Result'sSSC

যশোর বোর্ডের এসএসসি ফলাফল-Jessore SSC result

প্রিয় শিক্ষার্থী বৃন্দ কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আর কিছু দিন পর এসএসসি ২০২৩ এর ফলাফল প্রকাশিত হতে চলেছে। এসএসসি পরীক্ষা ২০২৩ সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে ১ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ বছর সর্বমোট ২০ লক্ষ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

যশোর বোর্ডের ফলাফল দেখুন এখানে

প্রিয় শিক্ষার্থী বৃন্দ কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আর কিছু দিন পর এসএসসি ২০২৩ এর ফলাফল প্রকাশিত হতে চলেছে। এসএসসি পরীক্ষা ২০২৩ সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে ১ অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ বছর সর্বমোট ২০ লক্ষ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এই বছর সারা দেশে ২৯ হাজার ৫৯১ টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ৩ হাজার ৭৯০ টি কেন্দ্রে এসএসসি ২০২৩ পরীক্ষা অনুষ্ঠিত হয়। যশোর বোর্ডের এসএসসি ফলাফল

এসএসসি পরীক্ষা ২০২৩ প্রকাশের তারিখ

এসএসসি পরীক্ষা ২০২৩ এর ফলাফল কবে দিবে সেটা সঠিক ভাবে বলা সম্ভব নয়। তবে এসএসসি পরীক্ষার ফলাফল পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যে প্রকাশিত হয়। এই বছর যেহুতু এসএসসি ২০২৩ এর পরীক্ষা নভেম্বরের ১ তারিখে শেষ হয়েছে সুতরাং এসএসসি পরীক্ষার ফলাফল নভেম্বর এর শেষ সপ্তাহে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই এসএসসি ফলাফল প্রকাশের ৭-১৪ দিন পূর্বে বাংলাদেশ শিক্ষা বোর্ড ফলাফলের তারিখ জানিয়ে দিবে।

Get result now

এক নজরে এসএসসি ২০২৩ এর বিস্তারিত তথ্য

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গত ২৫ শে অক্টোবর সংবাদ মাধ্যমকে বলেন, “এসএসসি এরপত্র মূল্যায়নের কাজ চলছে এবং নভেম্বরের মাঝামাঝিতে তা শেষ হয়ে যাবে।” আশা করা যায় এসএসসি ২০২৩ এর ফলাফল ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৩ এর মধ্যে প্রকাশিত হতে পারে। ঢাকা বোর্ডের এসএসসি রেজাল্ট ২০২৩ মার্কশিট সহ ১৫ অক্টোবর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়েছে। ইতোমধ্যে অনেক পরীক্ষক তাদের উত্তরপত্র মূল্যায়ন করে শিক্ষা বোর্ডে পাঠাতে শুরু করেছে এবং কোথাও কোথাও উত্তরপত্র মূল্যায়ন অনেকটা শেষ পর্যায়ে রয়েছে। তাই আশা করা যায় এসএসসি ২০২৩ এর ফলাফল খুব শীঘ্রই প্রকাশিত হবে।

যশোর বোর্ডের এসএসসি ২০২৩ এর বিস্তারিত

পরীক্ষার নাম এসএসসি পরীক্ষা (মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা)
অনুষ্ঠিত পরীক্ষার সাল ২০২৩
পরীক্ষার শুরুর তারিখ ১৫/৯/২০২৩
পরীক্ষার শেষ তারিখ ১/১০/২০২৩
যশোর শিক্ষা বোর্ডের ফলাফল দেখার ওয়েবসাইট http://www.jessoreboard.gov.bd
এসএসসি ফলাফল দেখার ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd
মোট পরীক্ষার্থীর সংখ্যা ২০ লক্ষ ২১ হাজার ৮৬৮ জন
যশোর বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৭০ হাজার ৩৭৭ জন।

