ChatGPT থেকে টাকা আয় করার উপায়
বর্তমানে ChatGPT নিয়ে পুরো বিশ্বেই তুমুল হইচই চলছে। কিছু মুহূর্তের মধ্যে মানুষের সব কাজ করে করে দিচ্ছে এই চ্যাট বোটটি। এমন একটি AI চ্যাট বোট নিয়ে মানুষের মধ্যেই সবথেকে বেশি উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। Open AI নামক সংস্থাটি ChatGPT নামক কৃত্রিম বুদ্ধিমত্তাটি তৈরি করেছেন।
ChatGPT থেকে টাকা আয় করার উপায়
ChatGPT নামক AI চ্যাট বট এর সাহায্যে এখন আপনি টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য সহজ কিছু পদ্ধতি সম্পর্কে আজকে আমরা উক্ত পোষ্টে আলোচনা করেছি। তাই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। ChatGPT থেকে টাকা আয় করার উপায় ইংরেজিতে পড়ুন
Earn Money With ChatGPT 2023
বর্তমানে ChatGPT নিয়ে পুরো বিশ্বেই তুমুল হইচই চলছে। কিছু মুহূর্তের মধ্যে মানুষের সব কাজ করে করে দিচ্ছে এই চ্যাট বোটটি। এমন একটি AI চ্যাট বোট নিয়ে মানুষের মধ্যেই সবথেকে বেশি উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। Open AI নামক সংস্থাটি ChatGPT নামক কৃত্রিম বুদ্ধিমত্তাটি তৈরি করেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক এই চ্যাটবটটি পৃথিবীর কঠিন থেকে কঠিনতম ক্যালকুলেশন, ইনফরমেশন অত্যন্ত সঠিক আর সফলভাবে করে দিচ্ছে। আইনি পরীক্ষার তথ্য, ডাক্তারি পরীক্ষার তথ্য, এমনকি MBA পরীক্ষার প্রশ্নের উত্তরও খুব পরাদর্শিতা সাথে দিতে পারছে। এখানেই শেষ নয়। এই AI Chatbot-এর সাহায্যে কোডাররা অল্প সময়ের মধ্যে কোড লিখতে পারছেন। অনেক বাচ্চা অল্প সময়ের মধ্যে তাদের হোমওয়ার্ক পর্যন্ত ChatGPT এর সাহায্যে করে নিতে পারছে। যে চ্যাটবটটি এতগুলো কাজ করতে পারে, মানুষের হাজার-একটা কাজ অতি সহজ করে দিতে পারে, তাহলে উক্ত চ্যাটবটটি কি অর্থ উপার্জন করতে পারে? উত্তর হলো হ্যাঁ, পারে।
ChatGTP কী?
কিভাবে CHATGPT থেকে টাকা আয় করবেন?
ChatGPT-ও অর্থ উপার্জন করতে আপনাকে সাহায্য করতে পারে। মাত্র সামান্য টাকা নয়, আপনি চাইলে অনেক টাকাই এর সাহায্যে আয় করতে পারবেন। উক্ত AI বোটটির সেই ক্ষমতা রয়েছে। সরাসরি হয়তো ChatGPT আপনাকে অর্থ দিতে পারবে না। এটি আপনাকে সরাসরি অর্থ উপার্জনে সাহায্য করতে পারবে না। তবে পরোক্ষ ভাবে অবশ্যই অর্থ উপার্জনে সাহায্য করতে পারবে। এরজন্য সর্ব প্রথম আপনাকে চ্যাটজিপিটি এর ব্যবহারের পদ্ধতি গুলো ভালোভাবে জেনে নিতে হবে।
ChatGPT এর ভার্সন সম্পর্কে তথ্য
ChatGPT-র দুটি ভার্সন রয়েছে। একটি পেইড ভার্সন, অপরটি ফ্রী ভার্সন। ভার্সন গুলোর নাম শুনেই বুঝতে পারছেন, ফ্রি ভার্সনে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না। কিন্তু অপরদিকে পেইড ভার্সনে আপনাকে সামান্য কিছু টাকা খরচ করতে হবে। আপনি পেইড ভার্সনের তুলনায় ফ্রী ভার্সনের সুবিধা এবং ফিচার কিছুটা কম পাবেন। ChatGPT এর পেইড ভার্সনে আপনি একাধিক অতিরিক্ত ফিচার পেয়ে যাবেন। অপরদিকে বিনামূল্যে অ্যাক্সেস করতে গেলে কিছু সীমাবদ্ধতার সমুক্ষীন হবেন।
