গুগোল কর্মীদের বেতন কত?
আমরা সকলেই জানি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও ধনী সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। ২০২৩ সালে এসে গুগলের net worth প্রায় ১২২২.৫৬ বিলিয়ন ডলার। পুরো বিশ্বজুড়ে গুগলের আধিপত্য লক্ষ্য করা যায়।
গুগোল কর্মীদের বেতন কত?
আমরা সকলেই জানি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও ধনী সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। ২০২৩ সালে এসে গুগলের net worth প্রায় ১২২২.৫৬ বিলিয়ন ডলার। পুরো বিশ্বজুড়ে গুগলের আধিপত্য লক্ষ্য করা যায়। বর্তমানে সবচেয়ে বড় টেক জায়ান্ট হিসেবে গুগলকে বিবেচনা করা হয়। গুগলে শুধু মাত্র জ্ঞানী ও দক্ষ ব্যক্তিরা চাকরির সুযোগ পেয়ে থাকেন। আমরা অনেকের মনেই প্রশ্ন জাগে তাদের বেতন কত? কিন্তু এই সম্পর্কিত আলোচনা খুব একটা বেশি করা হয় না। গুগোল কর্মীদের বেতন কত?
গুগোল কর্মচারীর সংখ্যা
টেক জায়ান্ট গুগোলে প্রায় ১ লক্ষ ৯০ হাজার ২৩৪ জন কর্মী ফুল টাইম হিসেবে জব করে থাকে। তবে ২০২৩ সালে অর্থনৈতিক মন্দার প্রভাব গুগলেও পড়েছে। গুগলের সিইও সুন্দর পিচাই ২০২৩ সালে ১২০০০ কর্মী ছাঁটাইয়ের কথা বলেছেন। গুগোল প্রতি বছর তাদের কর্মচারীদের বেতন আপডেট করে থাকে। তো চলুন জেনে নেওয়া যাক ২০২৩ সালে গুগলের ওয়ার্কারদের কার বেতন কত।
Top 10 Online Jobs 2023
গুগোল এর ইঞ্জিনিয়ার ডিরেক্টর এর বেতন
গুগলের একজন ইঞ্জিনিয়ার ডিরেক্টর এর বেতন ২ লাখ ৮৩ হাজার ৫৯০ ডলার এর মতো। যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকার মোত হবে। একজন ইঞ্জিনিয়ার ডিরেক্টরের প্রধান কাজ হল গুগলের সকল প্রকৌশলিক বিষয়গুলো ওপর নজর রাখা। সমস্ত খুঁটিনাটির ভুল ত্রুটি দেখে উক্ত ভুল গুলোর সমাধান করা। গুগল তাদের সিকিউরিটির পাশাপাশি গেমিং ও মার্কেটিং এর সকল বিষয় দেখার জন্য একজন ইঞ্জিনিয়ার ডিরেক্টর নিয়োগ করে থাকে। গুগলে উক্ত পদ পেতে হলে আপনার কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উক্ত পদটি সাধারণত গুগল কোম্পানির সিনিয়র যারা রয়েছেন তারাই পেয়ে থাকেন।
গুগোল এর গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার এর বেতন
গুগলের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজারের বেতন হলো প্রায় ২ লাখ ৫৩ হাজার ৯৯০ ডলার এর মতো। যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে ২ কোটি ৫৩ লাখ টাকার মত হবে। গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার মূলত ইঞ্জিনিয়ার ডিরেক্টর এর সহযোগী হিসেবে কাজ করে। এরসাথে মার্কেটিং এবং এসইও বিষয়গুলোতে তাদের বেশি নজর দিতে হয়।
গুগোল এর পরিচালক বা ডিরেক্টর এর বেতন
একজন গুগলের ডিরেক্টর বা গুগলের পরিচালকের বেতন হলো প্রায় ২ লাখ ৭৫ হাজার ৫০০ ডলার এর মতো। বাংলাদেশি টাকায় উক্ত বেতন কনভার্ট করলে প্রায় ২ কোটি ৯ লাখ টাকার মতো হবে। গুগলের ডিরেক্টর কোম্পানির সকল কিছুর ওপর নজর রাখেন। এর পাশাপাশি তাকে গুগলের নেতৃত্ব প্রদান করতে হয়। এক কথায় গুগলের সকল দায়িত্ব তার ওপর থাকে।
10 Most Popular Foods In The World 2023
গুগোল এর সিনিয়র স্টাফ সফটওয়্যার ম্যানেজার এর বেতন
গুগলের সিনিয়র স্টাফ সফটওয়্যার ম্যানেজারের বেতন প্রায় ২ লাখ ৪২ হাজার ডলার এর মতো। যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে প্রায় ২ কোটি ৫ লাখ টাকার মতো হবে। বেতনের দিক একজন সিনিয়র স্টাফ সফটওয়্যার ম্যানেজার সব সময় বেশি টাকা পেয়ে থাকেন। এর কারণ হলো, তাদের বিভিন্ন সময় সফটওয়্যার আপডেট সহ নিত্য নতুন কার্যের জন্য নিয়োগ করা হয়। মূলত তারাই গুগলের বিভিন্ন রকম আপডেট নিয়ে আসেন।
গুগোল এর মার্কেটিং ডিরেক্টর এর বেতন
গুগলের একজন মার্কেটিং ডিরেক্টর এর বেতন প্রায় ২ লাখ ৩৪ হাজার ৭৩১ ডলার এর মতো। বাংলাদেশি টাকায় উক্ত ডলারকে কনভার্ট করলে প্রায় ১ কোটি ৯৯ লক্ষ টাকার মতো হবে। একজন মার্কেটিং ডিরেক্টর মূলত মার্কেটিং সেক্টরে কাজ এবং বিভিন্ন প্রেজেন্টেশন উপস্থাপন করার মতো কর্ম গুলো করে থাকেন।
Top 10 richest countries in the world 2023
উপরে উল্লেখিত সকল পদগুলো গুগলের শীর্ষস্থানীয় পদ। যেগুলোতে কোনো ব্যাক্তির জব পাওয়া ভাগ্যের ব্যাপার। গুগল প্রতিবছর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পদে জ্ঞানী, স্মার্ট, পরিশ্রমী ব্যক্তিদের চাকরি দিয়ে থাকে। এর যে কোনো একটি সেক্টরে জব পেলে যে কোনো ব্যাক্তির ভাগ্য খুলে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
গুগলে এর বাইরেও আরো অনেক গুলো পদ আছে। যা নিয়ে আমরা পরবর্তী কোনো পোস্টে আলোচনা করবো।
আরো বিস্তারিত তথ্য ও সকল আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন।