হজ প্যাকেজ এবং তথ্য ২০২৩
কিছুদিন পূর্বে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পৃথক হজ প্যাকেজ ২০২৩ ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
হজ প্যাকেজ এবং তথ্য ২০২৩
কিছুদিন পূর্বে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পৃথক হজ প্যাকেজ ২০২৩ ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বছর মিনার তাবুর ফি ক্যাটাগরির মূল্য অনুসরণ করে সরকারি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। বেসরকারি সংস্থা গুলোও মিনার তাবুর অবস্থান সংক্রান্ত ক্যাটাগরির ভিত্তিতে সরকারি প্যাকেজের সাথে সামঞ্জস্য রেখে হজ প্যাকেজ ঘোষণা করেছে। হজ প্যাকেজ এবং তথ্য ২০২৩
বেসরকারি ব্যবস্থাপনায় হজ পাকেজ ২০২৩
এই বছর (২০২৩ সাল) বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সর্বনিম্ন প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এর আগে বছর (২০২২ সাল) উক্ত প্যাকেজের মূল্য ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা ছিল। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে খরচ দেড় লাখ টাকা বৃদ্ধি পেয়েছে। গত ৯ জানুয়ারি ২০২৩-এ সৌদি সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে উক্ত হজ চুক্তি সই হয়েছে। উক্ত চুক্তি অনুসারে এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। এই বছর (২০২৩) সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন হজ যাত্রী হজ পালন করতে পারেন। আর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।
Bdix কী – What is BDIX [আপডেট]
হজ ২০২৩ সংক্রান্ত নোটিশ
গত ২ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে বাংলাদেশের রাজধানী ঢাকার ভিক্টোরি হোটেলে বেসরকারি ব্যবস্থাপনায় হজ ২০২৩ ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম উপরের তথ্য গুলো জানিয়েছেন।
হজের তারিখ, প্যাকেজ ফি ও ব্যবস্থাপনা খরচ সংখ্যান্ত নোটিশ ২০২৩
হজের তারিখ, হজ প্যাকেজ ফি ও হজ ব্যবস্থাপনা সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, চাঁদ দেখার উপর ভিত্তি করে আগামী ২৭ জুন ২০২৩ তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ যাত্রী হজ পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৬৮ জন হজ পালন করতে পারবেন।
বেসরকারী ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ২০২৩
এই বছর বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য মাত্র ১টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যার মূল্য ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিটি এজেন্সি হজযাত্রীদের চাহিদা ও সুবিধা অনুযায়ী ভিন্ন ভিন্ন প্যাকেজ করতে পারবেন।
সরকারী ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ২০২৩
১ ফেব্রুয়ারি ২০২৩ রোজ বুধবার সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে সরকার হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করেছে। সচিবালয়ে হজ প্যাকেজ-২০২৩ বিষয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই বছর হাব সরকারি ব্যবস্থাপনার চেয়ে ১০ হাজার ৪০৩ টাকা কম ঘোষণা করেছেন।
Ways to stay physically healthy
হজ ২০২৩ সম্পর্কে হাব সভাপতির বক্তব্য
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, এবার বিমানের ভাড়া বৃদ্ধি ও বিমানের কনভারশন রেট এর মূল্য কমাতে না পারায় এই বছর হজের প্যাকেজ প্রায় দেড় লাখ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। তিনি আরো বলেন যে, বর্তমানে যেসব হজযাত্রী ৩০ হাজার টাকা দিয়ে প্রাথমিক নিবন্ধন করছেন। তারা ভেবেছেন যে তারা ৪ লাখ থেকে সাড়ে ৪ লাখ টাকায় হজে যেতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় হলো, তাদেরকে এর চেয়ে অনেক বেশি টাকা দিয়ে হজে যেতে হচ্ছে। তিনি বিমান ভাড়া যৌক্তিক করার দাবি জানিয়েছেন।
