Information

বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকা ২০২৩

কোন কোন দেশ ধনী দেশের তালিকায় কততম পজিশনে আছে তা নিয়ে আজকে আমাদের এই পোস্ট। কোন দেশ কত নম্বর পজিশনে আছে তা জানতে হলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকা ২০২৩

২০২৩ সালে বিভিন্ন দেশের আন্তর্জাতিক ডলার বিবেচনা করে নিউইয়র্কের মাসিক ম্যাগাজিন ‘গ্লোবাল ফাইন্যান্স’ বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশের তালিকা প্রকাশিত করেছে। এক্ষেত্রে তারা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য ব্যবহার করে উক্ত তালিকাটি প্রকাশ করেছে। কোন কোন দেশ ধনী দেশের তালিকায় কততম পজিশনে আছে তা নিয়ে আজকে আমাদের এই পোস্ট। কোন দেশ কত নম্বর পজিশনে আছে তা জানতে হলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকা ২০২৩

5 Ways to Stay Healthy

পৃথিবীর শীর্ষ ১০ টি রিচ দেশের তালিকা ২০২৩

২০২৩ সালে যে সকল দেশগুলো ধনী দেশের তালিকায় আছে সেগুলো হল,

১. কাতার,
২. ম্যাকাও,
৩. লুক্সেমবার্গ,
৪. সিঙ্গাপুর,
৫. আয়ারল্যান্ড,
৬. ব্রুনাই,
৭. নরওয়ে,
৮. সংযুক্ত আরব আমিরাত,
৯. কুয়েত,
১০. সুইজারল্যান্ড।

Ways to stay physically healthy

নাম্বার ১

কাতার

Top-10-richest-countries-in-the-world-1

২০২৩ সালে বিশ্বের শীর্ষ ধনী ১০টি দেশের তালিকায় কাতার প্রথম অবস্থানে রয়েছে। বর্তমানে কাতারে আন্তর্জাতিকভাবে প্রায় ১ লাখ ৩৮ হাজার ৯০০ ডলার এর মত রয়েছে৷ বিগত ২০ বছর ধরে কাতার শীর্ষ ১০ ধনী দেশের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। কাতারের অধিবাসীর সংখ্যা প্রায় ২৮ লক্ষর মতো। ২০১৪ সালের পর থেকে কাতারে বসবাসকারী অধিবাসীদের মাথাপিছু আয় প্রায় ১৫ হাজার ডলার ডলারের মতো রয়েছে।

নাম্বার ২

ম্যাকাও

Top-10-richest-countries-in-the-world-2

বিশ্বের সবচেয়ে ১০টি ধনী দেশগুলোর তালিকায় ২য় অবস্থানে চীনের প্রশাসনিক অঞ্চল ম্যাকাও রয়েছে। চীনের প্রশাসনিক অঞ্চল ম্যাকাও এর কাছে বর্তমানে ১ লাখ ১৪ হাজার ৩৬২ ডলার মজুদ আছে৷ ৬ লাখ অধিবাসীর অঞ্চল ম্যাকাও এ ৪০টিরও বেশি ক্যাসিনো রয়েছে। ২০১৯ সালের শেষের দিকে শুরু হওয়া করোনা বা covid-১৯ এর জন্য উক্ত ক্যাসিনো বন্ধ ছিল। ২০২২ সালে জুলাই থেকে ক্যাসিনো গুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে। যার ফলে তাদের ডলারের মজুদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Top 10 Motorcycle Brands in Bangladesh

নাম্বার ৩

লুক্সেমবার্গ

Top-10-richest-countries-in-the-world-3

বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকায় ইউরোপের ছোট একটি দেশ লুক্সেমবার্গ ৩য় স্থানে অবস্থান করছে। লুক্সেমবার্গ এর কাছে বর্তমানে প্রায় ১ লাখ ১২ হাজার ডলার মজুদ আছে। লুক্সেমবার্গকে ইউরোপের ট্যাক্স হ্যাভেনও বলা হয়। সর্বোচ্চ মানের জীবনযাপনের দেশ হিসেবে লুক্সেমবার্গ পরিচিত। বাজেটের একটি বড় অংশ লুক্সেমবার্গ আবাসন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ক্ষেত্রে ব্যয় করে থাকে৷ ২০১৫ সালের প্রথম দিকে দেশটিতে বসবাসকারী জনগণের মাথাপিছু আয় এক লাখ ডলার অতিক্রম করেছিল। করোনা মহামারিতে লুক্সেমবার্গ এর অর্থনীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তাদের আয়ের ওপর তেমন কোনো প্রভাব পড়েছিল না।

