Information

LSI Keyword কি-What is LSI Keyword

আপনি যদি LSI keyword সম্পর্কিত প্রশ্নের সকল উত্তর জানতে চান, তাহলে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। এই পোস্টে আমরা আপনাদের LSI কীওয়ার্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেয়ার চেষ্টা করবো। আশা করি পোস্টটি অবশ্যই আপনাদের উপকার আসবে।

প্রিয় Eduinfobd এর পাঠকবৃন্দ। কেমন আছেন সবাই? আমরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনি যদি ব্লগিং এর জন্য SEO শুরু করেন, তবে আপনি অবশ্যই LSI কীওয়ার্ড সম্পর্কে শুনে বা জেনে থাকবেন। কিন্তু LSI কীওয়ার্ড কী এবং LSI কীওয়ার্ড ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমরা অনেকই জানিনা। আজকে আমরা আলোচনা করবো LSI keyword কি, কিভাবে এটি কাজ করে, কিভাবে আপনি LSI কীওয়ার্ড খুঁজে বের করবেন, LSI কীওয়ার্ডের সুবিধা, অসুবিধা। তাহলে দেরি না করে মূল বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক। LSI Keyword কি

LSI Keyword কি?

আপনি যদি LSI keyword সম্পর্কিত প্রশ্নের সকল উত্তর জানতে চান, তাহলে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। এই পোস্টে আমরা আপনাদের LSI কীওয়ার্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেয়ার চেষ্টা করবো। আশা করি পোস্টটি অবশ্যই আপনাদের উপকার আসবে।LSI কীওয়ার্ড এর মানে হলো, Latent Semantic Indexing.

LSI কীওয়ার্ড মূলত এমন একপ্রকার শব্দ ভিত্তিক কীওয়ার্ড যা কোনো আর্টিকেলের বা পোস্টের ফোকাস কীওয়ার্ডের সাথে সম্পর্কিত থাকে। উক্ত LSI keyword ব্যবহার করে কোনো আর্টিকেল বা পোস্টের SEO ফ্রেন্ডলি করা হয় এবং এরসাথে ওয়েবসাইট র‍্যাংক করতে ইউজ করা হয়। LSI Keyword কি ইংরেজীতে পড়ুন

What-is-LSI-Keyword-1

যে সকল কাজে LSI keyword ইউজ করা হয়

আপনি যদি আপনার কোনো আর্টিকেলে বা পোস্টে ফোকাস কীওয়ার্ড সহ LSI কীওয়ার্ড ব্যবহার করে থাকেন, তবে আপনার উক্ত আর্টিকেল বা পোস্টে SEO ভালো হওয়ার পাশাপাশি ইউজার ফ্রেন্ডলিও হতে হবে। আপনি যদি LSI কীওয়ার্ড ব্যবহার করেন তবে আপনি Keyword স্টাফিং এর মত সমস্যা থেকে মুক্তি পাবেন। আর আপনার ইউজার অভিজ্ঞতাও বৃদ্ধি পাবে। গুগলের মতো সার্চ ইঞ্জিন সমূহ তাদের ইউজার অভিজ্ঞতা উন্নত করতে নিয়মিত কাজ করে যাচ্ছে। গুগোল এর পাশাপাশি সকল সার্চ ইঞ্জিন যেকোনো সার্চকারী যেনো সঠিক ও নির্ভুল তথ্য পায় এবং সার্চ ইঞ্জিনের প্রতি ব্যবহারকারীর আস্থা বজায় থাকে সেই ব্যাপার কাজ করে থাকে। অন্য যেকোনো সময়ের থেকে বর্তমান সময়ে SEO অনেক উন্নত হয়েছে। গুগোল এর মতো জায়ান্ট সার্চ ইঞ্জিন তার সার্চ ইঞ্জিন  উন্নত ও ইউজার ফ্রেন্ডলী করতে সময়ে সময়ে নতুন আপডেট দিয়ে থাকে। তাই SEO এর পাশাপাশি LSI কীওয়ার্ড এর মত বিষয়টিও অনেক গুরুত্বপূর্ন।

জাতীয় পরিচয়পত্র ভুল সংশোধন ২০২৩

LSI keyoword এর গুরুত্ব কি?

