Information

অনলাইনের সেরা ১০ টি জব

আজকে আমরা ২০২৩ সালের সেরা ১০ টি অনলাইনের চাকরি সম্পর্কে জানব। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।

অনলাইনের সেরা ১০ টি জব

প্রিয় Eduinfo রিডার কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ২০২৩ সালের সেরা ১০ টি অনলাইনের চাকরি সম্পর্কে জানব। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ পোস্টটি পড়ুন। অনলাইনের সেরা ১০ টি জব

২০২৩ সালের সেরা ১০ টি চাকরি

অনলাইনের সেরা ১০ টি জবের তালিকা গুলো হলো

১. কন্টেন্ট রাইটার,
২. SEO স্পেশালিস্ট,
৩. সোশ্যাল মিডিয়া ম্যানেজার,
৪. ই-মেইল মার্কেটার,
৫. ডিজিটাল মার্কেটিং ম্যানেজার,
৬. পে পার ক্লিক,
৭. কন্টেন্ট ক্রিয়েটর,
৮. অ্যাফিলিয়েট মার্কেটিং,
৯. কপি রাইটার,
১০. ডেটা অ্যানালিস্ট।

Top 10 places in Bangladesh

নাম্বার ১

কন্টেন্ট রাইটার

Top 10 Online Jobs 1

বিগত বছর অর্থাৎ ২০২২ সালে মার্কেটিংয়ের সেক্টর প্রত্যাশার থেকেও খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যার জন্য মার্কেটিং সেক্টরে কন্টেন্ট স্ট্রাটেজিস্টদের চাহিদা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একজন কন্টেন্ট রাইটার কোনো কোম্পানির এবং গ্রাহকের চাহিদার উপর ভিত্তি করে কন্টেন্ট লিখে থাকেন। একজন সফল কন্টেন্ট রাইটার হতে পারলে আপনি প্রতি মাসে ২০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

নাম্বার ২

SEO স্পেশালিস্ট

Top 10 Online Jobs 2

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বা SEO স্পেশালিস্ট যেকোনো আর্টিকেলকে টপ সার্চ রেজাল্টে আনতে সাহায্য করে থাকেন। তারা Searching প্ল্যাটফর্মে বিশেষ করে গুগল, ইয়াহু, বিং ইত্যাদি ওয়েব সাইটে আপনার ওয়েবসাইট বা ব্লগের Rank বৃদ্ধি করতে সাহায্য করে। এর পাশাপাশি টার্গেট ইউজারের কাছে তাদের পছন্দের আর্টিকেল বা পোস্ট খুঁজে পেতেও সাহায্য করে।

নাম্বার ৩

সোশ্যাল মিডিয়া ম্যানেজার

Top-10-Online-Jobs-3

সোশ্যাল মিডিয়া ম্যানেজার যে কোনও ব্র্যান্ডের জন্য সোশ্যাল মিডিয়াতে সব কিছু নিয়ন্ত্রন করতে সাহায্য করে । একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, টিকটক এর মতো সাইটে পোস্ট, কনটেন্ট, চ্যাট, কমেন্টের রিপ্লাই ইত্যাদি দিয়ে থাকেন। এবং নির্ধারিত ব্র্যান্ড এর প্রোডাক্টকে পপুলার করতে সাহায্য করে।

Top 10 Motorcycle Brands in Bangladesh

নাম্বার ৪

ই-মেইল মার্কেটার

Top-10-Online-Jobs-4

২০২২ সালের করা একটি পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন ৩১৯.৬ বিলিয়ন ইমেল গ্রাহকদের কাছে প্রেরণ করা হয়। এটি এমন একটি জনপ্রিয় মাধ্যম যা প্রতিটি ব্র্যান্ড তাদের কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য ব্যবহার করে থাকে। ইমেইল মার্কেটার ইমেল এবং নিউজলেটার, এর সাহায্যে গ্রাহকদের কাছ থেকে লিড তৈরি করে। এর পাশাপাশি গ্রাহকদের মেইল প্রেরণ করে থাকেন।

নাম্বার ৫

ডিজিটাল মার্কেটিং ম্যানেজার

Top-10-Online-Jobs-5

ডিজিটাল মার্কেটিং ম্যানেজার সফলভাবে ডিজিটাল চ্যানেলে কোম্পানির প্রচারণা পরিচালনা করতে সাহায্য করে। অন্যান্য যে কোনো সময়ের থেকে বর্তমানে এর চাহিদা অনেকটা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে করোনা বা কভিড-১৯ এর পর এর চাহিদা অকল্পনীয়। বর্তমানে কতজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার আছে তার ওপর নির্ভর করে কোনো কোম্পানির আকার ও পরিসেবা নির্ভর করে।

