Information

প্রক্সি সার্ভার কি?-What is proxy server?

আপনি যখন ইন্টারনেটে কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন তখন আপনার ইন্টারনেট ডিভাইসের আইপি এড্রেস সেই ওয়েবসাইটের সার্ভারে পৌঁছে যায়। উক্ত আইপি অ্যাড্রেসের মাধ্যমে সেই ওয়েবসাইট সমূহ আপনার সম্পর্কে অনেক তথ্য পেয়ে যায়। যেমন আপনি উক্ত ওয়েবসাইটটি কোন স্থান থেকে ভিজিট করছেন, আপনি কোন ডিভাইস ব্যবহার করে সাইটটি ব্রাউজ করছেন ইত্যাদি। কিন্তু আপনি যদি একটি প্রক্সি সার্ভারের ব্যাবহার করে ঐ একই ওয়েবসাইট ভিজিট করে থাকেন, তাহলে প্রক্সি সার্ভারটি আপনার ডিভাইসের আইপি এড্রেস hide করে দিবে। এরসাথে আপনার রিকোয়েষ্ট গ্রহণ করে সেই ওয়েবসাইটটি প্রক্সি এর AIPI দেখাবে। Proxy server সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে শেষ পর্যন্ত পোস্টটি পড়ুন।

প্রক্সি সার্ভার কি?

প্রিয় পাঠকবৃন্দ। কেমন আছেন সবাই? আপনি কি সবসময় ইন্টারনেটে নিরাপত্তার কারণে চিন্তিত থাকেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তবে Proxy server আপনার সমস্যার সমাধান করতে পারে। Proxy server এর সাহায্যে আপনি আপনার কম্পিউটার/মোবাইল এর আইপি অ্যাড্রেস লুকিয়ে নিরাপদে ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন৷ প্রক্সি সার্ভার কি ইংরেজিতে দেখুন

What-is-proxy-server-3

প্রক্সি সার্ভার ব্যবহার এর নিয়ম

আপনি যখন ইন্টারনেটে কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন তখন আপনার ইন্টারনেট ডিভাইসের আইপি এড্রেস সেই ওয়েবসাইটের সার্ভারে পৌঁছে যায়। উক্ত আইপি অ্যাড্রেসের মাধ্যমে সেই ওয়েবসাইট সমূহ আপনার সম্পর্কে অনেক তথ্য পেয়ে যায়। যেমন আপনি উক্ত ওয়েবসাইটটি কোন স্থান থেকে ভিজিট করছেন, আপনি কোন ডিভাইস ব্যবহার করে সাইটটি ব্রাউজ করছেন ইত্যাদি। কিন্তু আপনি যদি একটি প্রক্সি সার্ভারের ব্যাবহার করে ঐ একই ওয়েবসাইট ভিজিট করে থাকেন, তাহলে প্রক্সি সার্ভারটি আপনার ডিভাইসের আইপি এড্রেস hide করে দিবে। এরসাথে আপনার রিকোয়েষ্ট গ্রহণ করে সেই ওয়েবসাইটটি প্রক্সি এর AIPI দেখাবে। Proxy server সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে শেষ পর্যন্ত পোস্টটি পড়ুন।

Bdix কী – What is BDIX [আপডেট]

প্রক্সি কি বা কাকে বলে?

Proxy অর্থ হলো, অন্য কারো পক্ষে কোনো কাজ করা বা অন্য কারো প্রতিনিধিত্ব করা। ইন্টারনেটে আপনি যখন আপনার কম্পিউটার বা মোবাইলের নিজস্ব আইপি থেকে ভিজিট না করে অন্য সার্ভারের আইপি ব্যবহার করে একটি ওয়েবসাইট ভিজিট করেন, তখন এমন একটি সার্ভারকে প্রক্সি সার্ভার বলা হয়। তখন প্রক্সি সার্ভার আপনার পক্ষ থেকে ইন্টারনেটে ওয়েবসাইটগুলি ভিজিট করে আপনাকে তা শো করে থাকে। আরো সহজ ভাবে বললে, মনে করুন আপনি দোকান থেকে সরাসরি কোনো পণ্য না কিনে কারোর মাধ্যমে উক্ত পণ্যটি কিনে আনলেন। উক্ত ব্যাপারটি মূলত প্রক্সি। এইক্ষেত্রে প্রক্সি আপনার পরিচয় গোপন রেখে ঐ সকল ওয়েব সাইটে ভিজিট বা ব্রাউজিং করতে সাহায্য করে।

প্রক্সি সার্ভার কি? এটি কি ভাবে কাজ করে?

