HSCRoutine

এইচএসসি/সমমান পরীক্ষা সংশোধিত রুটিন (নতুন)

এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৩ এর নতুন/সংশোধিত রুটিন গত ১২/১০/২০২৩ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড কর্তৃক প্রকাশ করা হয়েছে

এইচএসসি/সমমান পরীক্ষা সংশোধিত রুটিন

এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৩ এর নতুন/সংশোধিত রুটিন গত ১২/১০/২০২৩ ইং তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড কর্তৃক প্রকাশ করা হয়েছে। এবার এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৩ সম্পূর্ন বাংলাদেশে আগামী ৬/১১/২০২৩ ইং তারিখে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৩ আগামী ১৩/১২/২০২৩ ইং তারিখে শেষ হবে। উক্ত পরীক্ষা শেষে আগামী ১৫/১২/২০২৩ ইং তারিখ হতে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। এইচএসসি/সমমান পরীক্ষার সংশোধিত রুটিন ২০২৩

এক নজরে এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৩

পরীক্ষার নাম উচ্চ মাধ্যমিক/ এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৩
বোর্ডের নাম সমূহ ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, খুলনা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্রগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড
পরীক্ষা শুরুর তারিখ ৬/১১/২০২৩
পরীক্ষার শেষ তারিখ ১৩/১২/২০২৩
ব্যবহারিক পরীক্ষা শুরুর তারিখ ১৫/১২/২০২৩

এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৩ সংশোধিত সূচি অনুযায়ী সকল পরীক্ষা আগের মত রাখা হলেও সংস্কৃতি প্রথম পত্র ৬/১২/২০২৩ ও দ্বিতীয় পত্র ৮/১২/২০২৩ ইং তারিখে নির্ধারণ করা হয়েছে। এছাড়া একই দিনের শিক্ষার্থীদের সকাল ও বিকালের পরীক্ষার সময়ের পরিবর্তন করা হয়েছে।

ইউটিউব থেকে টাকা আয় করা যায় কিভাবে

পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার সংবাদ মাধ্যমকে জানান, “সংস্কৃতি বিষয়ের পরীক্ষার সময়ের পরিবর্তন করা হয়েছে”। তিনি আরো বলেন, “এ বিষয়ে অল্প কিছু শিক্ষার্থী হলেও আগের রুটিনে একই দিনে সকালে ও বিকালে দুটি পরীক্ষা সময় দেওয়া হয়েছিল”। সকাল ও বিকেলে একই সাথে পরীক্ষা দেয়ার জন্য শিক্ষার্থীদের ওপরে বাড়তি চাপ তৈরি হবে। এমনটি বিবেচনা করে সংস্কৃতি বিষয়ের পরীক্ষার সময়ের পরিবর্তন করা হয়েছে। এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৩ এর সকল পরীক্ষা দুই ঘন্টা করে হবে। বহুনির্বাচনি বা এম সি কিউ ২০ মিনিট এবং সৃজনশীল বা লিখিত পরীক্ষা ১ ঘন্টা ৪০ মিনিট করে নেয়া হবে।

এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৩ এর নতুন রুটিন

HSC-1

HSC-2

HSC-3

এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৩ PDF ডাউনলোড

ঢাকা বোর্ড PDF ডাউনলোড
রাজশাহী বোর্ড PDF ডাউনলোড
যশোর বোর্ড PDF ডাউনলোড
বরিশাল বোর্ড PDF ডাউনলোড
সিলেট বোর্ড PDF ডাউনলোড
দিনাজপুর বোর্ড PDF ডাউনলোড
চট্টগ্রাম বোর্ড PDF ডাউনলোড
ময়মনসিংহ বোর্ড PDF ডাউনলোড
কুমিল্লা বোর্ড PDF ডাউনলোড
খুলনা বোর্ড PDF ডাউনলোড

এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৩ গ্রেডিং সিস্টেম

মার্কস গ্রেড পয়েন্ট লেটার গ্রেড
০ থেকে ৩২ ০.০০ F
৩৩ থেকে ৩৯ ১.০ D
৪০ থেকে ৪৯ ২.০ C
৫০ থেকে ৫৯ ৩.০ B
৬০ থেকে ৬৯ ৩.৫০ A-
৭০ থেকে ৭৯ ৪.০ A
৮০ থেকে ১০০ ৫.০ A+

জাতীয় পরিচয়পত্র ভুল সংশোধন ২০২৩ NID correction online 2022

এইচএসসি/সমমান পরীক্ষা ২০২৩ সংক্রান্ত মানবন্ঠন ও নির্দেশনাবলি

১. সকল পরীক্ষা দুই ঘন্টা অনুষ্ঠিত হবে।
২. বহুনির্বাচনি বা এমসিকিউ প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীল বা লিখিত পরীক্ষার জন্য ১ ঘন্টা ৪০ মিনিট সময় দেয়া হবে।
৩. পরীক্ষার মাঝে কোন ধরনের বিরতি থাকবে না।
৪. প্রথমে বহুনির্বাচনী প্রশ্ন এবং এরপরে সৃজনশীল বা রচনামূলক প্রশ্নের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫. প্রতিটি বিষয়ের লিখিত পরীক্ষার সময় নির্ধারণ ১ ঘন্টা ৩০ মিনিট করা হয়েছে।
৬. পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে।
৭.এমসিকিউ ও সৃজনশীল পরীক্ষার মাঝখানে কোন প্রকারের বিরতি থাকবেনা।

HSC ২০২৩ এর সকল পরীক্ষার্থীদের তাদের পরীক্ষার জন্য আমাদের EDUINFOBD পরিবারের পক্ষ থেকে শুভ কামনা রইলো।

নতুন সব আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর আমাদের ওয়েব সাইটটি বুকমার্ক করে রাখুন।

আরো বিস্তারিত তথ্য ও সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

Our official Facebook page

EDUINFOBD OFFICIAL

Related Articles