Bdix কী – What is BDIX [আপডেট]
বর্তমানে বাংলাদেশের অধিকাংশ জনগণ সিম কোম্পানি যেমন গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল, রবি, টেলিটক এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার না করে ব্রডব্যান্ডএর দিকে বেশি ঝুঁকে পড়েছে।
BDIX কী
বর্তমানে বাংলাদেশের অধিকাংশ জনগণ সিম কোম্পানি যেমন গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল, রবি, টেলিটক এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার না করে ব্রডব্যান্ডএর দিকে বেশি ঝুঁকে পড়েছে। যার প্রধান ও মূল কারণ হলো ব্রডব্যান্ড এর নির্দিষ্ট কোনো ডাটা লিমিট থাকে না। কিন্তু মোবাইল অপারেটর গুলোর নির্দিষ্ট ডাটা লিমিট থাকে। এরসাথে মোবাইল অপারেটরগুলো ডাটার দামও অনেক বেশি। Bdix কী
BDIX কী? এটি কি ভাবে কাজ করে? WiFi স্পীড বাড়ানোর উপায়
BDIX এর পূর্ণ নাম হলো Bangladesh Internet Exchange |
বাংলাদেশ BDIX এর সেবা চালু করা হয় ২০০৪ সালে। এবং সরকারিভাবে BDIX অনুমতি পায় ২০১৪ সালে।
Top 10 places in Bangladesh
BDIX কি ভাবে কাজ করে
বিডিআইএক্স সম্পর্কে বুঝতে হলে প্রথমে আমাদের ফাইল ট্রান্সফার প্রোটোকল বা (FTP) সার্ভার সম্পর্কে জানতে হবে। বাংলাদেশের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা সাধারণত তাদের গ্রাহকদের বেশি সেবা দেওয়ার জন্য FTP সার্ভার তৈরি করেন থাকেন। এফটিপি সার্ভার হচ্ছে এমন এক ধরনের সার্ভার যে, এটি শুধু মাত্র তারাই ব্যবহার করতে পারবে, যাদের কম্পিউটার বা মোবাইল আইএসপির FTP সার্ভারের সাথে সরাসরি সংযুক্ত রয়েছে। অর্থাৎ আইএসপি এর কম্পিউটার সার্ভারের সাথে সরাসরি যে কম্পিউটার গুলো বা যে মোবাইলগুলো কানেক্ট থাকবে, শুধু সেই সকল FTP বা Local Server Access করতে পারবে।
BDIX এফটিপি
এক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সর্বোচ্চ একটি বা দু’টি FTP Server যাকে লোকাল সার্ভারও বলা হয় তা তৈরি করে থাকেন। গ্রাহককে বেশি সুবিধা দিতে কয়েকটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার একত্রিত হয়ে তাদের লোকাল সার্ভার গুলোকে এমন ভাবে সেটআপ করে, যাতে অন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের গ্রাহকরা সার্ভারটি অ্যাক্সেস করতে পারে। এতে দেখা যায় এক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের গ্রাহক অন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর FTP Server অ্যাক্সেস করতে পারে। এই পদ্ধতিতে গ্রাহকরা এক এলাকা থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকার BDIX সার্ভারের সেবা গুলো খুব সহজে নিতে পারে।
Top 10 Motorcycle Brands in Bangladesh
FTP সার্ভারে বেশি স্পিড পাওয়ার কারণ
এফটিপি সার্ভারের স্পীড বেশি হবার কারণ গুলো হলো
১. লোকাল সার্ভার বা FTP সার্ভার সরাসরি গ্রাহকের ডিভাইসের সাথে অপটিক্যাল ফাইবার ক্যাবল দ্বারা যুক্ত থাকে। |
২. CAD5/CAD6 ক্যাবলের মাধ্যমে কানেক্টেড থাকে। যার জন্য FTP সার্ভারের গতি তুলনমূলকভাবে অনেক বেশি হয়। |
৩. এরসাথে ডাউনলোড স্পিডও অনেক বেশি হয়। |
NID Correction Online 2023
BDIX সার্ভারের বৈশিষ্ট্য
১. বিডিআইএক্স সার্ভার বলতে মূলত ftp-server কে বুঝানো হয়। |
২. FTP সার্ভারে ওয়েবসাইট তৈরি করা হয় এবং এই ওয়েবসাইটের কখনো কখনো ডোমেইন নেম থাকে। যার সাহায্যে উক্ত ওয়েব সাইটে অ্যাকসেস নেয়া যায়। |
৩. কখনো কখনো ডোমেইন নেম এর পরিবর্তে সরাসরি আইপি অ্যাড্রেস এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারে গ্রাহকরা। |