ChatGPT ব্যবহারের নিয়ম
সবার আগে আপনাকে জানতে হবে যে, ChatGPT কীভাবে ব্যবহার করবেন। নিয়ম গুলো হলো,
১। এরজন্য আপনাকে Open AI-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। |
২। প্রবেশের পর এখানে আপনি ChatGPT অপশন দেখতে পাবেন। |
৩। উক্ত অপশনে ক্লিক করুন। |
৪। এরপর একটি Microsoft বা Gmail আইডি দিয়ে আপনাকে লগইন করতে হবে। |
৫। আপনি যদি প্রথমবার চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাহলে আপনাকে সাইন আপ নতুন অ্যাকাউন্ট ওপেন তৈরি করতে হবে। |
৬। সাইন আপ সম্পন্ন হলে আপনি ChatGPT এর AI Chatbot-টি ব্যবহার করতে পারবেন। |
Google Adsense লোডিং কী?-What is Google Adsense loading?
ChatGPT-তে অ্যাকাউন্ট তৈরির নিয়ম
আপনি চাইলে খুব সহজেই ChatGPT তে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এরজন্য আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না। যে ভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন,
১। প্রথমে chat.openai.com/auth/login টাইপ করুন বা এইখানে ক্লিক করুন [ডাইরেক্ট লিংক]। |
২। এরপর sign up অপশনে ক্লিক করুন। |
৩। এরপর Microsoft বা Gmail এর যেকোনো একটি একাউন্ট এ ক্লিক করুন। Microsoft বা Gmail অ্যাকাউন্ট না থাকলে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন। |
৪। এরপর আপনার মোবাইল নাম্বারটি লিখুন। |
৫। আপনার নাম্বারটি ভেরিফাই করার জন্য একটি OTP যাবে। উক্ত OTP টি টাইপ করুন। |
৬। এরপর create account অপশনে ক্লিক করুন। |
৭। এরপর Microsoft বা Gmail আইডি দিয়ে লগইন করুন। |
৮। লগইন সফল হলে আপনি ChatGPT ইউজ করতে পারবেন। |
ChatGPT থেকে টাকা ইনকামের উপায়
এবার আমরা মূল বিষয়ে আলোচনা করবো। আপনি কিভাবে ChatGPT এর সাহায্যে টাকা আয় করতে পারবেন? এখন আমরা কিছু পদ্ধতির কথা বলব, যেগুলোর সাহায্যে আপনি ChatGPT-এর সাহায্যে টাকা ইনকাম করতে পারেন। তাহলে চলুন দেখে নেয়া যাক পদ্ধতি গুলো,
ChatGPT থেকে কোড লিখতে টাকা আয় করার উপায়
ChatGPT এর সাহায্যে আপনি কোড লিখে টাকা আয় করতে পারবেন। বর্তমানে একটা প্রফেশনাল কোডিং কোর্সের খরচ অনেক। অনেকেই আবার কোডিং শিখতে পারেন না। কেননা কোডিং শিখা খুব সহজ নয়। কিন্তু আপনি চাইলেই বিনামূল্যে চ্যাটজিপিটি এর সাহায্যে কোডিং করতে পারবেন। মনে করুন, আপনি একটা মোবাইল অ্যাপ তৈরি করতে চান, তাহলে তার সম্পর্কে বিস্তারিত ভাবে ChatGPT-কে বোঝাতে হবে। এরপর ChatGPT আপনাকে উক্ত অ্যাপটির কোড লিখে দিবে। কোড গুলো কপি করে আপনি অ্যাপটি তৈরি করে Google Admob এবং Google AdSense-এ রেজিস্টার করতে পারেন। সেখান থেকে খুব সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। তবে তার জন্য অবশ্যই আপনার কোডিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই চ্যাটবট আপনার বেসিক কাজটা করতে সাহায্য করবে।
