Information

বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যাক্তির তালিকা ২০২৩

আজকে আমরা আমাদের উক্ত পোস্টে শীর্ষ ১০ ধনী ব্যাক্তির তালিকা, তাদের জীবন ধারা, বায়োগ্রাফি ও তাদের আয় সম্পর্কে আলোচনা করেছি। আমাদের প্রকাশিত সকল তথ্য গুলো আমেরিকার জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস ও Wikipedia থেকে সংগ্রহ করা হয়েছে। কোন ব্যাক্তি ধনীদের তালিকায় কত নাম্বার পজিশনে আছে সেই সম্পর্কে খুব সহজে জানতে পারবেন।

বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যাক্তির তালিকা ২০২৩

প্রিয় Eduinfobd ইউজার আপনাদের সকলকে আমাদের ওয়েব সাইটে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের উক্ত পোস্টে শীর্ষ ১০ ধনী ব্যাক্তির তালিকা, তাদের জীবন ধারা, বায়োগ্রাফি ও তাদের আয় সম্পর্কে আলোচনা করেছি। আমাদের প্রকাশিত সকল তথ্য গুলো আমেরিকার জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস ও Wikipedia থেকে সংগ্রহ করা হয়েছে। কোন ব্যাক্তি ধনীদের তালিকায় কত নাম্বার পজিশনে আছে সেই সম্পর্কে খুব সহজে জানতে পারবেন। বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যাক্তির তালিকা ২০২৩

পৃথিবীর শীর্ষ ধনী ব্যাক্তি ২০২৩

ফোর্বস সর্বপ্রথম এই সকল গুরুত্বপূর্ণ তালিকা ও তথ্য গুলো ১৯৮৫ সালে প্রকাশ করেছিল। এরপর থেকে ফোর্বস প্রতি বছর তাদের তালিকা প্রকাশ করে চলেছে। তাহলে চলুন দেখে নেয়া যাক কে কে ২০২৩ সালে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে রয়েছে। বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যাক্তির তালিকা ২০২৩

Bdix কী বাড়িয়ে নিন আপনার WiFi স্পীড

শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা ২০২৩

শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় যারা যারা রয়েছেন তারা হলেন,

১. এলন মাস্ক,
২. জেফ বেজোস,
৩. বার্নার্ড আর্নল্ড,
৪. বিল গেটস,
৫. মার্ক জাকারবার্গ,
৬. ল্যারি পেজ,
৭. ওয়ারেন বাফেট,
৮. সার্জি ব্রায়ান,
৯. ল্যারি এলিসন,
১০. স্টিভ বল্মার।

নাম্বার ১

এলন মাস্ক

Top 10 richest people in the world 1

এলন মাস্কের বিস্তারিত তথ্য

নাম এলন রিভ মাস্ক।
জন্ম ২৮ জুন ১৯৭১।
বয়স ৫১ বছর।
পিতার নাম ইরল মাস্ক।
মাতার নাম মায়ে মাস্ক।
জাতীয়তা দক্ষিণ আফ্রিকান (১৯৭১ থেকে বর্তমান), ( কানাডিয়ান (১৯৭১ থেকে বর্তমান), আমেরিকান (২০০২ থেকে বর্তমান)
পেশা প্রকৌশলী, আবিষ্কারক, উদ্যোক্তা।
উপাধি স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা ও সিইও, প্রধান ডিজাইনার, টেসলার সিইও, টুইটারের সিইও।
বার্ষিক আয় ১৭০.১ বিলিয়ন ডলার।

