Information

আর্জেন্টিনা VS পোল্যান্ড লাইভ স্ট্রিম অ্যাপ

শুরু হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ। ১৮ ডিসেম্বর পর্যন্ত গোটা বিশ্ব ডুবে থাকবে কাতার বিশ্বকাপে। দেশ-বিদেশের ফুটবল প্রেমীদের জন্য এ বারের বিশ্বকাপ আলাদা হতে চলেছে। ফিফা বিশ্বকাপের ধারা বদলে এই বছর জুন বা জুলাইয়ে নয় বরং ফিফা বিশ্বকাপ হচ্ছে শীতকালে। মোট ৩২ টি দল এইবারের ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছে।

আর্জেন্টিনা VS পোল্যান্ড লাইভ স্ট্রিম অ্যাপ

শুরু হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ। ১৮ ডিসেম্বর পর্যন্ত গোটা বিশ্ব ডুবে থাকবে কাতার বিশ্বকাপে। দেশ-বিদেশের ফুটবল প্রেমীদের জন্য এ বারের বিশ্বকাপ আলাদা হতে চলেছে। ফিফা বিশ্বকাপের ধারা বদলে এই বছর জুন বা জুলাইয়ে নয় বরং ফিফা বিশ্বকাপ হচ্ছে শীতকালে। মোট ৩২ টি দল এইবারের ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছে। আগামীকাল ১ ডিসেম্বর রাত ১ টায় (বাংলাদেশ সময়) গ্রুপ-সি এর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা (Argentina) ও পোল্যান্ড (Poland)। আমাদের পোস্ট এর মাধ্যমে জেনে নিন কখন ও কীভাবে বিশ্বকাপের আর্জেন্টিনা VS পোল্যান্ডের ম্যাচ দেখবেন। আর্জেন্টিনা VS পোল্যান্ড লাইভ স্ট্রিম অ্যাপ

আর্জেন্টিনা VS পোল্যান্ড হেড টু হেড

গ্রুপ-সি এর ম্যাচে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরে গিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এর পর মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জিতে নক আউটের আশা বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা। আজ মেসির দলের লড়াই হবে লেওয়ানডস্কিদের বিরুদ্ধে। এই মুহূর্তে গ্রুপ-সি এর শীর্ষে রয়েছে লেওয়ানডস্কিদের পোল্যান্ড। ২ ম্যাচের ১টি জয় ও ১টিতে ড্র রবার্ট লেওয়ানডস্কির পোল্যান্ডের। ২ ম্যাচের ১টি হার ও ১টি জয়ের পর ২ নম্বরে রয়েছে মেসির দল আর্জেন্টিনা।

    Question Solution download   

এক নজরে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২

খেলা  ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ (কাতার)
মোট অংশগ্রহণকারী দেশ ৩২টি দেশ / দল।
ভেন্যু কাতার।
বাংলাদেশ সময় খেলা বিকাল ৪ টা, সন্ধ্যা ৭ টা, রাত ১০ টা ও ১ টা।
ফিফার ওয়েবসাইট https://www.fifa.com

 

আজকের বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াড

গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেস, ফ্রাংকো আরমানি, জেরোনিমো রুলি; রক্ষণভাগ : নাহুয়েল মলিনা, গনসালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, জেরমান পেজ্জেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দো মার্তিনেস, মার্কোস অ্যাকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়িথ; মধ্যমাঠ : রদ্রিগো দে পল, লিয়ান্দো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গিদো রোদ্রিগেস, আলেহান্দো পাপু গোমেস, এনসো ফের্নান্দেস, এজেকিয়েল পালাসিওস; আক্রমণভাগ : আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেস, নিকোলাস গনসালেস, হুয়াকিন কোরেয়া, পাউলো দিবালা ও লিওনেল মেসি।

আজকের বিশ্বকাপের পোল্যান্ডের স্কোয়াড

গোলরক্ষক: ভোইচেখ শেজনি (জুভেন্তাস), বার্তোমিয়েই দ্রাগাওভস্কি (স্পেজিয়া), লুকাস স্কোরাপস্কি (বোলোনিয়া);

