Information

Google trends কী?

আজকের আমরা Google Trends সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমরা আজকে Google Trends কী, কিভাবে কাজ করে ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেয়ার চেষ্টা করবো। এরসাথে Google Trends-এ আপনি আপনার নিজস্ব অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, Google Trends কীভাবে ব্যবহার করবেন, Google Trends-এর বৈশিষ্ট্য, Google Trends এর উপকার কী কী সেই সম্পর্কেও জানতে পারবেন। তাহলে বেশি সময় নষ্ট না করে বিস্তারিতভাবে Google Trends সম্পর্কে জেনে নিন।

Google trends কী?

প্রিয় পাঠক বৃন্দ কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকের আমরা Google Trends সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমরা আজকে Google Trends কী, কিভাবে কাজ করে ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেয়ার চেষ্টা করবো। এরসাথে Google Trends-এ আপনি আপনার নিজস্ব অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন, Google Trends কীভাবে ব্যবহার করবেন, Google Trends-এর বৈশিষ্ট্য, Google Trends এর উপকার কী কী সেই সম্পর্কেও জানতে পারবেন। তাহলে বেশি সময় নষ্ট না করে বিস্তারিতভাবে Google Trends সম্পর্কে জেনে নিন।

What-is-Google-trends-1

এটি কিসের জন্য?

Google Trends মূলত Google কোম্পানির তৈরিকৃত এক প্রকার টুল। এটি ব্যবহারকারীর দ্বারা সর্বাধিক অনুসন্ধান করা কীওয়ার্ডের তালিকা দেখিয়ে থাকে। গুগোল ট্রেন্ডস মেইনলি ই-কমার্স এর ক্ষেত্রে ব্যাবহার করা হয়। আপনি যদি সঠিক ভাবে এটাকে ইউজ করতে পারেন, তবে এটি আপনার শক্তিশালী মিত্র হিসেবে কাজ করবে।

Google Trends এ যা যা দেখতে পারবেন

Google Trends এর সাহায্যে আপনি যেকোনো সার্চ করা কীওয়ার্ড এর ডাটা গ্রাফ আকারে দেখতে পারবেন। Google ট্রেন্ডস এর গ্রাফে কীওয়ার্ডের জনপ্রিয়তা ০ থেকে ১০০ নম্বরের মধ্যে ব্যাখ্যা করা হয়ে থাকে। যে কিওয়ার্ডটি আপনি ০ থেকে ৪৯ এর মধ্যে দেখতে পাবেন সেটি খুব কম সার্চ করা হয়। আর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকা কিওয়ার্ড গুলো গুগোল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে অনেক বেশি সার্চ করা হয়। এর পাশাপাশি Google Trends কে কতবার কোন কোন কীওয়ার্ড কতবার সার্চ করেছে তাও জানা যায়। এর সাহায্যে কোন কোন ইউজার কোথায় থেকে সার্চ করেছে তাও জানা সম্ভব। গুগল ট্রেন্ডস তার ব্যবহারকারীকে বিভিন্ন প্রকার সুবিধা প্রদান করে থাকে। উদাহরণ হিসেবে, কীওয়ার্ড তুলনা করা, ডেটা ফিল্টার এর কাজ করা, রিয়েল টাইম ডেটা দেখানো ইত্যাদি।

Google Trends থেকে যেসকল কীওয়ার্ড দেখতে পারবেন

Google Trends থেকে আপনি ২০০৪ থেকে এখন পর্যন্ত যেকোনো কীওয়ার্ডের সকল প্রকার তথ্য দেখতে পারবেন। এর সাথে কোন কীওয়ার্ডটি সব থেকে বেশিবার সার্চ করা হয়েছে তার গ্রাফও দেখতে পারবেন।

Trends কি বা কাকে বলে?

কোনো ইউজার সবচেয়ে বেশিবার কোন কীওয়ার্ডটি সার্চ করছে এমন কিছু বোঝায়। বর্তমানে যে টপিক বা বিষয়টি সবচেয়ে বেশি সার্চ করা হয় তাকে বলা হয় তাকে ট্রেন্ডিং টপিক বলে। Google Trends-এর মাধ্যমে, আপনি সহজেই কোন দেশে কোন কোন কীওয়ার্ড গুলো সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে তা খুঁজে বের করতে পারবেন।

Google Trends এর যাত্রা ও ইতিহাস

Google কোম্পানি ২০০৮ সালে ৫ই আগস্ট Google Insights for Search নামে একটি টুল তৈরি করে। পরবর্তীতে ২০১২ সালের ২৭ ডিসেম্বরে গুগল এর নাম পরিবর্তন করে Google Trends রাখে। আপনি চাইলে Google Trends এর সাহায্যে যেকোনো কীওয়ার্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য গ্রাফ আকারে দেখতে পারবেন। একজন ব্লগারের জন্য এই টুলটি খুবই উপকারী ও গুরুত্বপূর্ন একটি টুল। 

