Information

Google Adsense লোডিং কী?-What is Google Adsense loading?

Google AdSense লোডিং হল আপনার Google AdSense এপ্রুভ হওয়া সাইটে ইনকাম বৃদ্ধির উদ্দেশ্যে আপনার ওয়েবসাইটে ক্লিক বা ট্রাফিক পাঠাতে সফ্টওয়্যার বা স্ক্রিপ্ট প্রক্রিয়া ব্যাবহার করা।

Google Adsense লোডিং কী? এটি  কি ভাবে কাজ করে?

প্রিয় পাঠকবৃন্দ কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনি হয়তো নিশ্চই ভাবছেন যে আমরা Google AdSense লোডিং বলতে কী বুঝি। Google AdSense লোডিং থেকে ইনকাম বাড়ানোর জন্য Google AdSense লোডিং করা কি নিরাপদ? এই সকল বিষয় নিয়ে আমরা আজকে উক্ত পোষ্টটিতে আলোচনা করেছি। তাই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। Google Adsense লোডিং কী ইংরেজিতে পড়ুন

What-is-Google-Adsense-loading-1

গুগল অ্যাডসেন্স লোডিং কি বা কাকে বলে?

Google AdSense লোডিং হল আপনার Google AdSense এপ্রুভ হওয়া সাইটে ইনকাম বৃদ্ধির উদ্দেশ্যে আপনার ওয়েবসাইটে ক্লিক বা ট্রাফিক পাঠাতে সফ্টওয়্যার বা স্ক্রিপ্ট প্রক্রিয়া ব্যাবহার করা।

ফেসবুক থেকে টাকা আয় করা যায় কিভাবে?

Google Adsense লোডিং এর উৎপত্তি

Google AdSense লোডিং ভারতীয় ও পাকিস্তানিদের মাধ্যমে এসেছে। তারা সাধারণত আপনার AdSense অ্যাকাউন্টে 30 থেকে 45 ডলারের বিনিময়ে 100 ডলার পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে থাকে। মেইন বিষয়টি হলো, গুগোল অ্যাডসেন্স লোডিং থেকে প্রাপ্ত ট্রাফিক রিয়াল ট্রাফিক নয়। এরপরেও তারা আপনাকে বিশ্বাস করাতে বাধ্য করবে যে, তারা যে ট্র্যাফিক পাঠাচ্ছে তা রিয়াল। যার ফলে আপনি সেগুলো শুনে অনেকটা আগ্রহী হয়ে যাবেন।

গুগোল অ্যাডসেন্স লোডিং এর ফলে এড লিমিট হবার সম্ভাবনা

What-is-Google-Adsense-loading-2

গুগল অ্যাডসেন্স লোডিং এর ফলে এডলিমিট হবার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এছাড়াও আপনার একাউন্ট ডিসএবল হবার সম্ভবনা আছে। সুতরাং গুগোল এডসেন্স লোডিং ইউজ করা অনেকটা রিস্কি। আপনি যদি ইউজ করার কথা ভেবে থাকেন তবে তা আপনার রিস্কে করতে হবে। গুগল এডসেন্স লোডিং এর নিশ্চয়তা অনেকটা কম।

গুগল অ্যাডসেন্স লোডিং কতটা নিরাপদ?

যেমন টা আগেই বলেছি গুগল অ্যাডসেন্স লোডিং নিরাপদ নয়। তাই এর উপর নির্ভর করা মোটেও উচিত নয়। এরফলে আপনার আইডি ডিসেবল হবার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আর মোট কথা হলো এর কোনো ভরসা নেই। সুতরাং অ্যাডসেন্স লোডিং ব্যাবহার না করাই উত্তম।

Bdix কী – What is BDIX [আপডেট]

গুগল এডসেন্স লোডিং করার নিয়ম

What-is-Google-Adsense-loading-3

ওয়ার্নিং: আমরা আগেই বলে রাখছি গুগোল এডসেন্স লোডিং মোটেও নিরাপদ নয়। যা করবেন তা আপনার নিজের রিস্কে করবেন। কোনো প্রকার সমস্যা হলে Eduinfobd কর্তিপক্ষ দায়ী থাকবে না। এখানে যে উপায় গুলো আমরা আলোচনা করেছি সমস্ত মেথড গুলো ফ্রী। আমরা এই ফ্রী ট্রিক গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি। তাহলে চলুন মেথড গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

এডসেন্স লোডিং মেথড ১

ভিপিএস ও পেইড আইপি ইউজ

www.browserstack.com সাইটটি ব্যবহার করে সাইটের এডে ক্লিক করে গুগল অ্যাডসেন্স লোডিং ইউজ করা যায়। সাইটটি হচ্ছে একটি ভিপিএস বিল্ডিং ওয়েব সাইট। যেখানে ভার্চুয়াল ভাবে অনেক ডিভাইস তৈরি করা সম্ভব। বর্তমানে উক্ত ট্রিকটি অবশ্যই অনেক ঝুকিপূর্ণ। কেননা বহু লোক এই সাইট থেকে ক্লিক এর সুবিধা নিচ্ছে। গুগল কর্তিপক্ষ কোনো ভাবে এই ব্যাপারে বুঝতে পারলে বা সন্দেহ করলে আপনার আইডিটি ডিসেবল করে দিতে পারে।

প্রক্সি সার্ভার কি?-What is proxy server?

এডসেন্স লোডিং মেথড ২

Go-Login অ্যাপ ইউজ করা

উক্ত এপ্লিকেশন ব্যাবহার করে অনেকেই সিপিএ মার্কেটিং অফার গুলো ফেইক ভাবে প্রমোশন করে। তবে এক্ষেত্রে আইপি কিনতে হয়। এই মেথড থেকে এডসেন্স এ ক্লিক করে ইনকাম করা ততটা লাভজনক না। CPA অফারগুলোর ট্রাকিং সিস্টেম আর গুগলের ট্রাকিং সিস্টেম এক নয়। আপনাকে মনে রাখতে হবে যে, গুগল এর সিস্টেম অনেক স্মার্ট আর চালাক। তবে Go login অ্যাপ ব্যাবহার করে এডসেন্স এর ECPM বৃদ্ধি করা নিরাপদ। এর মানে হলো ইউটিউব বা ওয়েবসাইটের এডস দেখার ক্ষেত্রে উক্ত ট্রিকটি ব্যাবহার করতে পারেন। কিন্তু এডে ক্লিক করা নিরাপদ হবে না।

এডসেন্স লোডিং মেথড ৩

Ads ক্যাম্পেইন

উক্ত মেথডটি অনেকটা নিরাপদ। তবে শতভাগ নিরাপদ নয়। এখানে বিভিন্ন সাইটে এড দেওয়ার মাধ্যমে আপনার ওয়েব সাইটে ট্রাফিক আনতে পারবেন। উক্ত মেথডে সকল ট্রাফিক রিয়েল হলেও ট্রাফিক আনা হয় ক্যাম্পেইনের বা বিজ্ঞাপনের মাধ্যমে। যার ফলে আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে। এরপরেও যে আপনার সাইটে ট্রাফিক বাড়বে তার কোনো নিশ্চয়তা নেই।

এডসেন্স লোডিং সম্পর্কে কিছু পরামর্শ

আপনি যখন বিজ্ঞাপন রান করে আপনার সাইটে ট্রাফিক নিবেন সেক্ষেত্রে আপনার সাইটের কন্টেন্ট দেওয়া বন্ধ করা যাবে না। এর পাশাপাশি আপনার সোশ্যাল ট্রাফিক, সার্চ ট্রাফিক থাকতে হবে। কেননা গুগল এড টিম উক্ত বিষয়গুলো সবসময় চেইক করে থাকে। এডসেন্স লোডিং করার জন্য ভালো এড নেটওয়ার্ক থাকা আবশ্যক।

