Information

বিশ্বের শীর্ষ ১০ টি ধনী রাষ্ট্র-10 Richest Countries list

আজকে আমরা আলোচনা করতে চলেছি বিশ্বের সব থেকে ১০টি ধনী রাষ্ট্র সম্পর্কে। এর সাথে আমরা উক্ত দেশ গুলোর জিডিপি সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরেছি।

বিশ্বের শীর্ষ ১০ টি ধনী রাষ্ট্র

আজকে আমরা আলোচনা করতে চলেছি বিশ্বের সব থেকে ১০টি ধনী রাষ্ট্র সম্পর্কে। এর সাথে আমরা উক্ত দেশ গুলোর জিডিপি সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরেছি। বিশ্বের শীর্ষ ১০ টি ধনী রাষ্ট্র

EID Mubarak Wishes, Message and Status 2023

যে সকল দেশ শীর্ষ ১০ এ অবস্থান করছে

১. লাক্সেমবার্গ,
২. সিঙ্গাপুর,
৩. আয়ারল্যান্ড,
৪. কাতার,
৫. সুইজারল্যান্ড,
৬. নরওয়ে,
৭. যুক্তরাষ্ট্র,
৮. ব্রুনেই দারুসসালাম,
৯. হংকং,
১০. ডেনমার্ক।

বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট সম্পর্কে বিস্তারিত তথ্য

Top-10-richest-countries-in-the-world-1-1

ধনী ও গরিব দেশ নির্ণয়ের পদ্ধতি

একটি দেশের মানুষ ধনী না গরীব, উক্ত অবস্থান বোঝার সবচেয়ে ভালো উপায় হলো তাদের ক্রয়ক্ষমতা ঠিক কত তার ওপর। উক্ত দেশের নাগরিক যে পরিমাণ অর্থ আয় করে, তা দিয়ে সে কী কী ক্রয় করতে পারে তার ওপর নির্ভর করে। তবে একটি দেশের কোনো পণ্যের দর অন্য দেশের সঙ্গে মিলতে নাও পারে। উক্ত কারণেই বিভিন্ন দেশের অর্থনীতিকে তুলনার জন্য পিপিপির ওপর ভিত্তি করে জিডিপির আকার হিসাব করা হয়ে থাকে। মূলত একটি দেশের জনগণের জীবনযাত্রার মানকে তুলনীয় করার জন্য নমিনাল জিডিপিকে ‘পিপিপি ডলারে জিডিপি’তে রূপান্তরিত করা হয়ে থাকে। যেমন মনে করুন, বাংলাদেশে ১০০ টাকা দিয়ে যে পরিমাণ পণ্য বা সেবা ক্রয় করা যায়, তা যুক্তরাষ্ট্রে ক্রয় করতে ২ ডলার এর মতো খরচ হয়। এ হিসাবে মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য হয় ৫০ টাকা। অর্থাৎ পিপিপিতে ১ ডলার এর সমান বাংলাদেশে ৫০ টাকা। এ হিসাবে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোন কোনটি? চলতি বছরে (২০২৩) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এপ্রিলের তথ্য নিয়ে গ্লোবাল ফিন্যান্স ম্যাগাজিন সবচেয়ে ধনী ১০টি দেশের যে তালিকা তৈরি করেছে, তাতে শীর্ষে অবস্থান করছে লুক্সেমবার্গ। বিশ্বের শীর্ষ ১০ টি ধনী রাষ্ট্র