Top 10 Motorcycle Brands in Bangladesh

নাম্বার ৬

পে পার ক্লিক

Top-10-Online-Jobs-6

ডিজিটাল মার্কেটিং এর সব থেকে জনপ্রিয় মাধ্যম হলো পে পর ক্লিক। ডিজিটাল মার্কেটিং সেক্টরে পে পার ক্লিকের মাধ্যমে ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করা যায়। পে পার ক্লিককে একপ্রকার অ্যাড এর ডিজিটাল ভার্সনও বলা যায়। এর সাহায্যে আপনি কম সময়ে ভালো আয় করতে পারবেন। পে পার ক্লিককে সাধারণত গুগল অ্যাডসেন্স এর সাহায্যে ক্যাম্পেইন চালু করে বিজ্ঞাপন দেখানো কে বোঝানো হয়। এর সাহায্যে আপনি আপনার ওয়েবসাইট এ অ্যাড দিয়ে মাসে অনেক টাকা আয় করতে পারবেন।

নাম্বার ৭

কন্টেন্ট ক্রিয়েটর

Top-10-Online-Jobs-7

যেকোনো ডিজিটাল মার্কেটিং টিমের প্রধান ও শক্ত কাঠামো হল এর কন্টেন্ট ক্রিয়েটর টিম। কপি রাইটার, ভিডিও গ্রাফার, গ্রাফিক ডিজাইনের উপরে সোশ্যাল মিডিয়া, ব্লগ, ইমেল এবং ল্যান্ডিং পেজ ইত্যাদির কন্টেন্টের দায়িত্ব উক্ত কোম্পানির কন্টেন্ট ক্রিয়েটরদের হয়ে থাকে। তারা ব্লগ, ফটোর মাধ্যমে পণ্য সম্পর্কে গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ করে থাকেন। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর এর বিপুল চাহিদা রয়েছে।

Ways to stay physically healthy

নাম্বার ৮

অ্যাফিলিয়েট মার্কেটিং

Top-10-Online-Jobs-8

ডিজিটাল মার্কেটিং কোর্স করার পর আপনি চাইলেই সহজেই অনলাইনে আয় করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি মানুষের কাছে প্রডাক্টের পাঠাতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং একটি কোম্পানির পণ্যের বিক্রি বৃদ্ধি করতে সাহায্য করে।

নাম্বার ৯

কপি রাইটার

Top-10-Online-Jobs-9

একটি কোম্পানির জন্য কপি রাইটার খুবই গুরুত্বপূর্ণ। একজন কপি রাইটার সোশ্যাল মিডিয়ার জন্য ছোট কপি, SEO স্ট্র্যাটেজিস্টের জন্য লং কপি, UX ডিজাইনারদের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করতে সাহায্য করে। কপি ডিজাইনাররা এমন সব কন্টেন্ট তৈরি করে থাকে যা ইউজারদের একটি কোম্পানির পণ্য সম্পর্কে আরও ভালভাবে বোঝাতে সাহায্য করে।

5 Ways to Stay Healthy

নাম্বার ১০

ডেটা অ্যানালিস্ট

Top-10-Online-Jobs-10

ডেটা অ্যানালিস্ট এমন একটি মাধ্যম যা ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্টের ভূমিকা পালন করে থাকে। এর প্রধান কাজ হলো গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া, সার্ভে করা, কোনও সমস্যার সঠিক সমাধান করা, বিভিন্ন ডেটা এনালাইসিস করা, কোম্পানির প্রতিযোগীদের থেকে ভাল পারফর্ম করার কৌশল তৈরি করা ইত্যাদির। ডেটা অ্যানালিস্ট এর মাধ্যমে কোনো গ্রাহক বা সেবা গ্রহণকারী ডেটা সার্ভারে সংরক্ষণ করে তার ওপর ভিত্তি করে সেই কোম্পানির বা প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। বর্তমান সময়ে গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ অনলাইন ভিত্তিক প্রায় সকল কোম্পানি ডেটা অ্যানালিস্ট করে থাকে। একজন সফল ডেটা অ্যানালিস্ট প্রতি মাসে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকে।

অন্যান্য যেকোনো সময়ের তুলনায় উল্লেখিত সেক্টর গুলোতে কাজের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে। উপরোক্ত যেকোন কাজে আপনি আপনার নিজের দক্ষতা বাড়িয়ে চাকরির সুযোগ পেতে পারেন। এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন।

আরো বিস্তারিত তথ্য ও সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

Our official Facebook page

EDUINFOBD OFFICIAL

Related Articles