Uncategorized

অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশিত -২০২১ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল (মার্কশিট সহ)

২০২১ সালের অনার্স চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে । আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনার্স চতুর্থ বর্ষের ফলাফল মার্কশিট সহ ডাউনলোড করে নিতে পারবেন। রেজাল্টের জন্য আপনাকে নিচের অংশটি ভালোভাবে দেখতে হবে।

 

অনার্স চতুর্থ বর্ষ বা ফাইনাল ইয়ারে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি বৃহৎ অংকের শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে । এবার ২০২১ সালে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা ১৪ ই মার্চ থেকে ১৮ মার্চ এর মধ্যে নেওয়া হয়। বাংলাদেশের প্রায় ৬৭৬ টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। যে ৬৭৬ কলেজের শিক্ষার্থীরা অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা দেয় সে সকল কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে।

অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার বিষয় সমূহ

 

অনার্স চতুর্থ বর্ষ ৩০ টি বিষয় এর পরীক্ষা হয়। আমাদের সাইট থেকে তিনটি বিষয়ের প্রত্যেকটি রেজাল্ট মার্কশিট সহ দেখতে পারবেন।

 

  • বাংলা
  • ইংরেজি
  • এরাবিক
  • সংস্কৃত
  • ইতিহাস
  • ইসলামিক ইতিহাস ও ঐতিহ্য
  • ফিলোসোফি
  • ইসলামিক শিক্ষা
  • লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইন্স
  • পলিটিকাল সায়েন্স
  • সোশিয়লজি
  • সোশ্যাল ওয়ার্ক
  • ইকোনমিক্স
  • এনথ্রপলজি
  • মার্কেটিং
  • ফিনান্স ও ব্যাংকিং
  • একাউন্টিং সাইন্স
  • ম্যানেজমেন্ট
  • পদার্থবিজ্ঞান
  • রসায়ন
  • বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি
  • সয়েল সাইন্স
  • উদ্ভিদবিজ্ঞান
  • প্রাণিবিজ্ঞান
  • ভূগোল ও পরিবেশ
  • ডোমেস্টিক ইকোনমি
  • স্ট্যাটিসটিকস
  • ম্যাথামেটিক্স
  • পরিবেশ বিজ্ঞান

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ ফলাফল ২০২১

 

ফলাফল প্রকাশের তারিখ: ২০ জুলাই ২০২১

সেশন: ২০১৯

পরিক্ষার বছর:২০২১

অংশগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা:২ লাখ ১৪ হাজার ৮৪৪ জন

অংশগ্রহণকারী কলেজের সংখ্যা:৬৭৬ টি

উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা:

পাশের হার: ৭২ শতাংশ

 

৯০ দিনের মধ্যে প্রকাশ করার কথা তবে কোভিড ১৯ মহামারীর কারণে এ বছর ফলাফল প্রকাশে কিছুটা দেরি হয়েছে। এবছর ২০১৯ সেশনের শিক্ষার্থীদের ফলাফল দেওয়া হবে।

 

Honours 4th year exam result 2021 Published(With Marksheet)-NU 4th Year Result Published

কিভাবে অনার্স চতুর্থ বর্ষের ফলাফল পাওয়া যাবে

 

অনার্স চতুর্থ বছরে ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রকাশিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশিত হবে। শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা এসএমএস এর মাধ্যমে ফলাফল দ্রুততার সাথে পেতে পারেন। প্রত্যেকবারই ফলাফল প্রকাশের সময় জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে সার্ভার জ্যাম বা সার্ভারের সমস্যা দেখা দেয়। যদি সার্ভার জ্যাম বা সার্ভারের সমস্যা হয়ে থাকে তাহলে দ্রুততার সাথে ফলাফল পাওয়ার জন্য এসএমএস প্রক্রিয়াটি সবচেয়ে কার্যকর।

ওয়েবসাইট এর মাধ্যমে

 

  • ওয়েবসাইটে অনার্স ফাইনাল ইয়ার রেজাল্ট পেতে http://www.nu.ac.bd/result ভিজিট করুন

 

  • সেখান থেকে প্রথমে অনার্স এবং তারপরে চতুর্থ বর্ষ সিলেক্ট করুন

 

  • একটি বক্স আসবে সেখানে আপনার রোল নাম্বার/রেজিস্ট্রেশন নাম্বার, পরীক্ষার বছর এবং ক্যাপচা ছবির নম্বরটি সঠিকভাবে দিন

 

  • সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করুন

 

  • সার্চ রেজাল্টে ক্লিক করলে আপনার ফলাফল টি পেয়ে যাবেন।

 

 

 

এসএমএস প্রক্রিয়া

 

 

মেসেজ অপশনে গিয়ে “” NU [space] H4 [space] Roll Number “” এমন লিখে 16222 নম্বরে মেসেজ সেন্ড করতে হবে।

এসএমএস এর উদাহরণ: NU H4 3456788

 

*যে কোন অপারেটরের সিম থেকে এসএমএস প্রদান করা যাবে এবং রেজাল্ট পাওয়া যাবে

 

Related Articles