠাতা। তিনি মোট সম্পদ আয় করেছেন প্রায় ১৭০ বিলিয়ন ডলারের মত। তিনি এক সময়ে বিশ্বের এক নম্বর ধনীদের তালিকায় ছিলেন। বর্তমানে বিল গেটস বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে ৪ নম্বর অবস্থান করছেন। টেকনোলজি বিপ্লবের প্রথম দিকে তিনি বিশ্বের শীর্ষ ধনীর পথটি দখল করেছিলেন। অনেকদিন থেকেই এখনো সবচেয়ে ধনী মানুষদের নাম আসলে সবার মুখে বিল গেটসের নামটি আগে শোনা যায়। ১৯৭৫ সালে বিল গেটস ও ফল এলন microsoft এর কাজ শুরু করেন।

নাম্বার ৫

মার্ক জাকারবার্গ

Top 10 richest people in the world 5

মার্ক জাকারবার্গ ফেসবুকের একজন উদ্যোক্তা। মার্ক জাকারবাগ ফেসবুক প্রতিষ্ঠা করেন। তার বর্তমান সম্পদের পরিমাণ ১৫০ বিলিয়ন ডলার। মার্ক জাকারবার্গ সবচেয়ে কম বয়সে বিলিয়নের হয়েছিলেন। সবচেয়ে কম বয়সে বিলিয়নের হওয়া মানুষদের মধ্যে মার্ক জাকারবার্গ একজন। তার কলেজ ক্যাম্পাসে ছোট পরিসরে তিনি ফেসবুকের কাজ শুরু করেন। বর্তমানে এই ফেসবুক বিলিয়ন ডলার কোম্পানি হয়ে গেছে। মার্ক জাকারবার্গ তার জীবনের অজানা তথ্য জানতে জাকারবার্গের জীবনী পড়ুন তাহলে অনেক কিছু জানতে পারবেন।

নাম্বার ৬

ল্যারি পেজ

Top 10 richest people in the world 6

১৫০ বিলিয়ন ডলারের মালিক ল্যারি পেজ। তিনি বিশ্বের ধনীদের মধ্যে ৬ নম্বরে অবস্থান করছেন। তার প্রতিষ্ঠান গুগল ল্যারি পেজ গুগলের মালিক। তার প্রতিষ্ঠান মানুষের কাছে যতটা পরিচিত তিনি ততটাই আড়াল রেখেছেন নিজেকে। ১৯৯৫ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি তার বন্ধু সার্জন একটি সার্চ ইঞ্জিন তৈরি করার পরিকল্পনা নিয়েছিলেন। ২০০১ সালে পর্যন্ত তিনি গুগলের সিইও দায়িত্ব পালন করেন।

নাম্বার ৭

ওয়ারেন বাফেট

Top 10 richest people in the world 7

ওয়ারেন বাফেট বর্তমানে বিশ্বের সপ্তম ধনীদের মধ্যে অবস্থান করছেন। তিনি প্রথমে ১১ বছর বয়সে তার প্রথম বিনিয়োগ করেন। তার এখন সাতটিরও বেশি কোম্পানি রয়েছে। তার মোট সম্পদের পরিমাণ ১৪০ বিলিয়ন ডলার।

সুস্থ থাকার ৫টি উপায়

নাম্বার ৮

সার্জি ব্রায়ান

Top 10 richest people in the world 8

স্যারজি ব্রায়ান বর্তমানে বিশ্বের অষ্টম ধনী তিনি। google-এর সহ প্রতিষ্ঠাতার ১৯৯৫ সালের স্ট্যান্ড ফোর্থ বিশ্ববিদ্যালয় থাকাকালীন সময়ে বন্ধুর ল্যারি পেজের সাথে মিলে google প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময়ে তারা দুজনে মিলে যে সার্চ ইঞ্জিনিয়ার কথা চিন্তা করেছেন। সেটি এখন গুগল নামে পরিচিত। তিনি তার প্রজেক্টে ইউটিউব জিমেল সহ আরো অনেক প্রাতিষ্ঠানিক কাজ করেছেন।

নাম্বার ৯

ল্যারি এলিসন

Top 10 richest people in the world 9

ল্যারি এলিসন সফটওয়্যার কোম্পানি, ওরা ফলে নির্মাতা ও প্রাক্তন সিইও। তার বর্তমান সম্পদের পরিমাণ ১৩৫ বিলিয়ন ডলার। তার কোম্পানি অনেক সফটওয়্যার বানিয়ে বর্তমানে বিশ্বে টেকনোলজির দিক থেকে অনেক দূরে এগিয়ে এসেছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর ডাটাবেজ অ্যালিসনের তৈরি করা। বর্তমান বিশ্বে তিনি একজন বড় মানের দাতাও বটে। তিনি পড়াশোনার উন্নতির লক্ষ্যে অনেক বেশি টাকা ব্যয় করেন।

নাম্বার ১০

স্টিভ বল্মার

Top 10 richest people in the world 10

আমেরিকার মিশিগানে থাকা এ ব্যবসায়ী রয়েছেন বিশ্বের ধনীদের মধ্যে দশম অবস্থানে। প্রায় ১০০ বিলিয়ন সম্পদের মালিক তিনি। বিভিন্ন ব্যবসায়ের সাথে সংযুক্ত রয়েছেন এই স্টিভ বল্মার তিনি মাইক্রোসফটে একসময় সিইও এর দায়িত্ব পালন করেছেন।

উপরে উক্ত তথ্য গুলো নতুন করে সংযুক্ত করা হয়েছে। এ সকল তথ্যের মাধ্যমে আপনি বিশ্বের শীর্ষ ১০ জনের অর্থাৎ শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা পাচ্ছেন। আমরা যেই তালিকা প্রকাশ করেছি সে সকল তালিকা গুলো বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে। এ সকল তালিকার মধ্যে দিয়ে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি ২০২৩ সংক্রান্ত তথ্যগুলো আপনি আমাদের আজকের প্রবন্ধের মাধ্যমে পাচ্ছেন।

আরো বিস্তারিত তথ্য ও সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

Our official Facebook page

EDUINFOBD OFFICIAL

Related Articles