বিল গেটসের জীবনী

বিশ্বের ১০ ধনী দেশের সম্পর্কে বিস্তারিত তথ্য

Top-10-richest-countries-in-the-world-2

নাম্বার ১ তথ্য

লুক্সেমবার্গ

ধনী দেশ হিসেবে ২০২২ সালে দেশটির অবস্থান ছিল তৃতীয়। এবার দেশটি ১ নম্বরে অবস্থান করছে। পিপিপি জিডিপিতে মাথাপিছু আয়ও ২০২২ সালের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে লাক্সেমবার্গ এর আয় হলো প্রায় ১ লাখ ১৮ হাজার ডলার। ২০২২ সালে উক্ত দেশের আয় ছিল ১ লাখ ১২ হাজার ডলার এর মতো। লুক্সেমবার্গকে ইউরোপের ট্যাক্স হ্যাভেন বা করস্বর্গ হিসেবে ডাকা হয়। ২০১৫ সালে দেশটির মাথাপিছু আয় ছিলো ১ লাখ ডলার এর মতো। এরপর উক্ত দেশের আয় বৃদ্ধি পেতে থাকে। যদিও বৈশ্বিক আর্থিক সংকট এবং ইইউ ও ওইসিডি থেকে ব্যাংকিং গোপনীয়তা করার জন্য উক্ত দেশের আয় কিছুটা হ্রাস পেয়েছিল। তবে তা অর্থনীতিতে খুব একটা প্রভাব ফেলতে পারেনি। অবশ্য করোনার প্রাদুর্ভাবের কারণে তাদের অনেক ব্যবসা বাধ্য হয়ে বন্ধ হয়েছিল। অনেক মানুষ কাজ হারিয়ে ছিলেন। তবে এত কিছুর পরেও মানুষের আয় এর ওপর তেমন একটা প্রভাব পড়েছিল না।

Top-10-richest-countries-in-the-world-3-1

নাম্বার ২ তথ্য

সিঙ্গাপুর

২০২৩ সালে সিংগাপুর চতুর্থ অবস্থানে ছিল। ২০২৩ সালের  জানুয়ারী পর্যন্ত সিংগাপুর এর অবস্থান দ্বিতীয় ছিল। পিপিপি অনুসারে জিডিপিতে উক্ত দেশের মাথাপিছু আয় ৯৭ হাজার ৫৭ ডলার এর মতো। ২০২২ সালের চেয়ে ২০২৩ সালে এসে উক্ত দেশের আয় কিছুটা কমেছে। তবে অবস্থান বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালে পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় ছিল ১ লাখ ৫ হাজার ৭০০ ডলার এর মতো। সিংগাপুরকে এশিয়ার অন্যতম করের স্বর্গরাজ্য বা ট্যাক্স হ্যাভেনের দেশ বলা হয়। সিঙ্গাপুরে অর্থের উৎস নিয়ে প্রশ্ন করা হয় না। এর পাশাপাশি করও খুবই কম। দেশটি ১৯৬৫ সালে স্বাধীন হওয়ার সময় দেশটির কাছে তেমন কিছুই ছিল না। কিন্তু কঠোর পরিশ্রম, স্মার্ট নীতি ও সঠিক নেতৃত্বের গুণে সিঙ্গাপুর এখন অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিত। ঝাং ইয়ং ২ হাজার ৩০০ কোটি ডলার সম্পদ নিয়ে বর্তমানে সিঙ্গাপুরের সবচেয়ে শীর্ষ ধনী রেস্টুরেন্ট ব্যবসায়ী তিনি।

Top-10-richest-countries-in-the-world-4

নাম্বার ৩ তথ্য

আয়ারল্যান্ড

২০২৩ সালে এসে পিপিপি জিডিপিতে আয়ারল্যান্ডের মাথাপিছু আয় ৯৪ হাজার ৩৯২ ডলার এর মতো। ২০২২ সালে পিপিপিতে উক্ত দেশের মাথাপিছু জিডিপি ছিল ৮৭ হাজার ডলার এর মতো। কোভিড-১৯-এর আগে ব্রেক্সিট, বাণিজ্যযুদ্ধ, উদ্বাস্তুসহ নানা সমস্যায় যখন ইউরোপ ছিল জর্জরিত, তখনো আয়ারল্যান্ড সবকিছুর ঊর্ধ্বে ছিল। ২০১৯ সালে যখন ইউরোজোনের মাত্র ১. ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল তখন আয়ারল্যান্ডের ৫. ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। ২০২০ সালে উক্ত দেশের প্রবৃদ্ধি কিছুটা কমলেও ২০২৩ সালে এসে আবার অর্থনীতি ভালো প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