৪. এই সকল ওয়েব সাইটে বড় সাইজের ফাইল আপলোড করে থাকে। উদাহরণ স্বরূপ, 1GB, 2GB, 5GB, 10GB, 15GB ইত্যাদি। গ্রাহকরা সহজেই উচ্চ গতিতে এই সকল ফাইল গুলো ডাউনলোড করে তাদের নিজের কম্পিউটারে বা ডিভাইসে নিতে পারেন। |
Top 10 College In Bangladesh
FTP সার্ভারে যে সকল ফাইল পাওয়া যায়
১. এই সকল লোকাল সার্ভারের ওয়েবসাইটে Live Tv, HD মুভি, HD Song , HD ড্রামা, বিভিন্ন প্রকার Software, Windos File পাওয়া যায়। |
২. এর পাশাপাশি কিছু কিছু FTP সার্ভারে অ্যান্ড্রয়েড, জাভা, আইফোন ইউজারদের জন্য বিভিন্ন ক্যাটাগরির গেমস, অ্যাপ পাওয়া যায়। |
FTP চেক করার নিয়ম
আপনার ISP কোন FTP সার্ভার গুলো প্রদান করে থাকে তা আপনি খুব সহজে দেখতে পারবেন। এরজন্য নিচের স্টেপ গুলো আপনাকে অনুসরণ করতে হবে। Bdix কী
১. সর্বপ্রথমে আপনার Wifi কানেক্ট করে নিন। |
২. আপনার পছন্দের যে কোন একটি ব্রাউজার ওপেন করুন। যেমন, Google crome, Firefox, 1DM+ |
৩. সার্চ বক্সে সার্চ করুন BDIX Tester |
৪. এরপর সার্চ রেজাল্টে প্রথমে দেখবেন gamitisa.com ওয়েবসাইটটি দেখা যাচ্ছে। |
৫. উক্ত ওয়েবসাইটটিতে ক্লিক করুন। |
৬. ওয়েব সাইট লোড সম্পন্ন হলে Search BDIX tester অপশনে ক্লিক করুন। |
৭. এরপর Run The Test বাটনে ক্লিক করুন। |
৮. ক্লিক করার সাথে সাথেই Searching শুরু হবে। |
৯. এরপর একটু অপেক্ষা করুন। |
১০. এরপর অনেকগুলো BDIX Server List দেখতে পারবেন। |
১১. সবুজ রঙের FTP সার্ভারলিস্ট গুলোতে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর লাল রঙের FTP সার্ভারলিস্ট গুলোতে আপনি অ্যাকসেস নিতে পারবেন না। |
How to Earn Money From Facebook
WiFi স্পীড বাড়ানোর নিয়ম
আপনি চাইলে কিছু সহজ স্টেপ ফলো করে আপনার ইন্টারনেট স্পীড বাড়িয়ে নিতে পারবেন। এরজন্য অবশ্যই আপনার আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভইডারের BDIX সুবিধা থাকতে হবে।
BDIX স্পীড বাড়ানোর নিয়ম গুলো হলো
১। WiFi স্পীড মোবাইলে VPN এর সাহায্যে। |
২। WiFi স্পীড ল্যাপটপ বা পিসি এর সাহায্যে। |
WiFi স্পীড মোবাইলে VPN এর সাহায্যে বাড়ানোর নিয়ম
১. সর্বপ্রথম আপনি এমন কোনো VPN ইনস্টল করুন যেগুলোতে BD বা বাংলাদেশ সার্ভার আছে। যেমন, Panda VPN, Turbo VAN, Surfshark VPN, HOT VPN, Bangla VPN, VPN Lat ইত্যাদি। |
২. এরপর ওপরে উল্লেখিত যেকোনো একটি VPN ওপেন করে BD সার্ভার খুঁজুন। |
৩. এরপর সার্ভারটি কানেক্ট করুন। |
৪. আপনি ঠিক কত স্পীড পাচ্ছেন তা চেক করতে fast.com speedtest.net speedtest.com.sg ইত্যাদি ওয়েব সাইটগুলোতে প্রবেশ করে দেখে নিতে পারেন। |
বিশেষ দ্রষ্টব্য: ওপরে উল্লেখিত HOT VPN এবং VPN lat নামক ২টি আপনি Google play store এ ফ্রী তে পেয়ে যাবেন। অন্যান্য VPN গুলো Google play store এ বিনামূল্যে ইনস্টল করতে পারবেন। তবে বাংলাদেশ সার্ভার ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই টাকা দিয়ে ব্যবহার করতে হবে।
Top 20 Mouth Speakers in Bangladesh and Price
WiFi স্পীড ল্যাপটপ বা পিসি তে বাড়ানোর নিয়ম
১. সর্বপ্রথম যেকোনো একটি ওয়েব ব্রাউজারে প্রবেশ করুন। |
২. এরপর সার্চ করুন PANDA VPN বা proxy fire |
৩. এরপর অ্যাপ যেকোনো একটি অ্যাপ ইন্সটল করুন। |
৪. এরপর বাংলাদেশ সার্ভার কোন কানেক্ট করে স্পীড বাড়িয়ে নিন। |
৫. Proxyfire অ্যাপ এর জন্য আপনাকে অবসয় SOCKS 4/5 ব্যবহার করতে হবে। এরজন্য আপনি proxydb.com ওয়েব সাইট থেকে বিনামূল্যে প্রক্সি গুলো সংগ্রহ করতে পারবেন। |
আরো বিস্তারিত তথ্য ও সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।