এলন মাস্ক এর বায়োগ্রাফি

এলন মাস্ক পৃথিবীর সফল উদ্যোক্তাদের মধ্যে একজন। তার যতগুলো কোম্পানির রয়েছে ( স্পেস এক্স, টেসলা, নিউরো লিংক) সেগুলো চালানোর জন্য তিনি তার সময়কে ভাগ করে রাখেন। তার দিন শুরু হয় ৫ মিনিটের সল্প সেগমেন্ট দিয়ে। তার সকাল শুরু হয় ৭ টায় ঘুম থেকে ওঠার মাধ্যমে। এরপর তিনি গোসল করেন। তিনি বেশিরভাগ সময় সকালের খাবার এড়িয়ে যান। তবে কোনো কোনোদিন তিনি সকালের নাস্তা অমলেট খেতে বেশি পছন্দ। তার বেশিরভাগ সময় ব্যয় হয় নকশা এবং প্রকৌশল এর কাজে। অবসর সময় তিনি ওয়াইন খেতে বেশি পছন্দ করে। এর পাশাপাশি তিনি মাঙ্গা পড়তে ও টুইট করতে ভালোবাসেন। সাম্প্রতিক সময় তিনি টুইটারকে কিনে নিয়েছেন। তিনি বেশিরভাগ সময় রাত ১টাই ঘুমাতে যান।

নাম্বার ২

জেফ বেজস

Top 10 richest people in the world 2

জেফ বেজস এর বিস্তারিত তথ্য

নাম জেফরি প্রেস্টন জেফ বেজোস।
জন্ম ১২ জানুয়ারি ১৯৬৪।
বয়স ৫৯ বছর।
পিতার নাম মিগুয়েল বেজস।
মাতার নাম জ্যাকলিন বেজস।
জাতীয়তা আমেরিকান।
পেশা amazon.com এর চেয়ারম্যান এবং সিইও।
উপাধি amazon.com এর সিইও।
বার্ষিক আয় ১২২.৪ বিলিয়ন ডলার।

জেফ বেজস এর বায়োগ্রাফি

জেফ বেজস ১২ জানুয়ারি ১৯৬৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে জন্মগ্রহণ করেন। তিনি মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের মধ্যে একজন। ই-কমার্স এর ভিত্তিতে তার ভূমিকা বেশ প্রশংসনীয়। তার জন্য amazon.com পৃথিবীর বৃহত্তম ও দামী ই-কমার্স সাইট এ পরিণত হয়েছে। তিনি প্রিস্টন ইউনিভার্সিটি থেকে সাইন্স টেকনোলজি এন্ড কম্পিউটার সাইন্স এর ব্যাচেলর অফ সাইন্স ডিগ্রী উপাধি লাভ করেছেন। ২০১৯ সালে আমেরিকার শীর্ষ ম্যাগাজিন ফোর্বস এর তালিকায় তিনি প্রথম স্থানে অবস্থান করেছিলেন। ২০২৩ সালে তার বর্তমান অবস্থান দ্বিতীয় নম্বরে।

নাম্বার ৩

বার্নাড আর্নল্ড

Top 10 richest people in the world 3

বার্নাড আর্নল্ড এর বিস্তারিত তথ্য

নাম বার্নাড আর্নল্ড।
জন্ম ৫ মার্চ ১৯৪৯।
বয়স ৭৩ বছর।
জাতীয়তা ফরাসি।
পেশা LVMH এর ফাউন্ডার।
উপাধি LVMH এর চেয়ারম্যান এবং সিইও।
বার্ষিক আয় ২১৬.২ বিলিয়ন ডলার।

বার্নাড আর্নল্ড এর বায়োগ্রাফি

বার্নাড আর্নল্ড ১৯৪৯ সালে ৫ই মার্চ ফ্রান্সের জন্মগ্রহণ করেন। তিনি ফ্রান্সের একজন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি LVMH এর চেয়ারম্যান এবং সিইও। ১৯৭১ সালে তিনি ফ্রান্সের ই কুল পলিটেকনিক থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি তার বাবার কোম্পানিতে যোগদান করেন। ১৯৭৩ সালে তিনি এনে ডেওয়েভ্রিনকে বিয়ে করেন। ১৯৮১ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন। এরপর ১৯৮৪ সালে তিনি পুনরায় ফ্রান্সে ফিরে আসেন এবং বিলাসবহুল পণ্যের ব্যবসা শুরু করেন। এরপর ফ্রান্সের একটি কোম্পানি বজাক সেইন্ট এর দায়িত্ব নেন। এরপর ১৯৮৭ সালে তিনি উক্ত কোম্পানির সকল শেয়ার কিনে নেন। ২০২৩ সালে শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় দুই নম্বর থেকে এক ধাপ নিচে নেমে বর্তমানে তিন নম্বর পজিশনে স্থান পেয়েছেন।