ডিফেন্ডার: ইয়ান বেডনারেক (অ্যাস্টন ভিলা), কামিল গ্লিক (বেনেভেন্তো), রবার্ত গামনি (অগসবুর্গ), আর্থার ইয়েদ্রেজিক (লেগিয়া ওয়ারশ), ইয়াকব কিভিওর (স্পেজিয়া), মাতেয়াস ভিয়েতেস্কা (ক্লেমোঁ), বার্তোস বেরেশিন্সকি (সাম্পদোরিয়া), ম্যাটি ক্যাশ (অ্যাস্টন ভিলা), নিকোলা জালেভস্কি (রোমা);

মিডফিল্ডার: ক্রিস্টিয়ান বিয়েলিক (বার্মিংহ্যাম সিটি), প্রিজেমিস্ল ফ্রাঙ্কোভস্কি (লেঁস), কামিল গ্রসিস্কি (পোগোন শেজচিন), গ্রেগর্জ ক্রিচোভিয়াক (আল-শাবাব), ইয়াকব কামিন্সকি (ভলফসবুর্গ), মিকেল স্কোরাস (লেক পোজনান), ড্যামিয়েন শিমান্সকি (এইকে এথেন্স), সেবাস্তিয়ান শিমান্সকি (ফেইনুর্ড), পিওতর জিয়েলিন্সকি (নাপোলি), শিমন জুরকোভস্কি (ফিওরেন্তিনা);

ফরোয়ার্ড: রবার্ত লেভানদোভস্কি (বার্সেলোনা), আরকাদিউস মিলিক (জুভেন্তাস), ক্রিস্তফ পিয়াতেক (সালেরনিতানা), ক্যারল সুইডারস্কি (শার্লট এফসি)।

NID correction online 2022

আর্জেন্টিনা VS পোল্যান্ড এর খেলা দেখার নিয়ম

অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোনের ক্ষেত্রে

১. সর্ব প্রথম অ্যান্ড্রয়েড মোবাইল/আইওএস ডিভাইস হলে গুগল প্লে স্টোর থেকে TOFFEE একটি নামিয়ে নিন।
২. এরপর একটি ওপেন করুন।
৩. লাইভ টিভি অপশন এ ক্লিক করুন।
৪. এরপর ফিফা স্পোর্টস বা ফিফা প্রিমিয়াম যেকোনো একটি অপশনে ক্লিক করে প্লে করুন।
৫. এরপর খেলাটি উপভোগ করুন।

Argentina VS Poland Live Stream App 1

স্মার্ট টিভির ক্ষেত্রে

১. সর্ব প্রথম অ্যান্ড্রয়েড টিভিতে গুগল প্লে স্টোর থেকে TOFFEE একটি নামিয়ে নিন।
২. এরপর একটি ওপেন করুন।
৩. লাইভ টিভি অপশন এ ক্লিক করুন।
৪. এরপর ফিফা স্পোর্টস বা ফিফা প্রিমিয়াম যেকোনো একটি অপশনে ক্লিক করে প্লে করুন।
৫. এরপর খেলাটি উপভোগ করুন।

Argentina VS Poland Live Stream App 2

পিসি বা ল্যাপটপ এর ক্ষেত্রে

১. প্রথমে গুগল ক্রোম বা ফায়ারফক্স যে কোন একটি ব্রাউজার ওপেন করুন।
২. এরপর টাইপ করুন toffeelive.com অথবা এখানে ক্লিক করুন
৩. ফিফা অথবা ফিফা প্রিমিয়াম সিলেক্ট করুন।
৪. প্লে বাটনে প্রেস করুন।
৫. এরপর খেলা উপভোগ করুন।

Xiaomi Redmi 10C Information and Specification

অ্যান্ড্রয়েড ও স্মার্ট টিভির জন্য

১. Hdstreamz অ্যাপ টি ডাউনলোড করুন।
২. ওপেন করুন।
৩. খেলা উপভোগ করুন।

Argentina VS Poland Live Stream App 3

বিশেষ দ্রষ্টব্য: টফি অ্যাপ ওপেন না হলে নিচের লিংকগুলোতে আপনি খেলা উপভোগ করতে পারবেন।

আরো লিংক আপডেট হচ্ছে।

Follow our official Facebook page to get all the updates.

EDUINFOBD OFFICIAL

Related Articles