মনিটাইজ ছাড়াই ইউটিউব থেকে টাকা আয় করার উপায়

পেইড ক্যাম্পেইনের মাধ্যমে ট্রাফিক আনার নিয়ম

যেসকল ক্ষেত্রে পেইড ক্যাম্পেইন ইউজ করে আপনার সাইটের ট্রাফিক বৃদ্ধি করতে পারবেন,

ফেসবুক ইউজ করে

What-is-Google-Adsense-loading-4

ফেসবুক একটি বড় সোশ্যাল মিডিয়া। তাই এটি থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নেওয়া অনেক সহজ। আপনার যদি ফেসবুক ক্যাম্পেইন সম্পর্কে ও এর কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া থাকে তবে হাই CPC কিওয়ার্ড এর আর্টিকেল লিখে ফেসবুকে ক্যাম্পেইন চালাতে পারেন। মেথডটি রিস্কি হলেও আপনার টার্গটিং যদি ভালো হয় তবে প্রাপ্ত ট্যাফিক থেকে প্রায় ২০ ডলারের বেশি সিপিসি পাওয়া সম্ভব। যদি আপনি অভিজ্ঞ না হন তবে ফেসবুকের মাধ্যমে ক্যাম্পেইন না করায় উত্তম। কেননা এখানে আপনার লাভের থাকে লস হবার সম্ভাবনা বেশি।

Tumblr ইউজ করে

What-is-Google-Adsense-loading-5

Tumblr হচ্ছে একটি পপুলার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট। উক্ত ওয়েবসাইটে থেকে আপনি অনেক USA কান্ট্রির ট্রাফিক পাবেন। Tumblr থেকে অল্প খরচে আপনার ওয়েবসাইট প্রমোশন করে ট্রাফিক নিতে পারেন। উক্ত মেথডে রিস্ক অনেকটা কম।

Clickadilla সাইট ইউজ করে

উক্ত সাইটে আপনি ক্যাম্পেইনের মাধ্যমে মাত্র 0.03 ডলার এর বিনিময়ে আপনার সাইটে USA ট্রাফিক আনতে পারবেন। মূলত ভারতীয় ও পাকিস্তানিরা এই সাইটে মাধ্যমে তাদের ওয়েবসাইটে ট্রাফিক পাঠায়। উক্ত সাইট এর পাঠানো সব ট্রাফিক রিয়াল হলেও গুগল এমন ট্রাফিকে সমর্থন করে না। যার ফলে আইডি ডিসেবল হবার সম্ভাবনা বেড়ে যায়।

অনলাইনের সেরা ১০ টি জব

মাইক্রো জব ওয়েব সাইট ইউজ করে

কিছু বেস্ট মাইক্রো জব ওয়েব সাইট হলো, Appen, Clickworker, Mechanical Turk Neevo, Hive Micro, UserTesting.com, TriMyUI ও Scribie

মাক্রো জব সাইট গুলো তাদের নিজের ওয়ার্কার ভাড়া করে ৫ থেকে ১০ সেন্টের বিনিময়ে ক্লিক করিয়ে থাকে। এই মেথড তেমন রিস্কি না। তবে উক্ত মেথডে আপনার ইনকাম তেমন নাও হতে পারে।

বিশেষ দ্রষ্টব্য:আমাদের উক্ত পোস্টের মূল উদ্দেশ্য হলো এডসেন্স লোডিং কি আর টা কিভাবে কাজ করে তার সম্পর্কে আপনাদের অবগত করা। কাউকে এডসেন্স লোডিং করার পরামর্শ দেওয়া বা উদ্বুদ্ধ করা আমদের উদ্দেশ্য নয়। অ্যাডসেন্স লোডিং ব্যাবহার করে আপনার কোনো ক্ষতটি হলে আমরা কোনো ভাবেই দায়ী থাকবো না।

আজ এই পর্যন্ত। আশা করি এই পোস্ট হতে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।

আরও তথ্য এবং আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগ দিন

আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ

EDUINFOBD OFFICIAL

Related Articles