Information

উইন্ডোজ এর শর্টকাট key

আজকের উক্ত পোস্টটি সেসকল পারসনদের জন্য যারা নতুন পিসি ক্রয় করেছেন বা কি-বোর্ড এর কোন কোন key গুলো কোন কোন কাজে ব্যবহার করা হয় সেইসকল বিষয় সম্পর্কে জানেন না বা অবগত নয়। শুধু নতুন ইউজারদের ক্ষেত্রেই বিষয়টা এমন তা কিন্তু নয়। অনেক অল্ড windows ইউজাররাও শর্টকাট key গুলো মনে রাখতে পারেন না বা ভুলে জান।

উইন্ডোজ এর শর্টকাট key

প্রিয় Eduoinfobd এর পাঠকবৃন্দ কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের উক্ত পোস্টটি সেসকল পারসনদের জন্য যারা নতুন পিসি ক্রয় করেছেন বা কি-বোর্ড এর কোন কোন key গুলো কোন কোন কাজে ব্যবহার করা হয় সেইসকল বিষয় সম্পর্কে জানেন না বা অবগত নয়। শুধু নতুন ইউজারদের ক্ষেত্রেই বিষয়টা এমন তা কিন্তু নয়। অনেক অল্ড windows ইউজাররাও শর্টকাট key গুলো মনে রাখতে পারেন না বা ভুলে জান। Key বোর্ড এর শর্টকাটগুলো আমাদের দৈনন্দিন পিসি বা ল্যাপটপ যা ই ব্যবহার করি না কেন এর Productivity অনেকাংশেই বৃদ্ধি করতে সাহায্য করে। উইন্ডোজ এর শর্টকাট key

Windows-shortcut-key-1

Bdix কী বাড়িয়ে নিন আপনার WiFi স্পীড

ব্রাউজারে সকল শর্টকাট

MS অফিস উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি জনপ্রিয় ডকুমেন্ট সফটওয়্যার। অফিস, বাড়ী, স্কুল,কলেজসহ সকল ক্ষেত্রে উক্ত অ্যাপটি ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং এ দক্ষতা বৃদ্ধিতে শর্টকাট কমান্ডের কোন বিকল্প নেই। আপনি যদি কিবোর্ড এর শর্টকাট কমান্ড গুলো জেনে থাকেন তবে মাউস ছাড়াই সকল কাজগুলো দ্রুত করতে পারবেন।

উইন্ডোজের সকল কীবোর্ড শর্টকাট

আজকে আমরা উক্ত পোস্ট থেকে এমন সব key-বোর্ড শর্টকাটগুলো জেনে রাখবো যেগুলো আমাদের উপকারে আসবে। তাহলে সম্পুর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

