ফিফা বিশ্বকাপ ২০২২ লাইভ স্ট্রিমিং অ্যাপস
২০ নভেম্বর ২০২২ থেকে শুরু হয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ (FIFA World Cup 2022)। উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল কাতার (Qatar vs Ecuador)। ফিফা বিশ্বকাপ ২০২২ লাইভ স্ট্রিমিং অ্যাপস
টিভিতে ফিফা বিশ্বকাপ ২০২২ (কাতার)
বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচগুলি T sports এবং Gazi TV চ্যানেলে সরাসরি সম্প্রচার (FIFA World Cup 2022 live streaming apps) করা হচ্ছে।
এক নজরে ফিফা বিশ্বকাপ ২০২২
খেলার নাম | ফিফা বিশ্বকাপ |
অনুষ্ঠিত সাল | ২০২২ |
খেলার শুরুর তারিখ | ২০ নভেম্বর ২০২২ |
খেলা শেষ তারিখ | ১৮ নভেম্বর ২০২২ |
খেলা দেখার সময় (বাংলাদেশ সময়) | বিকাল ৪ টা সন্ধ্যা ৭ টা রাত ৯/১০ টা এবং রাত ১ টা। |
অফিসিয়াল সাইট | www.fifa.com |
ফিফা বিশ্বকাপ দেখার অ্যাপস সমূহ
১. Toffee, |
২. Toffee ওয়েব সাইট, |
৩. Jio cinema অ্যাপ, |
৪. Hdstreamz অ্যাপ, |
৫. Durbin live অ্যাপ ও ওয়েব সাইট। |
টফি অ্যাপ এ খেলা দেখার নিয়ম
১. সর্ব প্রথম অ্যান্ড্রয়েড মোবাইল/আইওএস ডিভাইস হলে গুগল প্লে স্টোর থেকে TOFFEE একটি নামিয়ে নিন। |
২. এরপর একটি ওপেন করুন। |
৩. লাইভ টিভি অপশন এ ক্লিক করুন। |
৪. এরপর ফিফা স্পোর্টস বা ফিফা প্রিমিয়াম যেকোনো একটি অপশনে ক্লিক করে প্লে করুন। |
৫. এরপর খেলাটি উপভোগ করুন। |
টফি ওয়েবসাইটে খেলা দেখার নিয়ম
১. প্রথমে গুগল ক্রোম বা ফায়ারফক্স যে কোন একটি ব্রাউজার ওপেন করুন। |
২. এরপর টাইপ করুন toffeelive.com অথবা এখানে ক্লিক করুন। |
৩. ফিফা অথবা ফিফা প্রিমিয়াম সিলেক্ট করুন। |
৪. প্লে বাটনে প্রেস করুন। |
৫. এরপর খেলা উপভোগ করুন। |
Hdstreamz অ্যাপ এ খেলা দেখার নিয়ম
১. Hdstreamz অ্যাপ টি ডাউনলোড করুন। |
২. ওপেন করুন। |
৩. খেলা উপভোগ করুন। |
মোবাইলের ও কম্পিউটারে খেলা দেখার নিয়ম
যারা মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপে খেলা দেখতে চান তাঁরা JioCinema অ্যাপ ও ওয়েবসাইটে দেখতে পারেন। Jio Cinema হল ভারতে ফিফা বিশ্বকাপ ২০২২ এর অফিসিয়াল লাইভ-স্ট্রিমিং পার্টনার। এখানে ম্যাচের লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে, তাও একেবারে বিনামূল্যে। Jio Cinema পাঁচটি ভাষায় ম্যাচ, হাইলাইট এবং অন্যান্য বিষয়বস্তুর লাইভ স্ট্রিমিং দেখাবে। সেই ভাষাগুলি হল ইংরেজি, হিন্দি, তামিল, মালায়লাম এবং বাংলা।
Jio Cinema অ্যাপটি ডাউনলোড করার নিয়ম
১. প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর ওপেন করুন। |
২. সার্চ বারে ‘jiocinema’ সার্চ করুন। |
‘ইনস্টল’-এ ট্যাপ করে প্রথম অ্যাপটি ডাউনলোড করুন |
৩. ইনস্টল হয়ে গেলে Jio Cinema অ্যাপ খুলুন এবং আপনার মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন। |
৪. লগইন করার পরে আপনার পছন্দের বিষয়বস্তু ও ভাষা নির্বাচন করুন এবং আপনার কাজ শেষ। |
৫.অনলাইনে ফিফা বিশ্বকাপ ২০২২ স্ট্রিমিং শুরু করতে স্পোর্টস বিভাগে যান। |
৬. এরপর খেলা উপভোগ করুন। |
ল্যাপটপ/পিসি তে ফিফা ২০২২ দেখার নিয়ম
পিসি/ল্যাপটপে এখনও Jio সিনেমা অ্যাপ পাওয়া যাবে না। তাই বিশ্বকাপের ম্যাচগুলি সরাসরি স্ট্রিম করতে পারবেন না কিন্তু কোনো চিন্তা করবেন না। এর একটি সমাধান আছে।
নিচের স্টেপ গুলো অনুসরণ করুন
১. আপনি আপনার PC/ ল্যাপটপে একটি Android এমুলেটর ডাউনলোড করতে পারেন। যা আপনাকে Jio Cinema অ্যাপের মাধ্যমে বিনামূল্যে ফিফা বিশ্বকাপের ম্যাচগুলি অনলাইনে স্ট্রিম করতে সাহায্য করবে। |
২. আপনার PC/Mac এ ওয়েবসাইট থেকে BlueStacks এমুলেটর ডাউনলোড করে নিন। |
৩. আপনার PC/Mac এ ইনস্টল করতে BlueStacks সেটআপ ফাইলটিতে ক্লিক করুন। |
৪. এখন এমুলেটরের ভিতরে গুগল প্লে স্টোর ওপেন করুন। |
৫. লাইভ টিভি অ্যাক্সেস করতে আপনার Google ID ব্যবহার করে সাইন ইন করুন। |
৬. Play store এ JioCinema সার্চ দিন। |
৭. আপনার পিসি/ম্যাকের এমুলেটর স্ক্রিনে অ্যাপটি ডাউনলোড করুন। |
৮. আপনার পিসিতে অ্যাপটি চালু করুন এবং আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন |
৯. আপনার পিসিতে JioCinema এর সাহায্যে বিনামূল্যে ফিফা বিশ্বকাপ ২০২২ অনলাইনে স্ট্রিমিং শুরু করতে ওটিপি যাচাই করুন। |
১০. এরপর খেলা উপভোগ করুন। |
টিভিতে Jio Cinema অ্যাপ ডাউনলোড করার নিয়ম
মোবাইল ফোন ছাড়াও ব্যবহারকারীরা তাঁদের স্মার্ট টিভিতেও JioCinema ডাউনলোড করতে পারবেন। তবে সেটা Android সংস্করণের উপর নির্ভর করবে। যেমন
১. স্যামসাং টিভিতে টাইজেন OS 2.4 বা তার উপরের সংস্করণ থাকতে হবে। |
২. Fire TV-তে OS 6 বা তার উপরের সংস্করণ থাকতে হবে। |
৩. Android TV-তে Android 7 বা তার উপরের সংস্করণ থাকতে হবে। |
৪. Apple TV OS 10 বা তার উপরের সংস্করণ থাকতে হবে। |
আরো লিংক আপডেট হচ্ছে।
Follow our official Facebook page to get all the updates.