নাম্বার ৪

সিঙ্গাপুর

Top-10-richest-countries-in-the-world-4

বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকায় এশিয়ার দেশ সিঙ্গাপুর নাম্বার ৪ এ অবস্থান করছে। এশিয়ার অন্যতম Tax এর স্বর্গরাজ্য সিঙ্গাপুরকে বলা হয়। সিঙ্গাপুর এর প্রায় ১ লাখ ৫ হাজার ৭০০ ডলার মজুদ আছে৷ ১৯৬৫ সালে স্বাধীন হওয়ার পর দেশটির কাছে তেমন অর্থ বা সম্পদ ছিল না৷ কিন্তু তাদের সরকার ও জনগণের কঠোর পরিশ্রমের পাশাপাশি স্মার্ট নীতি ও সঠিক নেতৃত্বের জন্য সিঙ্গাপুর বর্তমানে অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে।

Top popular foods in the world

নাম্বার ৫

আয়ারল্যান্ড

Top-10-richest-countries-in-the-world-5

বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকায় আয়ারল্যান্ড ৫ম স্থানে রয়েছে। আয়ারল্যান্ডের বর্তমানে আন্তর্জাতিক ডলার এর পরিমাণ ৮৭ হাজার ডলার এর মত। করোনার পূর্বে Brexit, ট্রেড ওয়ার, উদ্বাস্তুসহ নানা সমস্যায় ইউরোপ এর অনান্য দেশগুলো যখন ছিল জর্জরিত ছিল, ঠিক তখনও আয়ারল্যান্ডের প্রবৃদ্ধি ৫ শতাংশ ছিল। যেখানে ইউরোপের অন্যান্য দেশ গুলোর প্রবৃদ্ধি ছিল ১.২ শতাংশ।

নাম্বার ৬

ব্রুনাই

Top-10-richest-countries-in-the-world-6

বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকায় ব্রুনাই এর অবস্থান ষষ্ঠতে রয়েছে। তেল ও প্রাকৃতিক গ্যাসসহ আরো অনেক প্রাকৃতিক সম্পদ দেশটিতে রয়েছে। ব্রুনাই এর আন্তর্জাতিক ডলার এর পরিমাণ ৮৫ হাজার ডলার এর মতো৷ সাড়ে চার লাখ অধিবাসীর এই দেশে ৪০ শতাংশ মানুষের আয় বছরে প্রায় ১ হাজার ডলারের কিছুটা কম। এরপরেও ব্রুনাই এর অবস্থান শীর্ষ ১০টি ধনী দেশের তালিকায় রয়েছে।

নাম্বার ৭

নরওয়ে

Top-10-richest-countries-in-the-world-7

বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকায় নরওয়ে সপ্তম স্থানে রয়েছে। ২০২৩ সালে এসে নরওয়ের আন্তর্জাতিক ডলার এর মজুদ ৭৯ হাজার ৬০০ ডলার এর মতো৷ ১৯৬০ সালে উক্ত দেশে তেলের খনি আবিষ্কারের পর পর থেকে তাদের প্রবৃদ্ধি বেড়েই চলেছে। আয়ের বৈষম্যের দিক থেকে নরওয়ের অবস্থান অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

নাম্বার ৮

সংযুক্ত আরব আমিরাত

Top-10-richest-countries-in-the-world-8

বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকায় সংযুক্ত আরব আমিরাত অষ্টম অবস্থানে রয়েছে। ২০১৯ সালের পর করোনা মহামারীর কারণে দুবাই ওয়ার্ল্ড এক্সপো করতে পারেনি। যা তাদের দেশের জন্য বড় একটি ধাক্কা৷ এই এক্সপোতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় আড়াই কোটি মানুষ অংশ নিয়েছিল। সংযুক্ত আরব আমিরাত এর আন্তর্জাতিক ডলার এর পরিমাণ প্রায় ৭০ হাজার ৪০০ ডলার এর মত। সংযুক্ত আরব আমিরাত তেল বিক্রি করে সবচেয়ে বেশি আয় করে থাকে৷ এর পাশাপাশি উক্ত দেশটি বাণিজ্য, নির্মাণ ও পর্যটন থেকেও আয় করে থাকে।

The Most Expensive Food In The World

নাম্বার ৯

কুয়েত

Top-10-richest-countries-in-the-world-9

বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকায় কুয়েতের অবস্থান নয় তম। বিশ্বের মোট তেলের ৬ শতাংশ কুয়েত রপ্তানি করে থাকে৷ দেশটির বর্তমান আন্তর্জাতিক ডলার এর পরিমাণ প্রায় ৬৭ হাজার ৯০০ ডলার৷ কুয়েত তাদের জিডিপির ৪০ শতাংশ তেল থেকে আয় করে থাকে।

নাম্বার ১০

সুইজারল্যান্ড

Top-10-richest-countries-in-the-world-10

বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকায় সুইজারল্যান্ড এর অবস্থান দশম। সুইজারল্যান্ডের বর্তমান আন্তর্জাতিক ডলার এর পরিমাণ প্রায় ৬৭ হাজার ৬০০ ডলার এর মতো ৷ Wikipedia-র তথ্য মতে উক্ত দেশে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৯ হাজার ৪২৮ জনই মিলিয়নিয়ার। সুইজারল্যান্ডে আয় বৈষম্য অনেক কম।

আরো বিস্তারিত তথ্য ও সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

Our official Facebook page

EDUINFOBD OFFICIAL

Related Articles