মনে করুন, যখনই আপনি একটি প্রক্সি সার্ভার ব্যবহার করে ইন্টারনেটে কোনো ওয়েবসাইট ভিজিট করছেন, তখন উক্ত প্রক্সি সার্ভারটি আপনার আবেদন গ্রহণ করে সেই ওয়েবসাইটের সার্ভারের সাথে সংযোগ করে। এরপর আপনি সেই ওয়েবসাইটটি ভিজিট করতে সক্ষম হন। এখানে প্রক্সি সার্ভারগুলো আপনার আইপি অ্যাড্রেস লুকিয়ে রাখে। এবং তার পরিবর্তে উক্ত প্রক্সি সাইটের আইপি ব্যবহার করে ওয়েবসাইট অ্যাক্সেস করতে আপনাকে সাহায্য করে। একটি প্রক্সি সার্ভার ব্যবহার করে, যে কোনও ইউজার তার পরিচয় গোপন করে নিশ্চিন্তে ইন্টারনেট ব্যাবহার করতে পারে। প্রক্সি সার্ভার অনেকটা ফায়ারওয়ালের মতো কাজ করে। এবং আপনার ডিভাইসকে হ্যাকার এবং ভাইরাস থেকে সুরক্ষা প্রদান করে।

প্রক্সি সার্ভার যেভাবে কাজ করে

আপনি হয়তো আগে থেকে জানেন যে, ইন্টারনেটের সাথে যুক্ত প্রতিটি ডিভাইসের নিজস্ব আইপি এড্রেস থাকে। যার মাধ্যমে সেই ডিভাইসটি ইন্টারনেটে ব্যাবহার করা যায়। আইপি অ্যাড্রেসের সাহায্যে, ইন্টারনেটের যেকোনো ওয়েবসাইট কোন ডিভাইস থেকে এবং কোন স্থান থেকে সেই ওয়েবসাইটটি ভিজিট করা হচ্ছে তা জানতে পারে। তবে আপনি যদি কোনো প্রক্সি ব্যবহার করে থাকেন, তাহলে আপনি আপনার ডিভাইসের আইপি লুকিয়ে রাখতে সক্ষম হবেন। প্রক্সি সার্ভারের নিজস্ব এবং অন্যান্য আইপি ঠিকানাও আছে।

জাতীয় পরিচয়পত্র ভুল সংশোধন

প্রক্সি সার্ভারের সুবিধাসমূহ

প্রক্সি সার্ভার ব্যবহারের অনেক সুবিধা রয়েছে। সুবিধা গুলো হলো,

১. প্রক্সি সার্ভার আপনাকে সব সময় হ্যাকারদের হাত থেকে রক্ষা করে থাকে।
২. প্রক্সি সার্ভার অনেকটা ফায়ারওয়ালের মতো কাজ করে। যা আপনার কম্পিউটার/মোবাইল ফোনকে ভাইরাস, ম্যালওয়্যার, ফিশিং সাইট ইত্যাদি থেকে রক্ষা করে থাকে।
৩. একটি প্রক্সি সার্ভারের মাধ্যমে, আপনি আপনার ডিভাইসের আইপি বা ঠিকানা হাইড করে নিরাপদে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন।
৪. প্রক্সি সার্ভার ব্যবহার করে আপনি আপনার কান্ট্রির যেকোনো ব্লক করা ওয়েবসাইট সহজেই অ্যাক্সেস করতে সক্ষম হবেন।
৫. কিছু কিছু প্রক্সি সার্ভার আপনার ইন্টারনেটের গতি বৃদ্ধি করতেও সাহায্য করে। বিশেষ করে যারা WiFi ব্যাবহার করে থাকে।

WiFi এর স্পীড কিভাবে বৃদ্ধি করবেন সেই সম্পর্কে বিস্তারিত পোস্ট আমাদের ওয়েব সাইটে উল্লেখ করা আছে। চাইলে নিচের লিংক এ ক্লিক করে পোস্টটি দেখে আসতে পারেন।

WiFi স্পীড বৃদ্ধি করার নিয়ম

প্রক্সি সার্ভারের অসুবিধা সমূহ

যদিও প্রক্সি সার্ভারগুলি আপনাকে অনেক সুবিধা দিয়ে থাকে কিন্তু মাঝে মাঝে কিছু কিছু প্রক্সি সার্ভার অসুবিধাও সৃষ্টি করে। প্রক্সি সার্ভার এর অসুবিধা গুলো হলো,