Top 10 places in Bangladesh

নাম্বার ৪

বিল গেটস

Top 10 richest people in the world 4

বিল গেটস এর বিস্তারিত তথ্য

নাম উইলিয়াম হেনরি গেটস III
জন্ম ২৮ অক্টোবর ১৯৫৫।
বয়স ৬৭ বছর।
পিতার নাম বিল গেটস সিনিয়র।
মাতার নাম মেরী ম্যাক্সওয়েল।
জাতীয়তা আমেরিকান।
পেশা উদ্যোক্তা, বিনিয়োগকারী, সফটওয়্যার ডেভেলপমেন্ট।
উপাধি মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা এবং সিইও।
বার্ষিক আয় ১০৩.৮ বিলিয়ন ডলার।

বিল গেটস এর বায়োগ্রাফি

বিল গেটস ১৯৫৫ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের জন্মগ্রহণ করেন। তিনি হাভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও তার শিক্ষা জীবন সম্পূর্ণ করতে পারেননি। মাইক্রো কম্পিউটারের উন্নতির পেছনে তার অবদান অনেক বেশি। বিল গেটস নিজের কাজ নিজে করতে বেশি পছন্দ করেন। ১৯৮৭ সালে ফোর্থস ম্যাগাজিন বিল গেটস কে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে।

নাম্বার ৫

মার্ক জাকারবার্গ

Top 10 richest people in the world 5

মার্ক জাকারবার্গের বিস্তারিত তথ্য

নাম মার্ক ইলিয়ট জাকারবার্গ।
জন্ম ১৪ মে ১৯৮৪।
বয়স ৩৮ বছর।
জাতীয়তা আমেরিকান।
পেশা মিডিয়া মোগুল, ওয়ার্ল্ড লাভার, ইন্টারনেট উদ্যোক্তা।
উপাধি মেটা ও ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং সিইও।
বার্ষিক আয় ৫৩.২ বিলিয়ন ডলার।

মার্ক জাকারবার্গ এর বায়োগ্রাফি

মার্ক জাকারবার্গ ১৯৮৪ সালে ১৪ই মে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি একজন সফল কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার ডেভলপার। তিনি হাভার্ড বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেছেন। ধনী ব্যক্তিদের তালিকায় ৪০ বছর এর কম বয়সীদের মধ্যে তিনি প্রথম। বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম। ২০০৪ সালে হাভার্ড বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত অবস্থায় তিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন। ইংরেজি ভাষার পাশাপাশি তিনি গ্রিক ও ল্যাটিন ভাষাতেও বেশ পারদর্শী। ২০১২ সালে তিনি প্রিসিলা কে বিয়ে করেন। বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে। ২০১০ সালে টাইমস ম্যাগাজিনের পক্ষ থেকে তিনি বর্ষসেরা ব্যক্তিত্ব উপাধি লাভ করেন।

Top popular foods in the world

নাম্বার ৬

ল্যারি পেজ

Top 10 richest people in the world 6

ল্যারি পেজ এর বিস্তারিত তথ্য

নাম লরেন্স পেজ।
জন্ম ২৬ মার্চ ১৯৭৩।
বয়স ৪৯ বছর।
জাতীয়তা আমেরিকান।
পেশা ইন্টারনেট উদ্যোক্তা, কম্পিউটার ইঞ্জিনিয়ার।
উপাধি আলফাবেট এর সহ-প্রতিষ্ঠাতা।
বার্ষিক আয় ৮৫ বিলিয়ন ডলার।