পূর্বে সার্চ ইঞ্জিন যেমন, গুগল, ইয়াহু, Bing শুধুমাত্র কীওয়ার্ডের ভিত্তিতে সার্চ করা প্রশ্ন দেখাতে পারত। কিন্তু বর্তমানে সার্চ ইঞ্জিন অনেক উন্নত হয়েছে। এখন সার্চ ইঞ্জিন গুলো মানুষের প্রশ্নের উদ্দেশ্য বোঝার চেষ্টা করে থাকে। আর সেই সকল সার্চ এর ভিত্তিতে সেরা রেজাল্ট গুলো দেখানোর চেষ্টা করে থাকে। যেকোনো আর্টিকেলের ফোকাস কীওয়ার্ডের সাথে LSI কীওয়ার্ড সম্পর্কিত। কোনো LSI কীওয়ার্ড ইউজ এর সবথেকে বেশি গুরুত্ব হলো সার্চ ইঞ্জিনকে আপনার আর্টিকেল বা পোস্ট সম্পর্কে ধারণা প্রদান করা। কেননা বর্তমানে সার্চ ইঞ্জিন প্রধান বা ফোকাস কীওয়ার্ড এর পাশাপাশি LSI কীওয়ার্ড এর ওপরও নজর রাখে। এরসাথে LSI কীওয়ার্ড ইউজ করলে সাইট rank হওয়ার চান্স বেশি থাকে। SEO কীওয়ার্ড ইউজ করার পাশাপাশি LSI কীওয়ার্ড ব্যাবহার করলে আপনার সাইটে ট্রাফিক বৃদ্ধি পাবার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া LSI কীওয়ার্ড ব্যবহার করলে স্টাফিং কিওয়ার্ড ডেন্সিটি বাড়ার সম্ভাবনা বেশি থাকে।

LSI Keyword এর উদাহরণ সমূহ

LSI কীওয়ার্ড কি তা বোঝার জন্য একটি সহজ উদাহরণ হলো,

মনে করুন, আপনি একটি আর্টিকেল বা পোস্ট লিখছেন যার ফোকাস কীওয়ার্ড হল Digital মার্কেটিং। তাহলে উক্ত Digital marketing এর সাথে সম্পর্কিত LSI কীওয়ার্ডগুলি হতে পারে, Digital Marketing course, ডিজিটাল মার্কেটিং salary, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, ডিজিটাল মার্কেটিং কম্পোনেন্ট, ডিজিটাল মার্কেটিং চাকুরী, ইন্টারনেট মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং শিখার উপায় ইত্যাদি।

What-is-LSI-Keyword-3

কিভাবে LSI Keyword সিলেক্ট করবো

মনে করুন আপনি একজন ইউজার হিসেবে গুগলে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সার্চ করলেন। শুধু ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে ইউজার কোন বিষয়টি জানতে চাচ্ছেন সে বিষয়ে গুগল বেশি কিছু বুঝতে পারবে না। সেই ক্ষেত্রে গুগোল ডিজিটাল মার্কেটিং কোর্স বা ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং বেতন সম্পর্কে দেখতে পারে। তাই সঠিক তথ্য পেতে হলে সঠিক LSI কীওয়ার্ড সিলেক্ট খুবই গুরুত্বপূর্ণ।

LSI কীওয়ার্ড সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য আরেকটি উদাহরণ নেয়া যাক। যদি কোনো ইউজার গুগলে ইন্টারনেট মার্কেটিং সার্চ করে, তবে গুগল সেই ইউজারকে ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং, অনলাইন মার্কেটিং সম্পর্কিত সকল তথ্য দেখাবে। কেননা এই তিনটি ক্যাটাগরি প্রায় একই প্রকার।

ডিজিটাল মার্কেটিং এর সাথে, আপনি চাইলে আপনার আর্টিকেল বা পোস্টে ইন্টারনেট মার্কেটিং, অনলাইন মার্কেটিং ব্যবহার করতে পারেন। এরফলে গুগোল আপনার আর্টিকেল বা পোস্টটি বেশি বেশি শো করবে।

আশা করি আপনি নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছেন LSI কীওয়ার্ড কী এবং কিভাবে কাজ করে।

Google AdSense থেকে Ads Limit ঠিক করার উপায়

SEO কীওয়ার্ড এর সীমাবদ্ধতা

img 3

এমন অনেক নতুন ব্লগার আছেন যারা তাদের আর্টিকেল বা পোস্টে SEO করার জন্য তাদের আর্টিকেল বা পোস্টে ফোকাস কীওয়ার্ড অনেকবার ব্যবহার করেন। যা মোটেও উচিত নয়। আপনি যদি এই প্রকার ভুল করে থাকেন তবে আপনি আপনার সাইটের র‍্যাংকিং হারাতে পারেন।  সবসমই চেষ্টা করুন পোস্টে শুধুমাত্র ৫০% Focous কীওয়ার্ড ব্যবহার করার। আর বাকি ৫০% LSI কীওয়ার্ড ব্যবহার করুন। এরফলে পাঠক আপনা পোস্ট বা আর্টিকেল পড়তে বিরক্ত হবে না। LSI কীওয়ার্ড সব সময়ই H2, H3 এবং টাইটেলের মধ্যে ব্যাবহার করুন। এরফলে সাইট রাঙ্কিং হবার সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে।

What is the salary of Google employees

কিভাবে LSI Keyword খুঁজে পাবেন-How to Find LSI Keyword

LSI কীওয়ার্ড খুঁজে পাবার জন্য তিনটি বেস্ট ফ্রী ওয়েব সাইট আছে। নিচে এদের বিস্তারিত তথ্য দেয়া হলো,