১. কোনো কোনো প্রক্সি সাইট আপনার তথ্য চুরি করতে পারে।
২. খারাপ বা বাজে প্রক্সি সাইট আপনার ডিভাইসকে ভাইরাস দ্বারা আক্রমণ করার চেষ্টা করে থাকতে পারে।
৩. কিছু কিছু প্রক্সি সাইট আপনার আপনার মূল্যবান ডাটা তৃতীয় কোনো পক্ষকে বিক্রি করে থাকে।

প্রক্সি সার্ভার ব্যবহার করার নিয়ম

আশা করি এই পর্যন্ত পোস্টটি পড়ে আপনি নিশ্চই প্রক্সি সার্ভার কি, এটি কিভাবে কাজ করে তা খুব ভালভাবে বুঝতে পেরেছেন। আপনি কিভাবে আপনার ডিভাইসে প্রক্সি সার্ভার ব্যবহার করে আপনার পরিচয় গোপন করে ওয়েব ব্রাউজিং করতে পারেন তা নিয়ে এখন আলোচনা করবো।

আপনি মূলত দুটি উপায়ে কোনো প্রক্সি সার্ভার ব্যবহার করতে পারেন। প্রথমটি হচ্ছে ওয়েব ভিত্তিক আর অন্যটি হচ্ছে ব্রাউজার ভিত্তিক।

বিশ্বের শীর্ষ ১০ টি ধনী রাষ্ট্র-10 Richest Countries list

ওয়েব ভিত্তিক প্রক্সি

ওয়েব ভিত্তিক প্রক্সিতে আপনি একটি সার্চ বার দেখতে পাবেন। ওয়েব ভিত্তিক প্রক্সি যে ভাবে ইউজ করবেন,

১. প্রথমে উক্ত সার্চ বারে আপনি যে ওয়েবসাইটটিতে ব্রাউজ বা প্রবেশ করতে চাচ্ছেন সেই এড্রেসটি সম্পূর্ণ টাইপ করুন।
২. এরপর এন্টার বাটনে ক্লিক করুন।
৩. লোড নেয়া সম্পূর্ণ হলে আপনি উক্ত ওয়েব সাইটটি ব্রাউজ করতে পারবেন।

আপনি চাইলে নিচের স্ক্রিন শট গুলো অনুসরণ করতে পারেন,

What-is-proxy-server-1

What-is-proxy-server-2

ওয়েব ভিত্তিক কিছু প্রক্সি ওয়েবসাইটের তালিকা

Proxysite.com
hidester.com
Proxyboost.net
BoomProxy.com
Kproxy
Proxify
HideMyAss
hideme.be

উইন্ডোজ এর শর্টকাট key

ক্রোম ব্রাউজারে প্রক্সি ব্যবহার করার নিয়ম

 ১ প্রথমে আপনার ডিভাইসে Chrome ব্রাউজারটি ওপেন করুন।
২ উপরের ডানদিকে থ্রি ডট এ ক্লিক করুন।
৩ সেটিংস-এ ক্লিক করুন।
৪ এখানে আপনি System অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।
৫ এরপর Open Your Computer Proxy Setting এ ক্লিক করুন।
৬ এখন আপনি আপনার কম্পিউটারের প্রক্সি সেটিং এ পৌঁছে যাবেন।
৭ এখানে আপনাকে Use a Proxy Server অন করতে হবে।
৮  তারপর প্রক্সির IP ঠিকানা এবং পোর্ট নম্বর লিখুন।
৯ সবশেষে Save and Apply এ ক্লিক করুন।
১০ এখন আপনি Google Chrome ব্রাউজারে নিশ্চিন্তে প্রক্সি সার্ভার ব্যবহার করতে পারেন।

বিশেষ দ্রষ্টব্য: ব্রাউজারের জন্য প্রক্সি গুলো সাধারণত কিনে ইউজ করতে হয়। তবে কিছু কিছু সাইট বিনা মূল্যে প্রক্সি অ্যাড্রেস ও পোর্ট দিয়ে থাকে। আপনি চাইলে উক্ত সাইট হতে সেগুলো সংগ্রহ করতে পারেন। এমন একটি সাইট হলো proxydb

আজ এই পর্যন্ত। আশা করি এই পোস্ট হতে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।

আরও তথ্য এবং আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগ দিন

আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ

EDUINFOBD OFFICIAL

Related Articles