Top-10-richest-countries-in-the-world-5

নাম্বার ৪ তথ্য

কাতার

২০২২ সালে গ্লোবাল ফিন্যান্সের তালিকায় কাতার শীর্ষে ছিল। গত ২০ বছর ধরেই কাতার শীর্ষ ধনী দেশের অবস্থান ধরে রেখেছিল। তবে ২০২৩ সালে এসে দেশটির অবস্থান চতুর্থে চলে এসেছে। কাতারের অধিবাসী সংখ্যা মাত্র ২৮ লাখ। যার মাত্র ১২ শতাংশ স্থানীয়। কভিড এর পর তেলের দামের যে তীব্র পতন হয়েছিল, তার প্রভাব দেশটির অর্থনীতিতে পড়েছে। ২০২৩ সালে পিপিপি জিডিপিতে সিঙ্গাপুরের মাথাপিছু আয় ৯৩ হাজার ৫০৮ ডলার হয়েছে। ২০২৩ এর হিসাবে যা ছিল ১ লাখ ৩৮ হাজার ৯০০ ডলার এর মতো।

Top-10-richest-countries-in-the-world-6

নাম্বার ৫ তথ্য

সুইজারল্যান্ড

পিপিপি জিডিপিতে মাথাপিছু ৭২ হাজার ৮৭৪ কোটি ডলার আয় নিয়ে বিশ্বে পঞ্চম স্থানে সুইজারল্যান্ড। ২০২২ সালে পিপিপি ডলারে উক্ত দেশটির মাথাপিছু জিডিপি ছিল ৬৭ হাজার ৬০০ ডলার এর মতো। সুইজারল্যান্ড মানেই যে ঘড়ি, হোয়াইট চকলেট, সুইস ব্যাংক বা প্রাকৃতিক সৌন্দর্য নয়। পর্যটন এর পাশাপাশি, ভারী শিল্পের জন্যও উক্ত দেশটি বিখ্যাত। বিশ্বজুড়ে সুইজারল্যান্ডের আর্থিক সেবার সুখ্যাতি বা কুখ্যাতি দুটোই রয়েছে। কোটিপতির ঘনত্বের দিক থেকেও দেশটি অবস্থান সবার শীর্ষে। উক্ত দেশে প্রতি ১ লাখ পূর্ণবয়স্ক মানুষের মধ্যে ৯ হাজার ৪২৮ জনই কোটিপতিদের মধ্যে পড়ে। তবে কোভিডের প্রভাবে তাদের দেশে উৎপাদনে বড় আঘাত এসেছিল। ২০২০ সাল পর্যন্ত উৎপাদন ২. ৯ শতাংশ এর মত কমেছে।

বিল গেটসের জীবনী

Top-10-richest-countries-in-the-world-7

নাম্বার ৬ তথ্য

নরওয়ে

পিপিপিতে মাথাপিছু  ৬৫ হাজার ৮০০ ডলার আয় নিয়ে নরওয়ের অবস্থান ষষ্ঠতম। ১৯৬০ সালে নরওয়েতে তেল আবিষ্কার হয়েছিল। যত দিন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ছিল, তত দিন দেশটির সমৃদ্ধি কেবলই বৃদ্ধি পেয়ে গেছে। তবে ২০২০ সালে করনার প্রাদুর্ভাবের জন্য জ্বালানি তেলের দামের ব্যাপক দরপতন হয়। সেই সঙ্গে চলছিল মহামারির তাণ্ডব। সব মিলিয়ে ২০২১-২২ সালে নরওয়ের অর্থনীতি আড়াই শতাংশ সংকুচিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যা উক্ত দেশের সর্বোচ্চ দরপতন ছিল। ২০২২ সালে পিপিপিতে উক্ত দেশের মাথাপিছু আয় ৭৯ হাজার ৬০০ ডলার এর মত ছিল।