Google Trends-এ কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবো

Google Trends থেকে অ্যাকাউন্ট তৈরির জন্য অবশ্যই আপনার একটি Gmail ID থাকতে হবে। Google Trends-এ অ্যাকাউন্ট তৈরি করতে যা যা করতে হবে,

১। প্রথমে গুগলে প্রবেশ করে Google Trends লিখে সার্চ করুন।
২। এরপর Google Trends এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
৩। অতপর উপরে সাইন ইন অপশনে ক্লিক করুন।
৪। এরপরে আপনি আপনার Gmail ID এর সাহায্যে Google Trends এ সাইন ইন করুন।
৫। ব্যাস আপনার google Trends অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেল।

এইভাবে আপনি আপনার Google Trends অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন।

কিভাবে Google Trends ব্যবহার করবো

Google Trends টুলটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার একটি Google Trends account থাকতে হবে। আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনি এটি ব্যবহার করতে পারবেন। আর এই টুলটি ইউজ করা খুব সহজ। যে ভাবে টুলটি ব্যবহার করবেন,

১। প্রথমে আপনি গুগোল ট্রেন্ডস এর সার্চ বারে যেকোনো কীওয়ার্ড টাইপ করে অনুসন্ধান অপশনে ক্লিক করুন৷
২। এর পরবর্তী ধাপে Google Trends আপনাকে কীওয়ার্ড সম্পর্কে সকল প্রকার তথ্য বলে দেবে।
৩। এর সাহায্যে আপনি আপনার সেই কীওয়ার্ডের সকল প্রকার ডাটা গ্রাফ আকারে দেখতে সক্ষম হবেন। ৪। আর আপনার সেই কীওয়ার্ড ইউজ করে সেই সম্পর্কিত কোনো পোস্ট বা আর্টিকেল করা উচিত হবে কি না তাও জানতে পারবেন।

Google Trends সম্পর্কিত কিছু উদাহরণ

মনে করুন, আপনি আপনার সাইটে বায়োডাটা নিয়ে কোনো আর্টিকেল বা পোস্ট লিখবেন। তাহলে আপনি সার্চ বারে বায়োডাটা লিখে সার্চ করলেন। গ্রাফের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন এই কীওয়ার্ডে আপনার কাজ করা উচিত হবে কি হবে না। আপনি চাইলে গুগোল ট্রেন্ডস থেকে দেশ, সময়, ক্যাটাগরি এবং সার্চের ফিল্টার ইউজ করতে পারবেন। তাছাড়া আপনি অন্য কোন কিওয়ার্ডের সাথে একটি কীওয়ার্ড তুলনাও করতে পারবেন।

Google trends এর সুবিধা

কোনো কীওয়ার্ড সার্চ করার পর নিচে স্ক্রোল করলে, কোন স্থান থেকে উক্ত কীওয়ার্ডটি সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে তার একটি তালিকা পেয়ে যাবেন। Google trends টুলটি আপনাকে search সম্পর্কিত কীওয়ার্ডগুলির একটি সম্পূর্ণ তালিকা দেখাবে।

What-is-Google-trends-2

 

গুগল ট্রেন্ডস ইউজ করা খুবই সহজ। কিছু দিন এই টুলটি ব্যবহার করলেই এর সম্পর্কে সবকিছু বুঝতে পারবেন।

Google Trends এর বৈশিষ্ট্য

গুগল ট্রেন্ডস এর বৈশিষ্ট্য সমূহ গুলো হলো,

১। কীওয়ার্ড ট্রেন্ডস চেক

Google Trends এর মাধ্যমে বর্তমানে কোন কীওয়ার্ড গুলো ট্রেন্ডিং করছে তা জানতে পারবেন। এর সাথে আপনি সহজেই আপনার নিশ সম্পর্কিত ট্রেন্ডিং কীওয়ার্ডগুলি খুব সহজে খুঁজেতে পারবেন।

২। কীওয়ার্ড ইতিহাস চেক

Google Trends এর মাধ্যমে আপনি যেকোন কীওয়ার্ডের সম্পূর্ণ হিস্টোরি দেখতে ও বুঝতে পারবেন। Google Trends হতে আপনি ২০০৪ সাল থেকে শেষ ১ ঘন্টা পর্যন্ত যেকোনো কীওয়ার্ডের সকল প্রকার ডাটা দেখতে পারবেন। কোন কোন কি-ওয়ার্ড গুলো কোন কোন দেশে কোন কোন সময়ে সার্চ করা হচ্ছে তার বিস্তারিত তথ্য জানতে ও দেখতে পারবেন। Google Trends এর মাধ্যমে, আপনি সার্চ করা কীওয়ার্ডের উপর কোনো আর্টিকেল লিখবেন কিনা সেটাও নির্ধারণ করতে পারবেন।