ল্যারি পেজ এর বায়োগ্রাফি

ল্যারি পেজ ১৯৭৩ সালে ২৬ শে মার্চ যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন। তিনি একজন সফল কম্পিউটার ইঞ্জিনিয়ার এবং ইন্টারনেট উদ্যোক্তা। ১৯৯৮ সালে ল্যারি পেজ ও সার্গেই ব্রিন একসাথে google প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি আলফাবেট ইন কর্পোরেশন এর নির্বাহী অফিসার। এর পাশাপাশি তিনি পেজ রেঙ্ক এর উদ্ভাবক। ল্যারি ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে তিনি কম্পিউটার প্রকৌশলে অনার্সে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রী অর্জন করেন। এরপর স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে তিনি কম্পিউটার সাইন্সে মাস্টার অফ সাইন্স ডিগ্রী অর্জন করেন। ২০০৭ সালে তিনি লুসিন্ডা সাউথওয়ার্থাকে বিয়ে করেন। বর্তমানে তিনি এক সন্তানের পিতা।

নাম্বার ৭

ওয়ারেন বাফেট

Top 10 richest people in the world 7

ওয়ারেন বাফেট এর বিস্তারিত তথ্য

নাম ওয়ারেন এডওয়ার্ড বাফেট।
জন্ম ৩০ আগস্ট ১৯৩০।
বয়স ৯২ বছর।
জাতীয়তা আমেরিকান।
পেশা বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান।
বার্ষিক আয় ১০৭.৮ বিলিয়ন ডলার।

ওয়ারেন বাফেটের বায়োগ্রাফি

ওয়ারেন বাফেট ১৯৩০ সালে ৩০ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র ওমাহাতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হার্ডওয়ার বাফেট এবং মাতার নাম লীলা বাফেট। ১৯৪২ সালে তার বাবা কংগ্রেসে নির্বাচিত হবার জন্য সপরিবারসহ ওয়াশিংটন ডিসিতে চলে আসেন। ১৯৫১ সাল থেকে ১৯৫৪ সাল পর্যন্ত তিনি বাফেট-ফক কোম্পানিতে বিনিয়োগ কর্মকর্তা হিসেবে ছিলেন। এরপর তিনি গ্রাহাম নিউম্যান কর্পোরেশনের নিরাপত্তা বিশ্লেষক পদে যোগদান করেন। ১৯৫৬ সাল পর্যন্ত তিনি সেখানে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ১৯৫৬ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত বাফেট পার্টনারশীপ লিমিটেডের সাধারণ অংশীদার হিসেবে ছিলেন। এরপর ১৯৭০ সালে তিনি বার্কশায়ার হ্যাথাওয়ে ইনকর্পোরেটে যোগদান করেন। বর্তমানে তিনি উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী পদে কর্মরত আছেন।

Top 10 Popular Foods of Bangladesh

নাম্বার ৮

সের্গেই ব্রিন

Top 10 richest people in the world 8

সের্গেই ব্রিন এর বিস্তারিত তথ্য

নাম সের্গেই মিখাইলোভিচ ব্রিন।
জন্ম ২১ আগস্ট ১৯৭৩।
বয়স ৪৯ বছর।
জাতীয়তা রাশিয়ান।
পেশা ইন্টারনেট উদ্যোক্তা, কম্পিউটার প্রকৌশলী, গুগলের স্থপতি।
বার্ষিক আয় ৮১.৫ বিলিয়ন ডলার।

সের্গেই ব্রিন এর বায়োগ্রাফি

সের্গেই ব্রিন ১৯৭৩ সালে ২১ আগস্ট রাশিয়া জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাইকেল ব্রিন। তার মাতার নাম ইউজেনিয়া ব্রিন। মাত্র ছয় বছর বয়সে সের্গেই ব্রিন যুক্তরাষ্ট্রের প্রবাসী হন। ২০০৪ সালে এবিসি ওয়ার্ল্ড নিউজ তাকে ‘পারসন অফ দি উইক হিসেবে ঘোষণা করেন। ২০০৫ সালে তিনি ইয়াং গ্লোবাল লিডার হিসেবে মনোনীত হন। তিনি স্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। ২০০৭ সালে তিনি Anne Wojciechski কে বিয়ে করেন। বর্তমানে তিনি তিন সন্তানের পিতা। তার এবং তার স্ত্রীর বয়সের দিক থেকে তেমন কোন পার্থক্য নেই। শীর্ষ ১০ ধনীদের তালিকায় বর্তমানে তিনি আট নম্বর পজিশনে রয়েছেন।