Top-10-richest-countries-in-the-world-8

নাম্বার ৭ তথ্য

যুক্তরাষ্ট্র

২০২০ সালে Covid-19 এর কারণে খুব কঠিন সময় অতিক্রম করলেও ধনী দেশের তালিকায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। পিপিপিতে মাথাপিছু আয় ৬৩ হাজার ৪১৬ ডলার নিয়ে বর্তমানে উক্ত দেশের অবস্থান সপ্তম। ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ এর প্রতিবেদন অনুসারে, মার্চ ২০২০ থেকে এপ্রিল ২০২১ এর মধ্যে আমেরিকার ৭১৯ বিলিয়নিয়ারের সমষ্টিগত সম্পদের পরিমাণ ১.৬২ ট্রিলিয়ন ডলার ছিল। আর ২০২৩ সালে এসে যুক্তরাষ্ট্রের আয় প্রায় ৫৫ শতাংশ এর মত বৃদ্ধি পেয়েছে।

Top-10-richest-countries-in-the-world-9

নাম্বার ৮ তথ্য

ব্রুনেই দারুসসালাম

পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় ৬২ হাজার ৩৭১ ডলার নিয়ে ব্রুনেই দারুসসালাম এর অবস্থান অষ্টম। ১ হাজার ৭৮৮টি কক্ষ, ২৫৭টি বাথরুম, ৫ হাজার অতিথির সংকুলান হবে এমন একটি হলরুম, পোলো খেলার জন্য ২০০ ঘোড়ার শীতাতপনিয়ন্ত্রিত আস্তাবল কি নেই এই দেশে। এটি হচ্ছে দেশটির সুলতান হাসসান-আল বলখিয়াহর থাকার প্রাসাদের ছোট এক বিবরণ। তেলসহ বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে ব্রুনেই নামক এই দেশটিতে। আবার আয়ের বৈষম্য ও পুষ্টিহীনতা প্রকটতা উক্ত দেশটিতে লক্ষ্য করা যায়। সাড়ে ৪ লাখ অধিবাসীর এ দেশে ৪০ শতাংশের বেশি মানুষের আয় বছরে ১ হাজার ডলারের কম। করোনা মহামারীতে উক্ত দেশটির ক্ষতি হলেও ২০২৩ সালে তার সেই ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে।

Top-10-richest-countries-in-the-world-10

নাম্বার ৯ তথ্য

হংকং

পিপিপি জিডিপিতে মাথাপিছু ৫৯ হাজার ৫২০ ডলার আয় নিয়ে বিশ্বের শীর্ষ ধনী দেশ হিসেবে নবম স্থানে হংকং অবস্থান করছে। হংকং সাবেক ব্রিটিশ উপনিবেশ। চীনের এ বিশেষ প্রশাসনিক অঞ্চলটি মূল ভূখণ্ড এবং এশিয়ার শীর্ষ আর্থিক কেন্দ্রের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। স্বল্প কর, উত্তরাধিকার শুল্ক বিহীন, আমদানি বা রপ্তানির ওপর কোনো শুল্ক না থাকা হংকংয়ের অর্থনীতির একটি অনন্য বৈশিষ্ট্য। হংকং একটি স্বাধীন দেশ নাকি চীনের একটি প্রদেশ তা নিয়ে মতভেদ রয়েছে। তবে যাই হোক ২০২৩ সালে পিপিপিতে হংকং এর অবস্থান নবম।

Top-10-richest-countries-in-the-world-11
 মুকেশ আম্বানির জীবনী

নাম্বার ১০ তথ্য

ডেনমার্ক

২০২৩ পিপিপি জিডিপিতে মাথাপিছু আয় ৫৮ হাজার ৯৩২ ডলার নিয়ে দশম স্থানে ডেনমার্কের অবস্থান। ২০২৩ সালে ডেনমার্ক এর আয় ছিল ৬২ হাজার ৩৭১ ডলার এর মতো। ডেনমার্কের সবচেয়ে বড় মজার বিষয় হলো, পৃথিবীর সবচেয়ে সুখী দেশের শীর্ষে ডেনমার্ক রয়েছে। আর ধনী দেশের তালিকায় ১০ম।

আরো বিস্তারিত তথ্য ও সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

Our official Facebook page

EDUINFOBD OFFICIAL

Related Articles