Google AdSense থেকে Ads Limit ঠিক করার উপায়
ChatGPT থেকে কন্টেন্ট রাইটিং লিখে টাকা আয় করার উপায়
মনে করুন, আপনি একটি ওয়েব সাইট তৈরি করলেন। সেখানে আপনাকে অবশ্যই কিছু কন্টেন্টও লিখে রাখতে হবে। কোনো ওয়েবসাইটের কন্টেন্ট লেখার কাজ সহজ নয়। কোনো প্রফেশনাল কন্টেন্ট রাইটার বা কপিরাইটার-কে দিয়ে ওয়েব কন্টেন্ট লেখানো ব্যায় বহুল। তার জন্য তাঁরা আলাদাভাবে চার্জ করেন থাকেন। আপনি জানলে অবাক হবেন ChatGPT কন্টেন্টও লিখতে পারে। তবে আপনাকে ChatGPT এর সাহায্যে কন্টেন্ট লিখতে হলে অবশ্যই উক্ত বিষয়ের সম্পর্কে ChatGPT কে ধারণা দিতে হবে। চ্যাটজিপিটি যে কন্টেন্ট লিখবে, আপনাকে সেটি কিছুটা ব্রাশআপ করতে হবে। বর্তমানে কন্টেন্ট লিখেও অনেক টাকা উপার্জন করা সম্ভব। শুধু ওয়েবসাইট নয় আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর জন্যও চ্যাটজিপিটি-কে দিয়ে কন্টেন্ট লেখাতে পারেন। আর সেখান থেকে টাকা আয় করতে পারেন।
ChatGPT এর সাহায্যে প্রশ্নের উত্তর দিয়ে আয় করার উপায়
ইন্টারনেটে অনেক ওয়েবসাইট রয়েছে, যেগুলি মানুষের জানা, অজানা প্রশ্নের উত্তর দিয়ে থাকে। এরমধ্যে কিছু কিছু ওয়েবসাইট টাকাও প্রদান করে থাকে। এই কাজের জন্য আপনি ChatGPT-কে ইউজ করতে পারেন। আপনি ChatGPT ইউজ করে মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারেন। আর সহজে টাকা আয় করতে পারবেন। এভাবে আপনি ChatGPT এর সাহায্যে মানুষের জানা, অজানা প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় করতে পারবেন।
অন্যান্য উপায় এর সাহায্যে ChatGPT থেকে টাকা আয় করার উপায়
অন্য আরও অনেক উপায়ে আপনি চ্যাটজিপিটি এর সাহায্যে টাকা ইনকাম করতে পারেন। মনে করুন, আপনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে জব করেন। ChatGPT-র সাহায্যে আপনি আপনার ইভেন্টের জন্য পরিকল্পনা করতে পারেন। এছাড়া ChatGPT এর API ব্যবহার করে আপনি নিজের একটি চ্যাটবট প্রস্তুত করে নিতে পারবেন।
গুগোল কর্মীদের বেতন কত?
ChatGPT সম্পর্কে শেষ কথা
এই সব কিছুর জন্য একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, ChatGPT কেবল আপনাকে যে কোনও কাজে সাহায্য করতে সক্ষম। ChatGPT কোনো কাজ নিজে নিজে করতে পারে না। এছাড়া ChatGPT এর দেয়া তথ্য গুলো সব সময় সঠিক নাও হতে পারে। আপনি ChatGPT-কে যে ভাবে নির্দেশনা দিবেন, চ্যাটবটটি ঠিক সেইভাবে কাজ করবে। ChatGPT কখনই আপনাকে সরাসরি টাকা দিতে পারবে না।
আরও তথ্য এবং আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগ দিন
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