নাম্বার ৯

ল্যারি এলিসন

Top 10 richest people in the world 9

ল্যারি এলিসন এর বিস্তারিত তথ্য

নাম লরেন্স জোসেফ এলিসন।
জন্ম ১৭ আগস্ট ১৯৪৪।
বয়স ৭৮ বছর।
জাতীয়তা আমেরিকান।
পেশা Oracel কর্পোরেশনের সিইও।
বার্ষিক আয় ১১২.৮ বিলিয়ন ডলার।

ল্যারি এলিসনের বায়োগ্রাফি

ল্যারি এলিসন ১৯৪৪ সালে ১৭ই আগস্ট নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ওরাকল কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত আছেন। শিক্ষা জীবনে তিনি তেমন মনোযোগী ছিলেন না। তিনি বেশ কয়েকটি ইউনিভার্সিটিতে ভর্তি হলেও সফলভাবে তার শিক্ষাজীবন শেষ করতে পারেননি। তিনি ইউনিভার্সিটি অফ শিকাগোতে অধ্যায়নরত অবস্থায় কম্পিউটার ডিজাইনিং এ পারদর্শী হয়ে ওঠেন। ১৯৬৪ সালে তিনি উত্তর ক্যালিফোর্নিয়াতে স্থানান্তরিত হন। ১৯৭০ সালের দিকে তিনি এমডাল কর্পোরেশনে নিযুক্ত হন। উক্ত প্রতিষ্ঠানে তিনি সিআইএ এর জন্য ডাটাবেজ তৈরির কাজ করতেন। ১৯৭৭ সালে তিনি ল্যাবরেটরিজ ডেভলপমেন্ট সফটওয়্যার তৈরি করেন। পরবর্তীতে তিনি এর নাম পরিবর্তন করে ওরাকল রাখেন। তিনি সর্বমোট চারবার বিয়ে করলেও কোন বিয়ে তার টিকতে সক্ষম হয়নি। শীর্ষ ধনীদের তালিকায় বর্তমানে তিনি নবম স্থানে রয়েছেন।

5 Ways to Stay Healthy

নাম্বার ১০

স্টিভ বল্মার

Top 10 richest people in the world 10

স্টিভ বল্মার এর বিস্তারিত তথ্য

নাম স্টিভেন এন্থনি বলমার।
জন্ম ২৪ মার্চ ১৯৫৬।
বয়স ৬৬ বছর।
জাতীয়তা আমেরিকান।
পেশা মাইক্রোসফট কর্পোরেশনের প্রাক্তন প্রধান নির্বাহী কর্মকর্তা।
বার্ষিক আয় ৮০.৬ বিলিয়ন ডলার।

স্টিভ বল্মার এর বায়োগ্রাফি

স্টিভ বল্মার ১৯৫৬ সালের ২৪ শে মার্চ যুক্তরাষ্ট্রের নিশিগানে জন্মগ্রহণ করেন। তিনি আমেরিকার একজন সফল ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। ২০০০ সালের জানুয়ারি মাস পর্যন্ত তিনি মাইক্রোসফট এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। পরবর্তীতে ৪ ফেব্রুয়ারি ২০১৪ সালে তিনি তার পদ থেকে অবসর গ্রহণ করেন। ১১ ই জুন ১৯৮০ সালে তিনি মাইক্রোসফট এর ব্যবসা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছিলেন। তিনি মাইক্রোসফট এ নিয়োগকৃত ৩০ তম কর্মী ছিলেন। ১৯৯০ সালে তিনি Connie Snyder কে বিয়ে করেন। বর্তমানে তার তিনটি সন্তান পিতা।

Ways to stay physically healthy

আরো বিস্তারিত তথ্য ও সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

Our official Facebook page

EDUINFOBD OFFICIAL

Related Articles