৩। রিলেটিভ কীওয়ার্ড

যখন আপনি Google Trends-এ যেকোন কীওয়ার্ড সার্চ করে থাকেন। তখন আপনি সেম বিষয়ের সাথে সম্পর্কিত অনেক কীওয়ার্ড এক সাথে দেখতে পারবেন। যার উপর ভিত্তি করে আপনি সেই বিষয়ের ওপর আর্টিকেল বা পোস্ট লিখতে পারবেন। এরসাথে আপনি আপনার আর্টিকেল বা পোস্টে সেই কীওয়ার্ড যোগ করতে পারবেন।

৪। কীওয়ার্ড কম্পিটিশন

আপনি দুটি কীওয়ার্ড এর মধ্যে তুলনা করে আপনার কন্টেন্ট, পোস্ট বা ব্যবসার জন্য সেরা কীওয়ার্ড খুঁজে পেতে সক্ষম হবেন।

৫। টার্গেট কান্ট্রি

আপনি একটি নির্দিষ্ট দেশে কোন কীওয়ার্ডটি সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে তা খুঁজে বের করতে সক্ষম হবেন। তারপর আপনি উক্ত কীওয়ার্ড অনুযায়ী আপনার আর্টিকেল বা পোষ্টটি র‌্যাঙ্ক করতে সক্ষম হবেন।

৬। রিয়াল টাইম ডাটা

Google Trends হতে আপনি রিয়েল টাইমে কোন কীওয়ার্ডটি সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে তা পরীক্ষা করে দেখতে পারবেন। আপনি উক্ত বিষয়টি Google Trends এর হোমপেজে দেখতে পারবেন।

৭। ডেটা ফিল্টার

Google Trends-এ ফিল্টার ফিচারের মাধ্যমে আপনি দেশ, সময়, বিভাগ এবং সার্চ অনুযায়ী যেকোনো কীওয়ার্ড খুব সহজেই ফিল্টার করতে সক্ষম হবেন।

ব্লগারের জন্য Google Trends-এর কী কী সুবিধা রয়েছে?

একজন ব্লগারের জন্য Google Trends-এর বিভিন্ন প্রকার সুবিধা রয়েছে। সুবিধা গুলো হলো,

১। আপনি আপনার ব্লগ বা সাইটের জন্য সেরা কীওয়ার্ড খুঁজে একটি শক্তিশালী কন্টেন্ট লিখতে পারবেন। যার জন্য আপনার পোস্ট বা আর্টিকেলটা rank হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
২। Google Trends এর মাধ্যমে আপনি খুব সহজে ট্রেন্ডিং টপিক খুঁজে বের করতে পারবেন।
৩। আপনার নিজস্ব একটি ব্লগ বা সাইট তৈরি করতে পারবেতন।
৪। আপনি চাইলে খুব সহজেই ট্রেন্ডিং টপিক উপর পোস্ট বা আর্টিকেল লিখতে পারবেন।
৫। আপনি খুব সহজেই কিছু ট্রিক ইউজ করে যে কোনো দেশে আপনার ওয়েবসাইট র‍্যাংক করাতে সক্ষম হবেন।
৬। Google Trends এর সাহায্যে আপনি খুব সহজে কন্টেন্ট আইডিয়া খুঁজতে সক্ষম হবেন।
৭। আপনি মানুষের চাহিদা অনুযায়ী পোস্ট বা কন্টেন্ট খুব সহজেই লিখতে পারবেন।
৮। এর সাহায্য নিয়ে আপনি কম সময়ে আপনার ওয়েব সাইটে আরো ট্রাফিক পেতে সক্ষম হবেন।

What-is-Google-trends-3

নির্ভর যোগ্য টুল হিসেবে Google Trends

সব শেষে বলা যায়, Google Trends একটি নির্ভরযোগ্য টুল। এর সাহায্যে আপনি আপনার আর্টিকেল বা পোস্টের জন্য বেশি সার্চ করা হচ্ছে এমন কীওয়ার্ড খুব সহজেই খুঁজে পেতে পারবেন।

Google Trends-এ কিভাবে প্রবেশ করবো

১। প্রথমে trends.google.com/trends টাইপ করুন।
২। এরপর আপনি যে কীওয়ার্ড নিয়ে আর্টিকেল বা পোস্ট লিখতে চাচ্ছেন তা টাইপ করুন।
৩। এরপর এন্টার অপশনে ক্লিক করুন।
৪। এরপর আপনি উক্ত কীওয়ার্ড এর সকল তথ্য ও ডাটা দেখতে পারবেন।

আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন আর Eduinfobd এর সাথেই থাকুন। পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

সকল প্রকার আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।

Click Here to join our official FACEBOOK page

 EDUINFOBD OFFICIAL

Related Articles