Windows-shortcut-key-2

Top 10 places in Bangladesh

শর্টকাট key সমূহের তালিকা

কোনো বাক্য বা ওয়ার্ড কপি করার জন্য Ctrl + C বাটন চাপুন।
কপি করা কোনো বাক্য বা ওয়ার্ড পেস্ট করতে Ctrl + V বাটন চাপুন।
কোন বাক্য বা ওয়ার্ড কাট করতে Ctrl +  X বাটন চাপুন।
কোনো বাক্য বা ওয়ার্ড বা কোন অ্যাকশন পূর্বের অবস্থায় (আনডু) ফিরিয়ে আনতে Ctrl + Z বাটন চাপুন।
একসাথে সকল ফাইল বা আইটেম সিলেট করতে Ctrl + A বাটন চাপুন।
নির্দিষ্ট কোন শব্দ বা বাক্য খুঁজে পেতে Ctrl + F বাটন চাপুন।
একই প্রোগ্রামের মধ্যে নতুন একটি উইন্ডো খুলতে Ctrl + N বাটনে চাপুন।
বর্তমান উইন্ডো ট্যাব বন্ধ করতে Ctrl + W বাটনে চাপুন।
বর্তমান ফাইল বা ট্যাব সেভ করতে Ctrl + S বাটনটি চাপুন।
বর্তমান ট্যাব বা ওয়েব পেজ প্রিন্ট করতে Ctrl + P বাটনে চাপুন।
বর্তমানে যে প্রোগ্রামটি ওপেন আছে তার একটি ফাইল ওপেন করতে Ctrl + O বাটনে চাপুন।
টাচ ম্যানেজার ওপেন করতে Ctrl + Alt + Del বাটনে চাপুন।
একটি প্রোগ্রাম থেকে অন্য একটি প্রোগ্রামে সুইচ করতে Alt + Tab বাটনে চাপুন।
ডেক্সটপ মোডে প্রবেশ করতে Windows key + D বাটনে চাপুন।
ফাইল এক্সপ্লোরার ওপেন করতে Windows key + E বাটনে চাপুন।
কম্পিউটার লক করতে Windows key + L বাটনে চাপুন।
ডায়লগ বা কন্ট্রোল প্যানেল (CMD) ওপেন করতে Windows key + R বাটনে চাপুন।
বর্তমান স্কিনকে প্রজেক্ট করতে Windows key + P বাটনে চাপুন।
কুইক লিংক মেনু ওপেন করতে Windows key + X বাটন চাপুন।
টাস্কবারে রানিং অ্যাপ গুলোকে সুইচ করতে Windows key + T বাটনে চাপুন।
টাস্ক ভিউ ওপেন করতে Windows key + Tab বাটনে চাপুন।
উইন্ডোজের ডিফল্ট সেটিং ওপেন করতে Windows key + I বাটনে চাপুন।
সার্চ বার ওপেন করতে Windows key + S বাটনে চাপুন।
কোন পিকচার বা পেজ জুম ইন করতে Windows key + + বাটনে চাপুন।
কোন পিকচার বা পেজ জুম আউট করতে Windows key + – বাটনে চাপুন।
বর্তমান যে প্রোগ্রাম রানিং আছে তা বন্ধ করতে Alt + F4 বাটনে চাপুন।
একবার একাধিক সিলেক্ট করা ফাইলের নাম পরিবর্তন করতে F2 বাটন চাপুন।
Windows প্রোগ্রাম বা ট্যাব রিফ্রেশ করতে F5 বাটনে চাপুন।
ব্রাউজারের ট্যাব ফুল স্ক্রিন করতে F11 বাটনে চাপুন।
সিলেক্ট করা একাধিক ফাইল মুছে ফেলার জন্য Shift + Delete বাটনে চাপুন।
ডায়লগ বক্সকে সামনের দিকে নিয়ে যেতে (Tab) বাটন চাপুন।
ডায়লগ বক্স কে পেছনের দিকে নিয়ে যেতে (Shift + Tab) বাটনে চাপুন।
কোন ব্রাউজারের হোম মেনুতে ফিরে আসতে Home বাটনটি চাপুন।
কোন ওয়েব পেজে শেষের দিকে যেতে চাইলে End বাটনটি চাপুন।
কোন পেজের উপরের দিকে স্ক্রোল করতে হলে Page Up বাটনে ক্লিক করুন।
কোন পেজের নিচের দিকে স্ক্রোল করতে হলে Page Down বাটনে ক্লিক করুন।
কোন ডকুমেন্ট এর শুরুর দিকে যেতে চাইলে Ctrl + Home বাটনে ক্লিক করুন।
কোনো ডকুমেন্টের শেষের দিকে যেতে চাইলে Ctrl + End বাটনটিতে ক্লিক করুন।
