Breaking news

স্বাস্থ্য অধিদপ্তরের ১১ দফা নির্দেশনা PDF -১৩ই জানুয়ারি থেকে মেনে চলতে হবে

সারাবিশ্বে করোনাভাইরাস আবার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। করোনার এই করালগ্রাস বাদ যায়নি বাংলাদেশেও।  বাংলাদেশেও প্রতিদিন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে করানো আক্রান্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা। পার্শ্ববর্তী দেশে করোনাভাইরাস মারাত্মক রূপ ধারণ করেছে। সে দৃষ্টিকোণ থেকে আমাদের দেশে এর ভয়াবহতা ব্যাপক থেকে ব্যাপকতা আনতে পারে। তাই আমাদেরকে সকল ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে।

FB-IMG-1642068287195

সরকারের বেঁধে দেওয়া নির্দেশনা ছাড়াও আমাদেরকে পারিবারিক ও সামাজিক ভাবে সচেতন হতে হবে। চেষ্টা করতে হবে আমাদের পরিবার পরিজন ও প্রতিবেশীদেরকে সচেতন করতে

 ১৩ ই জানুয়ারি ২০২২ থেকে মানতে হবে যে সকল নির্দেশনা:-

আমাদের যারা এখনো টিকা গ্রহণ করেনি তাদেরকে টিকা গ্রহণে উৎসাহী করা, নিবন্ধনের সহযোগিতা করা আবার কোন কোন ক্ষেত্রে টিকাকেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করতে হবে । ঘরের বাহির হলে মাক্স পড়তে হবে। সকল ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে,

Covid-Circular

ওমিক্রন এর বিধিনিষেধ কি কি

“মাক্স ছাড়া নিজেরা চলবো না যারা চলবে তাদের সাথে মিশবো না”।  তবেই আমাদের এই মহামারী থেকে অনেকটা রেহাই পেতে সহযোগিতা হবে। আমরা অযথা বাড়ির বাহিরে গিয়ে আড্ডা দিব না। প্রয়োজনে বাইরে গেলেও যত দ্রুত সম্ভব প্রয়োজন সেরে বাসায় ফিরে আসব। বাসায় ফেরার পরে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করব

 

পরিবারের ছোট ও বয়স্কদের সবসময় যত্নে রাখবো। বাহিরের কোন খাবার না খাওয়ার চেষ্টা করব। মহামারীর দিনগুলোতে প্রশাসনের দায়িত্ব পালনকালে কাজে সহযোগিতা করব। আশেপাশের দরিদ্র অসহায় দের সহযোগিতা করব।
13 জানুয়ারি 2020 থেকে যেসকল নির্দেশনা মেনে চলতে হবে তা নিচে দেওয়া হল:-

Related Articles