২০২৩ সালে সবাই হজে যেত পারবেন উল্লেখ্য করে হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, এ বছর ৬৫ বা এর বেশি বয়সের ব্যাক্তিরা হজে যেতে পারবেন। সব কিছু ঠিক থাকলে আগামী ২১ মে ২০২৩ থেকে হজ যাত্রীরা পবিত্র হজের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করতে পারবেন। বেসরকারি হজযাত্রীদের নিবন্ধন আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
হজ ২০২৩ সংক্রান্ত এম শাহাদাত হোসাইন তসলিম এর লিখিত বক্তব্য
তিনি (এম শাহাদাত হোসাইন তসলিম) লিখিত বক্তব্যে জানান, ঘোষিত প্যাকেজের হজযাত্রীদের পবিত্র হারাম শরিফের বাইরের চত্বরের সীমানার সর্বোচ্চ এক হাজার ৫০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সরকারি ব্যবস্থায় ২ হাজার কিলোমিটার দূরত্বে আবাসনের ব্যাবস্থা করা হবে বলে তিনি জানান। হাজিদের উদ্দেশ্যে শাহাদাত হোসাইন তসলিম আরো বলেন, হজযাত্রীদের হজ প্যাকেজের পুরো অর্থ শুধু সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক অ্যাকাউন্ট বা সরাসরি এজেন্সিতে জমা দিয়ে মানি রিসিট সংরক্ষণ করতে পারবেন। কোনোক্রমেই মধ্যস্বত্বভোগীদের কাছে কোনো প্রকার লেনদেন করা যাবে না। হজযাত্রীদের হজ প্যাকেজের পুরো অর্থ আগামী ১৫ মার্চ ২০২৩ তারিখের মধ্যে অবশ্যই নিজ নিজ এজেন্সির ব্যাংক হিসাবে জমা করে বা এজেন্সির অফিসে জমা দিয়ে মানি রিসিট গ্রহণ করতে হবে।
5 Ways to Stay Healthy
হজ ২০২৩ এর পাসপোর্ট সংক্রান্ত নোটিশ
হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী ২৭ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত থাকতে হবে। তিনি আরো বলেন, পাসপোর্ট করার জন্য আবেদন করার সময় হজযাত্রীকে প্রাক-নিবন্ধনে ব্যবহৃত জাতীয় পরিচয়পত্র নম্বর বা জন্ম নিবন্ধনের নম্বর হুবহু লিপিবদ্ধ করতে হবে। সৌদি ভিসা লজমেন্টে জটিলতা দূর করার জন্য হজ যাত্রীদের পূর্ণাঙ্গ নামে পাসপোর্ট করতে হবে। পাসপোর্টের কপি কোনো প্রকার স্ট্যাপলার পিন দ্বারা লাগানো যাবে না বা অন্য কোনোভাবে ছিদ্র করা যাবে না। এর সাথে প্রত্যেক হজযাত্রীর জন্য স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা প্রতিষেধক টিকার সনদ বাধ্যতামূলক সাথে রাখতে হবে। হজ যাত্রীদের ভোগান্তির শঙ্কা জানিয়ে তিনি বলেন যে, কোনো এয়ারলাইন্স এ বছর ডেডিকেটেড ফ্লাইট ছাড়া সিডিউল ফ্লাইটে কোনো হজযাত্রী বহন করতে পারবে না। প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার অতিরিক্ত কোনো ফি আরোপ করলে তা প্যাকেজের মূল্য হিসেবে গণ্য হবে। আর হজযাত্রীকে উক্ত মূল্য পরিশোধ করতে হবে।
সরকারিভাবে হজ প্যাকেজ ২০২৩
গত বুধবার (১ ফেব্রুয়ারি ২০২৩) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সরকারিভাবে একটি হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছিল। সভা শেষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান উক্ত হজ প্যাকেজ ২০২৩ ঘোষণা করেন। সরকারিভাবে গত বছর (২০২২) দুটি প্যাকেজ থাকলেও এবার মাত্র একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে l। উক্ত ঘোষণা অনুযায়ী, হজযাত্রায় প্রতি হজযাত্রীর ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা ব্যয় হবে। উল্লেখ্য যে, গত বছর (২০২২) সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ অনুসারে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ অনুসারে ৫ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ হয়েছিল।
হজ প্যাকেজ 2023 PDF ডাউনলোড
হজ প্যাকেজ ২০২৩ | পিডিএফ ডাউনলোড |
হজের খরচ সংখ্যান্ত নোটিশ ২০২৩ ডাউনলোড | পিডিএফ ডাউনলোড |
Hajj package 2023 – hajj cost pdf ডাউনলোড | পিডিএফ ডাউনলোড |
আরো বিস্তারিত তথ্য ও সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।