মাউসের অ্যারোকে বাম দিকে নিয়ে চাইলে Ctrl + Left Arrow বাটনে ক্লিক করুন।
মাউসের অ্যারোকে ডান দিকে নিতে চাইলে Ctrl + Right Arrow বাটনে ক্লিক করুন।
ব্রাউজারের একটি পেজ পেছনে যেতে চাইলে Alt + Left Arrow বাটনে ক্লিক করুন।
ব্রাউজারের একটি পেজ সামনে নিয়ে যেতে চাইলে Alt + Right Arrow বাটনে ক্লিক করুন।
ডুয়াল মনিটর ব্যবহার করে থাকলে একটি মনিটর থেকে অন্য মনিটরে বর্তমান উইন্ডোকে নিয়ে যেতে চাইলে Windows key + Shift + Left/Right Arrow বাটনে ক্লিক করুন।
টাস্ক ম্যানেজার ডাইরেক্টলি ওপেন করতে Ctrl + Shift + Esc বাটনে ক্লিক করুন।
ডেট এবং সময় দেখতে হলে Windows key + Alt + D বাটনে ক্লিক করুন।
নির্দিষ্ট স্থানে স্ক্রিনশট তোলার জন্য Windows key + Shift + S বাটনে ক্লিক করুন।
স্ক্রিনশট তোলার জন্য Windows Key + Print Screen বাটনে ক্লিক করুন।
ম্যাগনিফাইং টুলের সাহায্যে জুম ইন বা আউট করতে হলে Windows key + + / Windows key – – ক্লিক করুন।
ম্যাগনিফাইং টুল বন্ধ করতে Windows key + Esc বাটনে ক্লিক করুন।
পিসি বা ল্যাপটপের ডিফল্ট কিবোর্ড এর ভাষা চেঞ্জ করতে Windows key + Spacebar বাটনে ক্লিক করুন।
নতুন ভার্চুয়াল ডেস্কটপ ক্রিয়েট করতে Windows key + Ctrl + D বাটনে ক্লিক করুন।
ভার্চুয়াল ডেস্কটপ সুইচ করতে Windows key + Ctrl + Left/Right Arrow বাটনে ক্লিক করুন।
বর্তমান ভার্চুয়াল ডেস্কটপ ক্লোজ করতে Windows key + Ctrl + F4 বাটনে ক্লিক করুন।
আপনি যে গেমটি খেলছেন তার শেষাংশ রেকর্ড করতে Windows key + Alt + G বাটনে ক্লিক করুন।
কোন গেম প্লে করার সময় উক্ত গেমটির FPS, RAM, GPU কতটুকু ব্যবহার হচ্ছে তা দেখার জন্য Windows + G বাটনে ক্লিক করুন।
কোন টাস্কবারের ডান দিক থেকে নিচের দিকে সিস্টেম ট্রে ওপেন করতে Windows key + B বাটনে ক্লিক করুন।
উইন্ডোজের সেটিং সার্চ করতে চাইলে Windows key + W বাটনে ক্লিক করুন।
ফাইল এক্সপ্লোরার ওপেন করতে Windows key + E বাটনে ক্লিক করুন।
ডায়ালগ বক্স ওপেন করতে Windows key + R বাটনে ক্লিক করুন।
ল্যাপটপ বা পিসির কমান্ড বার এর UWP ওপেন করতে Windows key + Z বাটনে ক্লিক করুন।
পিসি বা ল্যাপটপে সেটিং অ্যাপ ওপেন করতে Windows key + I বাটনে ক্লিক করুন।
পিসি বা ল্যাপটপের ওরিয়েন্টেশন লক করতে Windows key + O বাটনে ক্লিক করুন।
পিসি বা ল্যাপটপের স্ক্রিন ডুপ্লিকেট করতে Windows key + P বাটনে ক্লিক করুন।
বন্ধ করা ট্যাব পুনরায় ওপেন করতে Ctrl + Shift + T বাটনে ক্লিক করুন।
ব্রাউজারের Incognito মুড ওপেন করতে  Ctrl + Shift + N বাটনে ক্লিক করুন।

Top popular foods in the world

এই ছিল উইন্ডোজ এর শর্টকাট key এর লিস্ট। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে।

আরো বিস্তারিত তথ্য ও সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

Our official Facebook page

EDUINFOBD OFFICIAL

Related Articles