 ২০২৩ সালে YOUTUBE থেকে টাকা আয় করার নিয়ম জেনে নিন

এসএসসি এর বোর্ড সমূহ এবং লিঙ্ক সমূহ

Names and links of all education boards of SSC Education Boards Links
1. Bangladesh Technical Education Board http://www.bteb.gov.bd
2. Bangladesh Madrasa Education Board http://www.bmeb.gov.bd
3 .Dhaka Secondary and Higher Secondary Education Board http://dhakaeducationboard.gov.bd
4. Rajshahi Secondary and Higher Secondary Education Board http://www.rajshahieducationboard.gov.bd
5. Chittagong Secondary and Higher Secondary Education Board http://www.bise-ctg.gov.bd
6. Comilla Secondary and Higher Secondary Education Board http://www.comillaboard.gov.bd
7. Jessore Secondary and Higher Secondary Education Board http://www.jessoreboard.gov.bd
8. Sylhet Secondary and Higher Secondary Education Board http://sylhetboard.gov.bd
9. Barisal Secondary and Higher Secondary Education Board http://www.barisalboard.gov.bd
10. Mymensingh Secondary and Higher Secondary Education Board https://www.mymensingheducationboard
11. Dinajpur Secondary and Higher Secondary Education Board http://www.dinajpureducationboard.gov.bd

এসএসসি পরীক্ষা ২০২৩ এর গ্রেডিং সিস্টেম

মার্কস গ্রেড পয়েন্ট লেটার গ্রেড
০ থেকে ৩২ ০.০০ F
৩৩ থেকে ৩৯ ১.০ D
৪০ থেকে ৪৯ ২.০ C
৫০ থেকে ৫৯ ৩.০ B
৬০ থেকে ৬৯ ৩.৫০ A-
৭০ থেকে ৭৯ ৪.০ A
৮০ থেকে ১০০ ৫.০ A+

যশোর বোর্ডের এসএসসি ফলাফল দেখার নিয়ম

যশোর বোর্ডের এসএসসি ফলাফল ২০২৩ ৩ ভাবে দেখা যাবে

১. বাংলাদেশ এডুকেশন বোর্ডের অফিসিয়াল ওয়েব সাইট থেকে।
২. যশোর বোর্ডের অফিসিয়াল ওয়েব সাইট থেকে।
৩. এসএমএস এর মাধ্যমে।

এসএসসি ফলাফল ২০২৩ যশোর বোর্ড

যশোর বোর্ডের ওয়েবসাইটে এসএসসি ফলাফল দেখার নিয়ম

১. প্রথমে আপনাকে যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে (উদাহরণস্বরূপ ক্রোম, ফায়ারফক্স)
২. এরপর আপনাকে টাইপ করতে হবে http://www.educationboardresults.gov.bd অথবা এখানে ক্লিক করুন
৩. এরপর কারিগরি বোর্ডের ফলাফল দেখার জন্য পরীক্ষার নাম  Individual result  নির্বাচন করতে হবে।
৪. এরপর এসএসসি পরীক্ষার সাল ২০২৩ নির্বাচন করতে হবে।
৫. এরপর আপনাকে যশোর বোর্ড নির্বাচন করতে হবে।
৬. এরপর আপনাকে আপনার এসএসসি রোল নাম্বারটি টাইপ করতে হবে।
৭. এরপর আপনাকে আপনার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করতে হবে।
৮. সবশেষে ক্যাপচা পূরণ করতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
৯. পেজটি লোড নিলে আপনি আপনার ফলাফলটি দেখতে পাবেন।

ssc-jessore-imgbb

Get result now

যশোর বোর্ডের এসএসসি ফলাফল এসএমএস এ দেখার নিয়ম

১. প্রথমে আপনার সিমে অবশ্যই ২.৫০ বা তার বেশি টাকা রাখুন।
২. এরপর আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SSC
৩. এরপর স্পেস দিয়ে আপনার বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর (JES)
৪. এরপর আবার স্পেস দিয়ে আপনার SSC রোল নাম্বার দিন।
৫. এবার স্পেস দিয়ে অনুষ্ঠিত পরীক্ষার সাল (২০২৩) টাইপ করুন।
৬. সবশেষে এসএমএস টি ১৬২২২ নাম্বারে সেন্ড করুন।
৭. কিছু সময় পর আপনাকে এসএমএস এর মাধ্যমে আপনার ফলাফল জানিয়ে দেয়া হবে।

উদাহরণ: SSC <স্পেস> JES<স্পেস> ১২৩৪৫৬ আর পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

 

আরো বিস্তারিত তথ্য ও সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

EDUINFOBD OFFICIAL

Related Articles