LSI Keyword খুঁজে পাবার জন্য নাম্বার ১ টুল

গুগোল সার্চ

LSI কীওয়ার্ড খোঁজার অন্যতম সেরা টুল হল Google search. LSI কীওয়ার্ড খুঁজে পাবার জন্য,

১। প্রথমে গুগলে আপনার টার্গেটেড keyword টি সার্চ করুন।
২। সার্চ ফলাফলের পেজের সর্বশেষ শেষে স্ক্রোল করুন।
৩। নিচে আপনি LSI keyword এর একটি বড় list পাবেন।
৪। যা আপনি আপনার পোস্ট বা আর্টিকেল ব্যবহার করতে পারেন।

LSI Keyword খুঁজে পাবার জন্য নাম্বার ২ টুল

LSI Graph

মূলত LSI Graph হল LSI keyword খোঁজার সবচেয়ে জনপ্রিয় tool গুলোর মাঝে সেরা একটি টুল। এর মাধ্যমে আপনি সহজেই ফ্রী LSI keyword list পেয়ে যাবেন।

LSI Keyword খুঁজে পাবার জন্য নাম্বার ৩ টুল 

Keyword Kag

LSI কীওয়ার্ড খুঁজে বের করার জন্য Keyword Kag পপুলার টুল হিসেবে পরিচিত। এর মাধ্যমে আপনি যেকোনো LSI কীওয়ার্ডের সার্চ ভলিউম চেক করতে পারবেন। এরসাথে Question, Product Information, Preposition এর মত ভিন্ন ভিন্ন ক্যাটাগরির কীওয়ার্ড চেক করতে পারবেন।

LSI Keyword খুঁজে পাবার জন্য আরো কিছু সেরা টুলস

LSI কীওয়ার্ড খুঁজে পাবার জন্য আরো কিছু সেরা টুলস গুলোর নাম হলো,

১। Google Keyword Planner,
২। Google Trends,
৩। Answer The Public,
৪। LSI Keywords,
৫। Twinword Ideas LSI Graph,
৬। LSI Keywords,
৭। LSI Graph,
৮। Niche Laboratory,
৯। Semantic Link,
১০। Bersuggest.

Google Adsense লোডিং কী?-What is Google Adsense loading?

LSI Keyword কোথায় ব্যবহার করবো

LSI কীওয়ার্ড ইউজ করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি কপিরাইট মুক্ত হাই কোয়ালিটির পোস্ট বা আর্টিকেল লিখতে হবে। মনে রাখতে হবে, আপনার লিখা পোস্ট বা আর্টিকেলটি গুগলের প্রথম পেজে rank করতে পারে। গুগোল যদি কোনো ভাবে বুঝতে পারে আপনি উক্ত পোস্ট বা আর্টিকেলটা কপি করছেন তবে গুগোল থেকে copyright claim আসতে পারে। এর ফলে আপনার সাইট ডাউন হবার সম্ভাবনা থাকবে। ১০০% ইউনিক পোস্ট লিখার পর আপনি পোস্ট বা আর্টিকেলের যে কোন স্থানে নিজ নিশ্চিন্তে LSI keyword ব্যবহার করতে পারবেন। স্পামিং ও কিওয়ার্ড স্টাফিং এর মত বিষয় অবশ্যই থেকে বিরত থাকুন।

img 4

যে সকল স্থানে আপনি নিশ্চিন্তে LSI keyword ব্যবহার করতে পারবেন তা হলো,

১। Title tag এর স্থানে,
২। H1, H2, H3 heading এর স্থানে,
৩। Image alt text এর স্থানে
৪। Anchor texts এর স্থানে
৫। Permalinks এর স্থানে
৬। কোনো Article শুরুর প্রথম দিকে
৭। কোনো Ending paragraph এর শেষের দিকে।

LSI Keyword সুবিধা-Advantage of LSI Keyword

LSI কীওয়ার্ড ব্যবহার এর ফলে আপনি নিম্নলিখিত সুবিধা গুলো পেতে পারেন,

১। LSI কীওয়ার্ড ব্যবহার করলে ইউজার এক্সপেরিয়েন্স আপ হয়।
২। আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে rank পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। 
৩। আপনার পোস্ট বা আর্টিকেলটি SEO ফ্রেন্ডলী হবে।
৪। Keyword stuffing এর মত সমস্যা থেকে মুক্তি পাবেন। 
৫। On Page SEO উন্নতি হবে।

How To Use Google Drive 2023

LSI Keyword সম্পর্কিত শেষ কথা

আমরা আশাকরি LSI keyword সম্পর্কে সকল প্রকার তথ্য আপনি জানতে পেরেছেন। LSI সম্পর্কিত কোন প্রশ্ন থাকলে আপনি আমাদের ফেইসবুকে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনার উক্ত প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবো।

আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন আর Eduinfobd এর সাথেই থাকুন। পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

সকল প্রকার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

Click Here to join our official FACEBOOK page

 EDUINFOBD OFFICIAL

Related Articles